চাকরি হারানো সেই ব্যাংকার এখন ১০০ কোটি টাকার সম্পদের মালিক

জীবনে নানা ধরনের কাজ করেছেন। পরে থিতু হয়েছেন অভিনয়ে। ২০১১ সালে বলিউডে অভিষেকের পর এখন পর্যন্ত চলচ্চিত্রেই যুক্ত আছেন। তিনি আর কেউ নন, পরিণীতি চোপড়া। আজ ২২ অক্টোবর, অভিনেত্রীর জন্মদিন। ইন্ডিয়াডটকম, পিংকভিলা অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অভিনেত্রী সম্পর্কে জানা-অজানা কিছু তথ্য।
১ / ৭
১৯৮৮ সালের আজকের দিনে ভারতের হরিয়ানার আম্বালায় জন্ম পরিণীতির। ব্যবসায় প্রশাসনে স্নাতক শেষ করে চলে যান যুক্তরাজ্যে। সেখানে ম্যানচেস্টার বিজনেস স্কুলে পড়া শেষে ফিরে আসেন ভারতে
ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
২ / ৭
দেশে ফিরে একটি ব্যাংকে চাকরি নেন পরিণীতি, তবে কিছুদিন পরই চাকরি হারান তিনি
ইনস্টাগ্রাম থেকে
৩ / ৭
এরপর তিনি কাজ করেন যশ রাজ ফিল্মসের জনসংযোগ বিভাগে। এই প্রযোজনা সংস্থায় কাজের সুবাদে তিনি আনুশকা শর্মা, রানী মুখার্জির জনসংযোগ কর্মকর্তা হিসেবেও কাজ করেন
ইনস্টাগ্রাম থেকে
৪ / ৭
২০১১ সালে ‘লেডিস ভার্সেস রিকি বল’ দিয়ে অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন। তবে এই সিনেমায় নায়ক-নায়িকা ছিলেন রণবীর সিং ও আনুশকা শর্মা, পরিণীতি ছিলেন পার্শ্ব চরিত্রে
ইনস্টাগ্রাম থেকে
৫ / ৭
এরপর গত এক যুগে ‘ইশকজাদে’, ‘শুদ্ধ দেশি রোমান্স’, ‘সন্দীপ অউর পিংকি ফারার’ ইত্যাদি সিনেমায় অভিনয় করেন
ইনস্টাগ্রাম থেকে
৬ / ৭
পরিণীতির কিছু সিনেমা বক্স অফিসে সাফল্য পেয়েছে, কয়েকটি সিনেমা পেয়েছে সমালোচকদের প্রশংসা; কয়েকটি সিনেমা আবার ডাহা ফ্লপ হয়েছে। তবে পরিণীতি এখন হিন্দি সিনেমায় প্রতিষ্ঠিত অভিনেত্রী। তাঁর সম্পদের পরিমাণ ১০০ কোটি টাকার বেশি
ইনস্টাগ্রাম থেকে
৭ / ৭
গত মাসে রাজনীতিবিদ রাঘব চাড্ডার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন পরিণীতি
ইনস্টাগ্রাম থেকে