বলিউডে বিতর্ক: বিপাশার পর এবার ম্রুণালের আক্রমণে আনুশকা

ম্রুণাল ঠাকুর অভিনেত্রী বিপাশা বসুকে নিয়ে কটাক্ষ করে সমালোচনার মুখে পড়েছিলেন, এবার তাঁর নিশানায় আনুশকা শর্মাকোলাজ

বলিউডের জগৎ মানেই যেন প্রতিযোগিতা, উত্থান-পতন আর আলোচনার ঝড়। এ প্রতিযোগিতার ভিড়ে প্রত্যেক অভিনেত্রীকে জায়গা করে নিতে হয় নিজস্ব যোগ্যতা, ভাগ্য আর পরিশ্রমের সমন্বয়ে। তবে কখনো কখনো আলোচনায় আসতে কাজের চেয়ে মন্তব্যই বড় ভূমিকা রাখে। সাম্প্রতিক সময়ের আলোচিত নাম ম্রুণাল ঠাকুর। কিছুদিন আগেই অভিনেত্রী বিপাশা বসুকে নিয়ে কটাক্ষ করে সমালোচনার মুখে পড়েছিলেন। এবার তাঁর নিশানায় বলিউডের শীর্ষ নায়িকাদের একজন—আনুশকা শর্মা।

সুলতান বিতর্ক
ম্রুণাল এক পডকাস্ট সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সালমান খানের সুপারহিট ছবি ‘সুলতান’-এর মাধ্যমে তাঁর বলিউড অভিষেক হওয়ার কথা ছিল। কিন্তু তিনি নিজেই সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। কারণ, তখন নিজেকে প্রস্তুত মনে করেননি। শেষ পর্যন্ত ছবিতে নায়িকা হন আনুশকা শর্মা। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি বক্স অফিসে বিশাল সাফল্য পায় এবং আনুশকাকে আরও এক ধাপ এগিয়ে দেয়।
ম্রুণালের মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে। তিনি বলেন, ‘এ রকম অনেক ছবি আছে। আমি না করেছিলাম। কারণ, সেই ছবির জন্য তখন আমি প্রস্তুত ছিলাম না। আমি নিশ্চিত যে আমার এ কথায় বিতর্ক শুরু হবে। ছবিটা সুপারহিট হয়েছিল। কিন্তু ছবির অভিনেত্রীর এতে কোনো ফায়দা হয়নি। এ ছবির মাধ্যমে তিনি এগিয়ে যেতে পারেননি। পরে আমার মনে হয়েছিল, আমি যদি ওই সময় ওই ছবি করতাম, তাহলে আমি নিজেকে হারিয়ে ফেলতাম। তিনি এখন কাজ করছেন না, কিন্তু আমি করছি। এটা আমার জন্য এক বড় জয়।’

ম্রুণাল আরও বলেছেন, ‘আমি তাৎক্ষণিক আনন্দ, তাৎক্ষণিক পরিচিতি আর তাৎক্ষণিক খ্যাতি চাই না। কারণ, যেটা চটজলদি পাওয়া যায়, সেটা চটজলদি চলেও যায়।’ নাম সরাসরি না নিলেও তাঁর ইঙ্গিত যে আনুশকার উদ্দেশেই, তা বুঝতে বাকি নেই কারও।

ম্রুণালের মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে। তিনি বলেন, ‘এ রকম অনেক ছবি আছে। আমি না করেছিলাম। ছবিটা সুপারহিট হয়েছিল। কিন্তু ছবির অভিনেত্রী এ ছবির মাধ্যমে এগিয়ে যেতে পারেননি। ’
সুলতান ছবিতে সালমান ও আনুশকা
ফেসবুক থেকে

