‘নন্দিনী’ হতে চেয়েছিলেন তিনি

তৃষা কৃষ্ণন
ইনস্টাগ্রাম

মণি রত্নমের ‘পিএস-টু’র দাপট বক্স অফিসে। ছবির মূল নায়িকা ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে আরও এক অভিনেত্রীর নাম আলোচনায় উঠে আসছে। তিনি দক্ষিণি নায়িকা তৃষা কৃষ্ণন।

আরও পড়ুন

বড় পর্দায় মুক্তি পেয়েছে মণি রত্নম পরিচালিত ছবি ‘পোন্নিইন সেলভান ওয়ান’-এর দ্বিতীয় পর্ব। ছবিটির প্রথম পর্ব দারুণ হিট হয়েছে। এবার এই ঐতিহাসিক ড্রামাভিত্তিক ছবির দ্বিতীয় পর্ব সেদিকে যাচ্ছে বলে চলচ্চিত্র ব্যবসা বিশ্লেষকদের ধারণা। ছবিতে চোলা রাজকন্যা কুন্দাবাইয়ের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন তৃষা। শুরুতে কিন্তু এই চরিত্র তাঁর মোটেও পছন্দ ছিল না। তৃষা পর্দায় ‘নন্দিনী’ হতে চেয়েছিলেন। কিন্তু ছবিতে পর্দায় নন্দিনী হয়ে এসেছিলেন ঐশ্বরিয়া।

এক সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে তৃষা বলেন, ‘আমার প্রথম পছন্দ ছিল “নন্দিনী”। আমি এই চরিত্রে অভিনয় করতে চেয়েছিলাম। একদিন মণি স্যারের অফিসে গিয়ে আমার মনের কথা খুলে বলেছিলাম। কিন্তু উনি আমাকে মুখের ওপর না বলে দেন। মণি স্যার বলেন যে এই চরিত্রের জন্য তিনি ঐশ্বরিয়াকে নির্বাচন করেছেন। আমি বলেছিলাম একদম ঠিক আছে।’

‘পিএস-ওয়ান’–এ সবিতা ধুলিপালার সঙ্গে তৃষা
আইএমডিবি

এই দক্ষিণি নারী জানিয়েছেন যে ‘পিএস-টু’ ছবির সেটে ঐশ্বরিয়ার সঙ্গে তাঁর বন্ধুত্ব জমে উঠেছিল। তৃষা বলেন, ‘ছবির সেটে আমি আর অ্যাশ খুব কথা বলতাম। আর তাই মণি স্যারের কাছে আমরা বকা খেতাম। তিনি বলতেন যে ছবিতে আমাদের সম্পর্কটা কিছুটা শত্রুতার, আর তাই পর্দার বাইরে আমরা যেন বেশি বন্ধু না হয়ে উঠি।’

ফিল্ম কম্পানিয়নকে দেওয়া এক সাক্ষাৎকারে তৃষা নিজের চরিত্রের প্রস্তুতি প্রসঙ্গে বলেন, ‘মণি স্যার আমাকে তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার দ্বারা অনুপ্রাণিত হওয়ার কথা বলেছিলেন। আমি যে তৃষা, তা ভুলে যেতে বলেছিলেন। মণি স্যার আমাকে শুধু জয়ললিতাকে মাথায় রাখার কথা বলেছিলেন। আমাকে তিনি জয়ললিতার অনেক ভিডিও আর সিনেমা দিয়েছিলেন দেখার জন্য। আমাকে ওনার স্টাইলে কথা বলতে বলেছিলেন। এই সবকিছু আমাকে খুব সাহায্য করেছিল।’

‘পিএস-টু’ ছবিতে তৃষা, ঐশ্বরিয়া ছাড়াও অভিনয় করেছেন চিয়ন বিক্রম, কার্থি, জয়ম রবি, সবিতা ধুলিপালা প্রমুখ।