নারীকেন্দ্রিক সিনেমায় রাশমিকা

রাশমিকা মান্দানাছবি: টুইটার

মাত্র ২৬ বছর বয়সেই তারকাখ্যাতি পেয়েছেন দক্ষিণ ভারতীয় সিনেমার অভিনেত্রী রাশমিকা মান্দানা। সাত বছরের ক্যারিয়ারে কুড়িটির মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি, তবে কোনো সিনেমায় নারীকেন্দ্রিক নয়। ক্যারিয়ারের প্রথমবার কোনো নারীকেন্দ্রিক সিনেমায় নাম লেখালেন ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসা এ তারকা। ‘রেইনবো’ নামে একটি তেলেগু সিনেমার কেন্দ্রীয় চরিত্রে পাওয়া যাবে তাঁকে। খবর ইন্ডিয়া টুডের

রাশমিকা মান্দানা
ছবি: টুইটার

প্রযোজনা প্রতিষ্ঠান ড্রিম ওয়ারিয়র পিকচার্সের ব্যানারে সিনেমাটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা শান্তারুবান; এই সিনেমা দিয়েই নির্মাণে অভিষেক ঘটছে তাঁর। তিনি বলেন, ‘এটি একটি রোমান্টিক ফ্যান্টাসি ঘরানার সিনেমা; এতে রাশমিকার ক্যারিয়ারের সবচেয়ে পরিণত অভিনয় দেখবেন দর্শকরা। সিনেমাটি আপনার হৃদয়ে গেঁথে থাকবে।’
রাশমিকা বলেন, ‘প্রথমবারের মতো নারীর দৃষ্টিভঙ্গিতে লেখা গল্পে কাজ করছি। চরিত্রটি জীবন্ত করে তুলতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। দর্শকেরা এই সিনেমায় বিনোদন খুঁজে পাবেন।’

সিনেমায় গুরুত্বপূ্র্ণ একটি চরিত্রে থাকছেন ‘শকুন্তলাম’সিনেমায় অভিনয় করে আলোচনায় থাকা অভিনেতা দেব মোহন। ৭ এপ্রিল থেকে সিনেমার দৃশ্যধারণ শুরু হবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান, রাশমিকা কবে থেকে শুটিংয়ে যোগ দেবেন, তা এখনো জানানো হয়নি।
‘রেইনবো’ ছাড়াও তেলেগু নির্মাতা ভেঙ্কি কুদুমুলার নাম চূড়ান্ত না হওয়া একটি সিনেমায় নাম লিখিয়েছেন রাশমিকা। এর আগে তাঁকে ‘বেশমা’ সিনেমায় দেখা গেছে তাঁকে।

২০২১ সালে রাশমিকার ‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তির পরপরই বক্স অফিসে ঝড় তোলে। পরিচালক সুকুমার পরিচালিত সিনেমার দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা: দ্য রুল’-এ যথারীতি পুষ্পার প্রেমিকার চরিত্রে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। পুষ্পা রাজের ভূমিকায় আল্লু অর্জুন, পুলিশ অফিসারের চরিত্রে ফাহাদ ফাসিল ও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন সাই পল্লবী।

ভারতের জাতীয় ক্রাশখ্যাত দক্ষিণি তারকা রাশমিকা মান্দানা
মাসুম অপু
আরও পড়ুন
আরও পড়ুন