default-image

শুরু থেকেই প্রেম নিয়ে কখনো লুকোচুরি করেননি ইরা। তবে এবারের পোস্ট করা ছবিতে কেবল ইরা আর নূপুর নন, ছিলেন ইরার দাদি জিনাত হুসেইন। সে কারণেই এই ছবি নিয়ে বিশেষভাবে আলোচনা চলছে। অনেকেই মনে করছেন, এই ছবি আসলে ইরার বিয়ের ইঙ্গিত। কেউ বলছেন, বিয়ের আগে নিজের দাদির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ইরা।

default-image

তাঁর পোস্ট করার ছবির নিচে অনেক ভক্ত তাঁদের শুভকামনা জানিয়েছেন, কেউ জানতে চেয়েছেন বিয়ের খবর। তবে ইরা কোনো উত্তর দেননি। এদিকে তাঁদের বিয়ে নিয়ে জল্পনা শুরু হলেও দুই পরিবারের কেউই এ নিয়ে মুখ খোলেননি। এর আগে নিজের জন্মদিনে প্রেমিকের সঙ্গে ছবি দিয়ে ইরা লিখেছিলেন, ‘আসলে মাত্র দুই বছর হলো সম্পর্ক, কিন্তু আমার মনে হয়, এটা (প্রেম) সব সময়ই ছিল। তোমাকে ভালোবাসি।’

default-image

আমির খান ও স্ত্রী রীনা দত্তের মেয়ে ইরার জন্ম ১৯৯৭ সালে। বলিউডে নাম না লেখালেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভীষণ জনপ্রিয় ইরা। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করলেও অনুসারীদের ব্যাপক সাড়া পান।

বলিউড থেকে আরও পড়ুন
মন্তব্য করুন