ভূত হয়ে কেন প্রিয়াঙ্কাকে ধাওয়া করতে চান ক্যাট

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ

বিয়ের পর প্রথম বড় পর্দায় আসতে চলেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বিয়ের আগে তাঁকে শেষ বড় পর্দায় দেখা গেছে অক্ষয় কুমারের সঙ্গে ‘সূর্যবংশী’ ছবিতে। এবার হাসির ভৌতিক ছবি ‘ফোন ভূত’-এ রূপসী ভূতের বেশে আসতে চলেছেন এই নায়িকা।
গুরমীত সিং পরিচালিত ‘ফোন ভূত’-এর ট্রেলার সদ্য মুক্তি পেয়েছে। গুরমীত এর আগে অত্যন্ত হিট ওয়েব সিরিজ মির্জাপুর পরিচালনা করেছেন।

গত সোমবার ট্রেলার মুক্তির অনুষ্ঠানে ক্যাটরিনাকে প্রশ্ন করা হয় তিনি নিজে ভূতের ছবি দেখেন কি না, জবাবে এই নায়িকা বলেন, ‘ভৌতিক ছবি দেখতে আমি খুবই ভয় পাই। আর আমার সামনে যদি কখনো জ্যান্ত ভূত আসে, তাহলে আমি সেখানেই মারা যাব।’ বলিউডের কোন তারকাকে ভূত হয়ে ধাওয়া করতে চান, জানতে চাইলে মজার ছলে ক্যাটরিনা বলেন, ‘আমি প্রিয়াঙ্কা চোপড়াকে ধাওয়া করতে চাই। জানতে চাই, এত কাজ সে কী করে করে?’

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ

২০২১ সালের ৯ ডিসেম্বর বলিউড নায়ক ভিকি কৌশলকে বিয়ে করেছেন ক্যাটরিনা কাইফ। বিয়ের পর প্রথম পর্দায় আসা নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত তিনি। এই ছবির ট্রেলার ঘিরে ভিকির প্রতিক্রিয়া জানতে চাইলে ক্যাট বলেন, ‘ছবির ট্রেলার ভিকির দারুণ পছন্দ হয়েছে। ভিকির প্রতিক্রিয়া আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। তার মনে হয়েছে, এই ছবিতে ভরপুর মজা আছে। আর দর্শক এই ছবি পুরোপুরি উপভোগ করবেন বলে ভিকি মনে করে।’

এই বলিউড অভিনেত্রী আরও বলেন, ‘মানুষ এখন সুন্দর সময় কাটাতে চান। মজার কিছু দেখতে চান। আর ভরপুর উপভোগ করতে চান। আমাদের মনে হয় এই ছবিটা তাঁদের সেই প্রত্যাশা পূরণ করবে।’

আগামী ৪ নভেম্বর মুক্তি পেতে চলেছে ‘ফোন ভূত’

‘ফোন ভূত’ প্রযোজনা করেছেন রীতেশ সিধওয়ানি আর ফারহান আখতার। অন্যান্য চরিত্রে আছেন জ্যাকি শ্রফ, সিদ্ধান্ত চতুর্বেদী আর ঈশান খট্টর। ছবিটি আগামী ৪ নভেম্বর মুক্তি পেতে চলেছে।