রণবীর ৩০ কোটি, শ্রদ্ধা ৭ কোটি আর অন্যরা কত পেলেন?

‘তু ঝুঠি ম্যায় মক্কর’ ছবির ট্রেলার দর্শকের সামনে হাজির করেছে নতুন এক শ্রদ্ধাকে। ট্রেলারে বিকিনি, সুইমস্যুট শ্রদ্ধাকে দেখে চমকে গেছেন ভক্তরাফেসবুক থেকে

চিত্রনির্মাতা লভ রঞ্জনের দুনিয়ায় পা রাখলেন দুই বলিউড তারকা—শ্রদ্ধা কাপুর আর রণবীর কাপুর। আজ বুধবার মুক্তি পেল তাঁদের অভিনীত ছবি ‘তু ঝুঠি ম্যায় মক্কার’। লভ রঞ্জন পরিচালিত এই ছবিতে প্রথমবার জুটি বেঁধে এলেন শ্রদ্ধা আর রণবীর। এই রোম্যান্টিক কমেডি ছবিতে সম্পূর্ণ অন্য মেজাজে শ্রদ্ধা। ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ ছবিতে রণবীর আর শ্রদ্ধার রোম্যান্স মুগ্ধ করবে বলে চলচ্চিত্র সমালোচকদের ধারণা। ছবিটিকে ঘিরে ইতিমধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে। চলচ্চিত্র–সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে ছবিটি।
জানা গেছে, এই রোম্যান্টিক কমেডি ছবির জন্য রণবীর বেশ বড় অঙ্কের পারিশ্রমিক হাঁকিয়েছিলেন। বলার অপেক্ষা রাখে না, ছবিতে শ্রদ্ধা রণবীরের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন। কিন্তু তাঁর পারিশ্রমিক রণবীরের তুলনায় অনেকটাই কম। দেখে নেওয়া যাক, এই ছবির জন্য রণবীর, শ্রদ্ধা, ডিম্পল কাপাডিয়া আর বনি কাপুর কত পারিশ্রমিক নিলেন।

রণবীর কাপুর
রণবীর কাপুরকে শেষ বড় পর্দায় দেখা গেছে ‘ব্রহ্মাস্ত্র‘ ছবিতে। এই ছবিতে প্রথমবার জুটি বেঁধে এসেছিলেন আলিয়া আর রণবীর। ছবিটি বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল।

রণবীর কাপুর
ছবি : এএফপি

তাই এখন রণবীরের চাহিদা তুঙ্গে। ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ ছবিতে এই বলিউড তারকাকে রোহন অরোরার চরিত্রে দেখা গেছে। লভ রঞ্জনের এই ছবির জন্য রণবীর ৩০ কোটি নিয়েছেন।
শ্রদ্ধা কাপুর
প্রায় তিন বছর পর বড় পর্দায় ফিরলেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ ছবিতে ভিন্ন ইমেজে ধরা দিয়েছেন তিনি। লভ রঞ্জন পরিচালিত এই ছবিতে তাঁর অভিনীত চরিত্রের নাম নিশা মালহোত্রা। ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ ছবির জন্য শ্রদ্ধা রণবীরের তুলনায় প্রায় চার গুণ কম পারিশ্রমিক পেয়েছেন বলে খবর। এই ছবিতে অভিনয়ের জন্য তিনি নিয়েছেন সাত কোটি।

শ্রদ্ধা কাপুর
ছবি: ইনস্টাগ্রাম থেকে

ডিম্পল কাপাডিয়া
‘তু ঝুঠি ম্যায় মক্কার’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে বলিউডের অত্যন্ত প্রভাবশালী অভিনেত্রী ডিম্পল কাপাডিয়াকে। ছবিতে তাঁর চরিত্রের নাম রেণু অরোরা। ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ ছবিতে ডিম্পল রণবীরের মায়ের চরিত্রে অভিনয় করেছেন। এই ছবিতে তাঁর পারিশ্রমিক ছিল ৭০ লাখ।

বনি কাপুর
লভ রঞ্জনের এই রোম্যান্টিক কমেডি ছবিতে চিত্রনির্মাতা বনি কাপুর অভিনয় করেছেন। বনি কাপুর রণবীরের বাবা রমেশ অরোরার ভূমিকায় অভিনয় করেছেন। এই ছবির জন্য তিনি ৫০ লাখ নিয়েছেন বলে খবর।