২৮ বছর আগে মুক্তি পাওয়া শাহরুখ–কাজলের গান নিয়ে কী বলল অস্কার

কাজল ও শাহরুখ খান।
ছবি: আইএমডিবি

২৮ বছর আগে মুক্তি পাওয়া শাহরুখ খান ও কাজল অভিনীত ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ ছবিটি ব্যাপক সাড়া ফেলেছিল। বলিউড বাদশা শাহরুখ খানের অভিনয়জীবনের সেরা কয়েকটি সিনেমার তালিকা করলে প্রথম দিকে থাকবে এই সিনেমার নাম। শুধু তা–ই নয়, এই সিনেমা শাহরুখ ও কাজলের অভিনয়জীবনের বাঁকবদল করে দিয়েছিল। এই সিনেমায় ব্যবহৃত গানগুলো এখনো ভক্ত-শ্রোতাদের কাছে কালজয়ীর তালিকায় রয়েছে। সেই সিনেমার সবচেয়ে বেশি জনপ্রিয় গান ‘মেহেন্দি লাগাকে রাখনা’ নিয়ে এবার সরাসরি মন্তব্য করল অস্কার কর্তৃপক্ষ।

‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবিতে কাজল ও শাহরুখ খান।
ছবি: আইএমডিবি

শাহরুখ খানের কোনো সিনেমা অস্কারে মনোনয়ন পায়নি। কিন্তু বলিউডের প্রভাবশালী এই তারকার জনপ্রিয় গান ‘মেহেন্দি লাগাকে রাখনা’ গানটি একাডেমি পুরস্কার অস্কারের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে শেয়ার করায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন শাহরুখ–ভক্তরা। অস্কারের ইনস্টাগ্রাম পেজে গানটির একটি রিল ছাড়া হয়েছে। গানটি নিয়ে পোস্টে লেখা হয়েছে, ‘শাহরুখ খান ও কাজল অভিনীত “মেহেন্দি লাগাকে রাখনা” গানটি একটি ক্ল্যাসিক গান। ১৯৯৫ সালে মুক্তি পাওয়া “দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে” সিনেমার গান এটি।’

ছবির ‘মেহেন্দি লাগা কে রাখনা’ গানে কাজল ও শাহরুখ। ছবি: আইএমডিবি

সিনেমার ‘মেহেন্দি লাগা কে রাখনা’ আজও বিয়েবাড়িতে বাজানো হয়। এখনো গানপ্রেমীরা সিনেমার এই গান শোনেন। গানের কোরিওগ্রাফি দর্শকেরা পছন্দ করেছিলেন। শোনা যায়, এ ছবিতে নাকি কোরিওগ্রাফার সরোজ খানের সঙ্গে একাধিকবার পরিচালক আদিত্য চোপড়ার মতের অমিল হয়েছিল। শেষমেশ কোরিওগ্রাফির দায়িত্ব দেওয়া হয়েছিল ফারাহ খানকে।

একটি দৃশ্যে কাজল ও শাহরুখ। ছবি: আইএমডিবি

বলিউডের অলটাইম ব্লকবাস্টার ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ সিনেমাটি টানা ১ হাজার ৯ সপ্তাহ চলেছে মারাঠা মন্দিরে। এরপর নেমে গেলে আবারও পুনরায় চালু করা হয়। করোনায় হল বন্ধ হওয়ার আগপর্যন্ত ১ হাজার ২৭৪ সপ্তাহ পার করেছে ছবিটি, যা বিশ্ব সিনেমায় এক অনন্য ইতিহাস।

আরও পড়ুন