হবু বরকে গান গেয়ে শোনালেন পরিণীতি

রাজস্থানের তাজ লীলা প্যালেসে বলিউড তারকা পরিণীতি চোপড়া-রাজনীতিবিদ রাঘব চাড্ডার বিয়ের আয়োজন চলছেকোলাজ

রাঘব চাড্ডা আর পরিণীতি চোপড়ার বিয়ের সানাই বেজে উঠেছে। আর কয়েক ঘণ্টা পরই তাঁদের চার হাত এক হবে, একে অপরের হবেন। গতকাল শনিবার মহা সমারোহে অনুষ্ঠিত হয়েছে তাঁদের সংগীত অনুষ্ঠান।

আজ রোববার উদয়পুরের লীলা প্যালেসে রাঘব আর পরিণীতি পাঞ্জাবি রীতি অনুযায়ী বিয়ে করবেন। কনেকে দেখা যাবে পাঞ্জাবি সাজে। রাঘব পরবেন শেরওয়ানি। তবে আম আদমি পার্টির এই সাংসদকে হালকা কারুকাজের শেরওয়ানিতে দেখা যাবে। কারণ, তিনি ভারী কাজ পছন্দ করেন না। গতকাল শনিবার রাতে তাঁদের বিয়ের সংগীতের আসর বসেছিল। এই জুটির সংগীত অনুষ্ঠানের কিছু ছবি প্রকাশ্যে এসেছে। সংগীতে অনুষ্ঠানে পরিণীতি রুপালি গাউন পরেছিলেন। আর রাঘবের পরনে ছিল কালো স্যুট।
সংগীতের রাত মাতিয়েছেন পাঞ্জাবি গায়ক নভরাজ হংস। এই সংগীত অনুষ্ঠানের থিম ছিল নব্বই দশকের সুপারহিট গান। এ রাতে নভরাজের গলায় নব্বইয়ের কিছু হিট গান শোনা গেছে। এ ছাড়া এই গায়ক ‘গোরি নাল ইশক মিঠা’, ‘দিল চোরি সাডা হো গ্যায়া’র মতো কিছু জনপ্রিয় পাঞ্জাবি গান শুনিয়েছেন। একটা ছবিতে দেখা গেছে নভরাজের সঙ্গে গলা মেলাচ্ছেন রাঘব আর পরিণীতি। এই বলিউড অভিনেত্রীর গায়িকা হিসেবেও বেশ সুনাম আছে।

আরও পড়ুন

জানা গেছে যে পরি তাঁর হবু বরের উদ্দেশ্যে একটি গান গেয়ে শুনিয়েছেন। শুধু তা–ই নয়, এই হবু দম্পতি এ রাতে পাঞ্জাবি ঢাক-ঢোলের তালে তাল ভাংরা নাচ করে মাতিয়েছেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানসহ আরও অনেক অতিথি সংগীতের আসরে উপস্থিত ছিলেন।

বলিউড তারকা পরিণীতি চোপড়া-রাজনীতিবিদ রাঘব চাড্ডা

রাঘব চাড্ডা আর পরিণীতি চোপড়ার বিয়ে কেন্দ্র করে উদয়পুর শহর ক্রমেই তারকাদের দ্যুতিতে ঝলমলিয়ে উঠছে। ইতিমধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, টেনিস তারকা সানিয়া মির্জা, ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রাসহ আরও অনেকে এই মরুশহরে চলে এসেছেন। রাঘব আর পরিণীতির বিয়ের আসরে রাজনীতি জগৎ আর বলিউডের আরও অনেক তারকার উপস্থিত থাকার কথা। এই বিয়েতে কড়া নিরাপত্তারও বন্দোবস্ত করা হয়েছে।

লীলা প্যালেসের মূল বাগিচায় রাঘব-পরির বিয়ে হবে। বরযাত্রীরা তাজ লেক প্যালেস থেকে নৌকায় চেপে লীলা প্যালেসে আসবেন। হোটেল লীলার জেঠি থেকে মূল বাগিচা রংবাহারি পর্দা আর ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। বরযাত্রীদের পাঞ্জাবি ও রাজস্থানি আন্দাজে স্বাগত জানানো হবে। রাঘবের বরযাত্রায় যাঁরা অংশগ্রহণ করবেন, তাঁদের সবাইকে রাজস্থানি ‘সাফা’ (বিশেষ পাগড়ি) পরানো হবে। বরযাত্রীদের জন্য এই বিশেষ পাগড়ি উদয়পুরে তৈরি করানো হয়েছে।

খবর যে শতাধিক ‘সাফা’ তৈরি করানো হয়েছে। সাফাগুলো হীরার মতো পাথর আর সোনালি জরি দিয়ে সাজানো হয়েছে। বরযাত্রীদের যেন রাজ ঘরানার বেশে দেখা যায়, তাই এই বিশেষ সজ্জা।

বলিউড তারকা পরিণীতি চোপড়া-রাজনীতিবিদ রাঘব চাড্ডা
ইনস্টাগ্রাম

রাঘবের নিরাপত্তার জন্য স্থানীয় পুলিশ ১১ জন সেনা নিযুক্ত করেছে। তাঁরা হাতে বন্দুক নিয়ে লীলা প্যালেসে পাহারা দিচ্ছেন। এ ছাড়া রাজনীতিবিদ রাঘবের আশপাশে পাঞ্জাবের কমান্ডোরাও আছেন। লীলা প্যালেসের সীমানাজুড়ে স্থানীয় পুলিশ মোতায়েন করা হয়েছে।