আনুশকার সাফল্য বনাম ম্রুণালের যাত্রা
আনুশকা শর্মার বলিউডযাত্রা শুরু হয়েছিল শাহরুখ খানের বিপরীতে ‘রব নে বনা দি জোড়ি’ দিয়ে। প্রথম ছবিতেই দর্শকের মন জয় করেছিলেন তিনি। এরপর একে একে ‘ব্যান্ড বাজা বারাত’, ‘জব হ্যারি মেট সেজাল’, ‘এ দিল হ্যায় মুশকিল’—প্রতিটি ছবিতেই তিনি প্রমাণ করেছেন নিজেকে। শুধু অভিনয় নয়, প্রযোজক হিসেবেও তিনি সফল। ‘এনএইচ ১০’, ‘পাতাল লোক’ এবং ‘বুলবুল’–এর মতো প্রযোজনা তাঁকে শিল্পীজগতে আলাদা মর্যাদা এনে দিয়েছে। অন্যদিকে ম্রুণালের যাত্রা তুলনামূলক ধীর। ছোট পর্দা থেকে শুরু করে ‘সুপার ৩০’, ‘জার্সি’, ‘সীতা রামম’-এর মতো ছবিতে তিনি নজর কাড়লেও এখনো বলিউডের শীর্ষ নায়িকাদের সঙ্গে প্রতিযোগিতায় নাম লেখাতে পারেননি। তাই অনেকের মতে, আনুশকার তুলনায় ম্রুণালের মন্তব্য আত্মপ্রচারের কৌশল বলেই মনে হচ্ছে।

নারী তারকাদের প্রতিযোগিতা
বলিউডে নারী তারকাদের মধ্যে প্রতিযোগিতা নতুন কিছু নয়। অতীত থেকে বর্তমান—প্রায় প্রতিটি প্রজন্মেই এই তুলনার খেলা চলে আসছে।আশির দশকে হেমা মালিনী ও রেখার তুলনা হতো বারবার।নব্বইয়ের দশকে মাধুরী দীক্ষিত ও শ্রীদেবী ছিলেন আলোচনার কেন্দ্রে।পরবর্তী সময়ে ক্যাটরিনা কাইফ-প্রিয়াঙ্কা চোপড়া বা দীপিকা পাড়ুকোন-কারিনা কাপুরের মধ্যেও তুলনা টানা হয়েছে।কেউ কাজ দিয়ে প্রমাণ করেছেন নিজের অবস্থান, আবার কেউ কটাক্ষের জবাব দিয়েছেন নীরবতায়। তবে একটা বিষয় পরিষ্কার—নারী তারকাদের প্রতিযোগিতা বলিউডে সব সময়ই দর্শকের কৌতূহল বাড়িয়েছে, কিন্তু অনেক সময় শিল্পীর ইমেজ ক্ষুণ্ন করেছে।
‘সীতা রামম’ ছবিতে ম্রুণালের অভিনয় প্রশংসিত হয়েছে

ফেসবুকে ঝড়
ম্রুণালের মন্তব্য প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। আনুশকার ভক্তরা একের পর এক প্রতিক্রিয়া জানাচ্ছেন। একজন লিখেছেন, ‘অভিনয় ছাড়ার সিদ্ধান্ত আনুশকার নিজের ছিল। তাঁকে কেউ হারিয়ে দেয়নি।’ আরেকজনের মতে, ‘আনুশকা দীর্ঘ সময় ধরে কাজ না করলেও তাঁর উচ্চতা অক্ষুণ্ন। ম্রুণাল সেখানে পৌঁছাতে পারবেন কি না, তা নিয়েই সন্দেহ আছে।’ তবে কেউ কেউ আবার ম্রুণালের পক্ষ নিয়ে বলছেন, তিনি হয়তো নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন মাত্র। কিন্তু তাঁর কথার ভঙ্গিই বিতর্ক ডেকে এনেছে।

আরও পড়ুন

সালমান খানের মন্তব্য
ম্রুণালের মন্তব্যের পেছনে লুকিয়ে আছে পুরোনো এক ঘটনার স্মৃতি। ‘সুলতান’ ছবির প্রচারণার সময় সালমান খান খোলাসা করেছিলেন, কেন তিনি ম্রুণালের পরিবর্তে আনুশকাকে বেছে নিয়েছিলেন।

