‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে রানি
টুইটার

গত ২৫ জানুয়ারি মুক্তির পর একের পর এক রেকর্ড গড়েছে বলিউডের বাদশাখ্যাত শাহরুখ খানের সিনেমা ‘পাঠান’। হাজার কোটি রুপির বেশি আয় করা ছবিটি হিন্দি সিনেমার বক্স অফিসে হেন রেকর্ড নেই, যা ভাঙেনি। অথচ সেই ‘পাঠান’ই হেরে গেল রানি মুখার্জির নতুন ছবি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র কাছে। খবর ইন্ডিয়া টুডের।

আরও পড়ুন

সাহসী এক মায়ের চরিত্রে রানী

১৭ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। এক সত্য ঘটনার আধারে নির্মিত এই ছবিতে রানিকে দেখা গেছে এক সাহসী মায়ের ভূমিকায়। মুক্তির পর থেকেই ছবিতে রানির অভিনয়ের প্রশংসায় ভাসছেন দর্শক-সমালোচক। বক্স অফিসেও ভালো ফল করছে ছবিটি।

‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিটি মুক্তি পেয়েছিল নরওয়েতেও। মুক্তির পর সপ্তাহান্তে প্রথম তিন দিনে দেশটি থেকে ৭৪৫ হাজার নরওয়েজিয়ান মুদ্রা আয় করেছে ছবিটি, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮৯ লাখ রুপি। এটা শাহরুখের ছবি ‘পাঠান’-এর চেয়ে ঢের বেশি।

‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির প্রচারে রানি
টুইটার

‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে এক মায়ের সঙ্গে নরওয়ে সরকারের দ্বন্দ্ব দেখানো হয়েছে। মনে করা হচ্ছে, সে কারণেই দেশটিতে হিন্দি ছবিটি নিয়ে এতটা আগ্রহী হয়েছেন দর্শক।

‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সে অর্থে মসালাদার হিন্দি সিনেমা নয়। ছবিটির যে মারমার কাটকাট ব্যবসা হবে না, সেটা অনেকেরই জানা। তারপরও ছবিটি প্রায় ১০ কোটি রুপির মতো ব্যবসা করেছে।

ছবিটি নিয়ে রানি বলেন, ‘আমি মনে করি, সারা বিশ্বের দর্শকের সামনে ভারতীয় নারীদের খুব সুন্দরভাবে বর্ণনা করা জরুরি ছিল। আমি নিজে একজন ভারতীয় নারী। আমার মতে, ভারতীয় মেয়েরা সারা দুনিয়ায় শ্রেষ্ঠ। কারণ, আমরা অত্যন্ত আবেগপ্রবণ ও দয়ালু প্রকৃতির। ভারতীয় মেয়েদের অন্তরটা সুন্দর। আমরা অনেক ত্যাগ করতে পারি। আবার ক্ষমাও করতে পারি। আবার ভারতীয় মেয়েরা অনেক বেশি সাহসী হয়। প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করতেও ভারতীয় নারীরা পিছপা হয় না। আমি চাই “মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে” ছবিটা দেখার পর সবাই যেন বলে ওঠেন, বাহ! এমনই হয় ভারতীয় নারীরা।’