রিলস খুললেই হাজির, কে এই বীর পাহাড়িয়া
১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে হিন্দি সিনেমা ‘স্কাই ফোর্স’। গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তির পর ভালোই ব্যবসা করছে সিনেমাটি। সন্দীপ কেওলানি ও অভিষেক অনীল কাপুর পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, বীর পাহাড়িয়া, সাইফ আলী খান। তবে সিনেমা নয়, অন্য এক কারণে আলোচনায় বীর।
‘স্কাই ফোর্স’ সিনেমাটির মাধ্যমে বলিউড অভিষেক হয়েছে বীর পাহাড়িয়ার। ভারতীয় গণমাধ্যমগুলো তাঁর অভিনয়ের প্রশংসা করেছে। তবে এ অভিনেতাকে নিয়ে এত আলোচনায় বিরক্ত নেটিজেনরা। অনেকের অভিযোগ, সিনেমাটিতে তাঁর অভিনয় যাচ্ছেতাই, অর্থ খরচ করেই নিজেকে আলোচনায় রেখেছেন তিনি। শুধু তা–ই নয়, সিনেমার পারিশ্রমিকের প্রায় ১০ গুণ বেশি অর্থ খরচ করেছেন বলেও অনেকে মন্তব্য করেছেন।
সিনেমাটিতে ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন বীর। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম তথ্যমতে ‘স্কাই ফোর্স’ সিনেমায় অভিনয় করে ৫০ লাখ রুপির মতো পারিশ্রমিক নিয়েছেন তিনি। তবে তাঁর অভিনয়ে মন ভরেনি দর্শকের। তাদের অনেকের মতে, বীর অভিনয়ে এখনো অনেক কাঁচা, এ ধরনের বড় চরিত্রে তাঁকে নেওয়া ঠিক হয়নি।
ফেসবুক রিলস থেকে ইনস্টাগ্রাম, সবখানেই বীর পাহাড়িয়া। আর এতেই খেপেছেন নেটিজেনরা। অর্থ খরচ করেই এসব আলোচনা তৈরি করা হয়েছে বলেও মন্তব্য তাদের। অনেকের মতে, এসব প্রচারে কমপক্ষে ৫ কোটি রুপির মতো খরচ করেছেন বীর।
অভিষেকের আগেই বলিউডের চর্চিত নাম বীর পাহাড়িয়া। সারা আলী খানের সাবেক প্রেমিক পরিচয়ে হয়েছেন সংবাদের শিরোনাম।
আর এবার প্রাক্তনের সঙ্গেই হলো অভিষেক। ধনাঢ্য পরিবারের সন্তান বীর পাহাড়িয়া। সম্পর্কে তিনি মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী সুশীলকুমার শিন্ডের নাতি। তাঁর বাবা ভারতের বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জয় পাহাড়িয়া, আর মা সোবো ফিল্মসের কর্ণধার সঞ্জয় শিন্ড।
‘স্কাই ফোর্স’ প্রযোজনা করেছে দীনেশ বিজন ও অমর কৌশিকের ম্যাডক ফিল্মস ও জিও স্টুডিওর জ্যোতি দেশপান্ডে। মুক্তির পর থেকেই বক্স অফিসে বেশ ভালো অবস্থানে আছে সিনেমাটি।
মুক্তির পর ৪ দিনের মাথায় ছবির আয় ৬৮ কোটি ৫০ লাখ রুপি। ছবিটি খুব শিগগির ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়বে বলে ধারণা করছেন বলিউডের বাণিজ্য–বিশ্লেষকেরা।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া