বিপাশা বসু ও ম্রুণাল ঠাকুর। কোলাজ
ইনস্টাগ্রাম

তাঁর ভাষায়, ‘আমার পরিচিত একজন ম্রুণালকে ফার্মহাউসে নিয়ে এসেছিলেন। তখন তিনি খুবই রোগা ছিলেন। তাই ছবির জন্য উপযুক্ত মনে হয়নি। সেই কারণে আনুশকাকে নেওয়া হয়েছিল।’ এই মন্তব্য প্রমাণ করে, শুধু ইচ্ছা বা প্রস্তাব পাওয়া নয়, প্রস্তুতি ও উপযুক্ত সময়ও তারকার যাত্রাপথ নির্ধারণ করে দেয়।

‘আমার পরিচিত একজন ম্রুণালকে ফার্মহাউসে নিয়ে এসেছিলেন। তখন তিনি খুবই রোগা ছিলেন। তাই ছবির জন্য উপযুক্ত মনে হয়নি। সেই কারণে আনুশকাকে নেওয়া হয়েছিল।
সালমান খান

আগের বিতর্ক: বিপাশাকে নিয়ে মন্তব্য
আনুশকার উদ্দেশে মন্তব্য করার আগে ম্রুণাল বিপাশা বসুকে নিয়েও বিদ্রুপ করেছিলেন। অবশ্য সেটা অনেক আগের। যখন সমালোচনা করেন, তখন ম্রুণাল ছোট পর্দায় ধারাবাহিকে কাজ করতেন।

তখন এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘ইশ্, এমন পেশিবহুল পুরুষালি চেহারার মেয়েকে কোনো ছেলে পছন্দ করে না।’ পরে অবশ্য তিনি বলেছিলেন, নায়িকার শরীর নিয়ে সমালোচনামূলক কথা, যা ভক্তদের কাছে একেবারেই গ্রহণযোগ্য হয়নি। ম্রুণাল ব্যাখ্যা দেন, ক্যারিয়ারের শুরুর দিকে অজ্ঞতাবশত এমন মন্তব্য করেছিলেন।
কিন্তু নতুন বিতর্ক প্রমাণ করছে, সমালোচনা তাঁকে এখনো ছাড়ছে না।

বিতর্ক কি ক্যারিয়ারের সোপান

বলিউডের ইতিহাস ঘাঁটলে দেখা যায়, অনেক তারকার ক্যারিয়ার বিতর্কের কারণে ভেঙে পড়েছে, আবার অনেকে বিতর্কের হাত ধরে আলোচনায় উঠে এসেছেন। যেমন:

  • কঙ্গনা রনৌত প্রায়ই বিতর্কিত মন্তব্য করে শিরোনামে আসেন।

  • রাখি সাওয়ান্ত বরাবরই ‘কনট্রোভার্সির কুইন’ হিসেবে পরিচিত।

  • অন্যদিকে দীপিকা পাড়ুকোন বা আলিয়া ভাট বিতর্ক এড়িয়ে গেছেন, কাজের মাধ্যমেই জায়গা শক্ত করেছেন।

ম্রুণালের ক্ষেত্রে প্রশ্ন হলো, বিতর্ক কি তাঁকে দীর্ঘমেয়াদি সাফল্য এনে দেবে, নাকি ক্ষণিক আলোচনার পর ম্লান করে দেবে?

