default-image

এ প্রসঙ্গে ছবির নায়িকা দিশা পাটানি বলেছেন, ‘চাপ তো আছেই। আর চাপের কারণ, দর্শক আমার কাজ, আমার পরিশ্রমকে কীভাবে গ্রহণ করবেন। বিশ্বাস করুন, এই ছবিতে দর্শক আমার এমন এক ব্যক্তিত্ব দেখবেন, যা তাঁরা আগে কখনো দেখেননি। তবে আমার এই নতুন লুক দেখে দর্শক কী রকম প্রতিক্রিয়া জানাবেন, তা ভেবে কখনো কখনো নার্ভাস হয়ে পড়ছি।’ এক ভিলেন ছবির থেকে এর সিকুয়েল ছবির গল্প সম্পূর্ণ আলাদা। আর দুই ছবির স্টার কাস্ট সম্পূর্ণ ভিন্ন। সত্যি বলতে, ছবির পরিচালক ও প্রযোজকের জন্য বেশি চ্যালেঞ্জিং। কারণ, দর্শক এই দুই ছবির মধ্যে তুলনা টানতে পারেন। তবে আমাদের জন্য এটা একটা তাজা প্রকল্প। আশা করি এই ছবিও অতটাই ভালোবাসা পাবে, যা আগের (এক ভিলেন) ছবিটি পেয়েছিল।’

default-image

অভিনয়ের বিভিন্ন শৈলীর মধ্যে অ্যাকশন করতে বেশি পছন্দ করেন দিশা। এ প্রসঙ্গে এই বলিউড নায়িকা বলেছেন, ‘আমি অ্যাকশন করতে দারুণ পছন্দ করি। ছোটবেলা থেকেই আমি জ্যাকি চ্যানের বড় ভক্ত। নিজেকে ভাগ্যবতী মনে করি যে ‘কুং ফু যোগা’ ছবিতে আমি তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলাম। আর বলিউডে অ্যাকশন দুনিয়ায় অদ্ভুত দুই তারকা হলেন টাইগার (শ্রফ) আর হৃতিক (রোশন)। “ওয়ান্ডার ওম্যান” আমার স্বপ্নের চরিত্র। বলিউডে যদি এর ওপর কোনো ছবি নির্মাণ করা হয়, তাহলে আমি এই ছবির অংশ হতে নিশ্চয় চাইব। আমি তারই অপেক্ষায় আছি।’

default-image

২৯ জুলাই বড় পর্দায় আসতে চলেছে ‘এক ভিলেন রিটার্নস’ ছবিটি। মোহিত সুরি পরিচালিত এই অ্যাকশন থ্রিলারধর্মী ছবিতে জন আব্রাহাম আর দিশা পাটানির জুটি দেখা যাবে। আর একদিকে অর্জুন কাপুরের বিপরীতে দেখা যাবে তারা সুতারিয়াকে।

বলিউড থেকে আরও পড়ুন
মন্তব্য করুন