অভিনেত্রী মাহিরা কি মা হতে চলেছেন
পাকিস্তানি তারকা অভিনেত্রী মাহিরা খান মা হচ্ছেন—এমন একটি খবর ছড়িয়েছে সংবাদমাধ্যমে। সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটের একটি ভাইরাল পোস্টের সূত্র ধরে টাইমস অব ইন্ডিয়া, পিংকভিলা, নিউজএইটিনসহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমে খবরটি এসেছে।
গত অক্টোবরে দীর্ঘদিনের বন্ধু, ব্যবসায়ী সেলিম করিমকে বিয়ে করেছেন মাহিরা খান। বিয়ের চার মাসের ব্যবধানে মাহিরার গর্ভধারণের গুঞ্জন ছড়িয়েছে।
বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে পাকিস্তানি সংবাদমাধ্যমে এক্সপ্রেস ট্রিবিউনকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহিরা বলেছেন, খবরটি ভুয়া।
সেই রেডিট পোস্টে দাবি করা হয়েছে, নিজেকে সময় দিতে নেটফ্লিক্সের দুটি সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন মাহিরা।
মাহিরা খান এক্সপ্রেস ট্রিবিউনকে বলেন, ‘আমি সন্তানসম্ভবা নই; এমনকি নেটফ্লিক্সের সিরিজ থেকেও আমি সরে আসিনি।’
এর আগে ২০০৭ সালে প্রথম বিয়ে করেন মাহিরা, ২০১৫ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে। তাঁদের সংসারে ১৩ বছর বয়সী একটি ছেলে রয়েছে।
‘রইস’, ‘হামসফর’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমায় অভিনয় করেছেন মাহিরা।