‘টুয়েলভথ ফেল’ অভিনেতার অবসর ঘোষণা, নেপথ্যে কী
বয়স মাত্র ৩৭। অভিনয়জগতে দুই দশকও পার করেননি। কিন্তু এরই মধ্যে অভিনয়জগৎকে বিদায় জানানোর কথা ঘোষণা করলেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা বিক্রান্ত ম্যাসি। এত কম বয়সে তাঁর এই অবসর গ্রহণের খবরে রীতিমতো হতবাক সিনেমাপ্রেমীরা।
বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি সম্প্রতি এক ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে অভিনয়জগৎ থেকে অবসর গ্রহণের কথা ঘোষণা করলেন। আজ সোমবার সাতসকালে বিক্রান্ত তাঁর ভক্তদের চমকে দিয়ে জানালেন যে ২০২৫ সালের পর তিনি অভিনয়জগৎ থেকে অবসর নিতে চলেছেন। ইনস্টাগ্রামে এক পোস্টে এই অভিনেতা লিখেছেন, ‘গত কয়েক বছর ও তার আগের দারুণ সময় ছিল। আমাকে যাঁরা সব সময় সমর্থন করে এসেছেন, তাঁদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে চাই। কিন্তু জীবনে আরও এগিয়ে যাওয়ার সময় আমি একজন স্বামী, বাবা, সন্তান ও অভিনেতা হিসেবে উপলব্ধি করেছি যে এবার এক নতুন করে শুরু করার পালা এসেছে, আর এসেছে বাড়ি ফেরার সময়।’
বিক্রান্ত এখন ‘ইয়ার জিগরি’ ও ‘আখোঁ কী গুস্তাখিয়াঁ’ এই ছবি দুটির কাজ করছেন। এই দুই ছবির প্রসঙ্গে অভিনেতা বলেছেন, ‘২০২৫-এ আমাদের শেষ দেখা হবে। গত দুটি ছবি ও গত কয়েক বছরের অনেক স্মৃতি ঝাঁপিতে আছে। সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আপনাদের সবার কাছে চিরকৃতজ্ঞ।’ বিক্রান্তর এই পোস্টে নেট–দুনিয়ায় হইচই পড়ে গেছে। এই বলিউড তারকার অসংখ্য অনুরাগী তাঁর অবসর নেওয়ার খবরে হতবাক। অনেকে তাঁকে এমন সিদ্ধান্ত না নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন।
বিক্রান্তর এই ঘোষণার পর তাঁর সিদ্ধান্তকে ঘিরে নেট–দুনিয়ায় নানা জল্পনাকল্পনা শুরু হয়ে গেছে। কিছুদিন আগে চিত্রনির্মাতা বিধু বিনোদ চোপড়া ‘জিরো সে রিস্টার্ট’ ছবির আনুষ্ঠানিক ঘোষণা করেছেন। এই ছবিতে বিক্রান্তর অভিনয় করার কথা।
তাই অনেকের মতে, বিক্রান্ত হয়তো আবার শূন্য থেকে শুরু করতে চলেছেন।
এই পোস্টের মাধ্যমে বিক্রান্ত হয়তোবা ‘জিরো সে রিস্টার্ট’-এর ইঙ্গিত দিয়েছেন। আবার এদিকে অনেকে মনে করছেন, নিজের পরিবারকে সুরক্ষিত করতে এমন সিদ্ধান্ত নিয়েছেন এই বলিউড অভিনেতা। কারণ, ‘দ্য সবরমতি রিপোর্ট’ ছবির ঘোষণার পর থেকে নানা হুমকি দেওয়া হচ্ছে তাঁকে। এমনকি তাঁর মাত্র ১০ মাসের ছেলে বর্ধনকেও হুমকি দেওয়া থেকে রেহাই দেওয়া হয়নি। এই ছবিতে তিনি এক সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন।
বিক্রান্ত তাঁর অভিনয় ও পরিশ্রমের জোরে বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা বানিয়ে নিয়েছেন। ছোট পর্দা থেকে তিনি তাঁর অভিনয়জীবন শুরু করেছিলেন। তাঁকে শেষ বড় পর্দায় দেখা গেছে ‘দ্য সবরমতি রিপোর্ট’ ছবিতে।
এই ছবিতে তাঁর অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে। এর আগে ‘টুয়েলভথ ফেল’ ছবির মাধ্যমে দর্শকের হৃদয়ে পাকাপাকি জায়গা করে নিয়েছেন তিনি। কিছুদিন আগে নেটফ্লিক্সের ‘সেক্টর ৩৬’ ছবিতে ডার্ক চরিত্রে অভিনয় করে বিক্রান্ত সাড়া ফেলেছিলেন।