ইনস্টাগ্রাম অনুসারী দেখে কাজ পাওয়া, ক্ষোভ ঝাড়লেন অভিনেত্রী

রত্না পাঠক শাহএক্স থেকে

বিতর্কটা পুরোনো। সেটা আবারও উসকে দিলেন বলিউড অভিনেত্রী রত্না পাঠক শাহ। তাঁর মতে, এখন অভিনয়দক্ষতার চেয়ে ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা দেখে শিল্পীদের কাজ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

ব্রুট ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এ নিয়ে নিজের ক্ষোভও প্রকাশ করেছেন তিনি।

অভিনয়দক্ষতার চেয়ে ‘বাহ্যিক সৌন্দর্য’কে বেশি প্রাধান্য দেওয়া হয় বলিউডে? অভিনেতার চেহারার ওপর খুব বেশি জোর দেওয়া হয়? প্রশ্ন রাখা হয়েছিল রত্না পাঠক শাহর সামনে।

রত্না পাঠক শাহ
এক্স থেকে

চেনা ভঙ্গিতে চাঁছাছোলা জবাব দিলেন তিনি, ‘হ্যাঁ, সহজ উত্তর।’ তিনি আরও বলেন, যে যেহেতু তিনি ইনস্টাগ্রামে নেই, তাই তিনি কাজও পাচ্ছেন না। অভিনেতা বলেন যে তিনি এক বছরের বেশি সময় ধরে বেকার ছিলেন।

রত্না পাঠক শাহ আরও বলেন, ‘আমি ইনস্টাগ্রামে না থাকায় কেউ আমার কাছে কাজের জন্য যোগাযোগ করেনি। তাই হয়তো সেই কারণেই আমি কাজ পাইনি, পাশাপাশি এটাও সত্যি যে আমি এখন সম্পূর্ণভাবে বেকার ছিলাম, যেটা খুবই কঠিন।’
রত্না ১৯৮০-এর দশকে হিট টিভি সিরিয়াল ‘ইধার উধার’-এ অভিনয় করার পর জনপ্রিয়তা পান।

এ ছাড়া শ্যাম বেনেগালের ‘মান্ডি’ তাঁর আরেকটি উল্লেখযোগ্য কাজ। পরবর্তীকালে ‘কাপুর অ্যান্ড সন্স’, ‘জানে তু ইয়া জানে না’, ‘গোলমাল ৩’, ‘এক ম্যায় অর এক তু’, ‘খুবসুরাত’, ‘লিপস্টিক আন্ডার মাই বোরখা’, ‘জয়েশভাই জোর্দার’, ‘অ্যাটাক’, ‘ ধক ধক’ ইত্যাদি সিনেমায় অভিনয় করতে দেখা গেছে তাঁকে।