আরও পড়ুন
ম্রুণাল ঠাকুর
ইনস্টাগ্রাম
বলিউডে ম্রুণাল
ম্রুণাল ঠাকুরের জন্ম ১৯৯২ সালের ১ আগস্ট, ভারতের মহারাষ্ট্রের ধুলেতে। বেড়ে ওঠা পুনেতে, যেখানে তিনি পড়াশোনার পাশাপাশি ছোটবেলা থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। পুনের বিদ্যালয়ে পড়াশোনা শেষে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে পড়তে ভর্তি হন। বিশ্ববিদ্যালয় পড়াকালীনই টেলিভিশনে কাজ শুরু করেন। ‘মুঝসে কুছ কেহতি...ইয়ে খামোশিয়ান’ ও ‘কুমকুম ভাগ্য’-এর মতো ধারাবাহিক তাঁকে জনপ্রিয় করে তোলে। টিভি থেকে সিনেমায় আসার পথে ম্রুণালকে নানা সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে। ২০১৪ সালে মারাঠি ছবি ‘বিত্তি দুনিয়া চি’ দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু। ২০১৮ সালে ‘লাভ সোনিয়া’ দিয়ে হিন্দি সিনেমায় অভিষেক হলেও মূল আলোচনায় আসেন ২০১৯ সালে। সে বছর হৃতিক রোশনের বিপরীতে ‘সুপার ৩০’ তাঁকে বলিউডে পরিচিতি এনে দেয়। এরপর ‘বাটলা হাউস’-এ জন আব্রাহামের সঙ্গে অভিনয় করে তিনি আরও দৃষ্টি আকর্ষণ করেন। দক্ষিণ ভারতীয় সিনেমায়ও তাঁর পদচারণ প্রশংসিত হয়; বিশেষ করে ‘সীতা রামম’ ছবিতে দুলকার সালমানের সঙ্গে তাঁর রসায়ন দর্শকের মন জয় করে নেয়। পরের দিকে হিন্দি ও দক্ষিণি মিলিয়ে ‘পিপ্পা’, ‘হাই নানা’, ‘দ্য ফ্যামিলি স্টার’ ইত্যাদি সিনেমা করেন। কোনোটিই ‘সীতা রমম’-এর সাফল্যকে ছাড়িয়ে যেতে পারেনি। ম্রুণাল অভিনীত নতুন সিনেমা ‘সন অব সরদার ২’ এ সপ্তাহেই ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। বিজয় কুমার অরোরা পরিচালিত এ সিনেমায় ম্রুণালের সঙ্গে আছেন অজয় দেবগন।
‘সন অব সরদার ২’ দিয়ে প্রথমবারের মতো কমেডি-ঘরানার চলচ্চিত্রে কাজ করলেন ম্রুণাল ঠাকুর। ছবিতে পাঞ্জাবি চরিত্রে অভিনয়
অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

নারী তারকাদের সংগ্রাম: কেবল প্রতিযোগিতা নয়

বলিউডে নারী শিল্পীদের জন্য প্রতিযোগিতা যেমন কঠিন, তেমনি রয়েছে সামাজিক ও পেশাগত চ্যালেঞ্জ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নায়িকাদের জন্য সুযোগ কমে আসে।

অনেকেই বিয়ে বা মাতৃত্বের পর পর্দা থেকে সরে দাঁড়ান। আবার অনেকে প্রযোজক বা উদ্যোক্তা হয়ে নতুন পথ খুঁজে পান।

আনুশকা শর্মা
ফেসবুক

আনুশকা শর্মা মাতৃত্বের পর অভিনয় থেকে দূরে থাকলেও প্রযোজক হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন। অন্যদিকে ম্রুণাল এখনো ক্যারিয়ারের শুরুর ধাপে দাঁড়িয়ে আছেন। তাই তুলনা টেনে অন্যকে খাটো না করে নিজের শক্তি দিয়ে জায়গা তৈরি করাই তাঁর কাছে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন চলচ্চিত্র সমালোচকেরা।বলিউডে প্রতিযোগিতা অবধারিত। কিন্তু সেই প্রতিযোগিতা যদি সব সময় কটাক্ষ বা বিতর্কের মাধ্যমে প্রকাশ পায়, তবে তা শিল্পীর মর্যাদাকেই প্রশ্নবিদ্ধ করে। আনুশকা শর্মা ইতিমধ্যেই বলিউডে নিজের অবস্থান প্রমাণ করেছেন—অভিনেত্রী, প্রযোজক ও তারকা হিসেবে। ম্রুণালের সামনে এখনো অনেক সুযোগ ও সময় রয়েছে। বিতর্ক নয়, কাজ দিয়েই যদি তিনি দর্শকের মন জয় করতে পারেন, তবে সেটিই হবে তাঁর প্রকৃত জয়।