স্বামীর মৃত্যুর শোক ভুলতে পারছেন না এই অভিনেত্রী
স্বামী রাজ কৌশলকে আজও ভুলতে পারেননি অভিনেত্রী মন্দিরা বেদি। ২০২১ সালে হার্ট অ্যাটাকে আকস্মিক মৃত্যু হয় প্রযোজক রাজ কৌশলের।
তার পরের একটা বছর জীবনের সবচেয়ে কঠিন সময় বলে মনে করেন মন্দিরা। সম্প্রতি হিউম্যানস অব বোম্বেকে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেছেন মন্দিরা।
রাজের মৃত্যুর পরের এক বছর জীবন খুব কঠিন হয়েছিল বলে এক সাক্ষাৎকারে জানান মন্দিরা। কিন্তু তারপর কীভাবে এই বাস্তবের সঙ্গে নিজেকে মানিয়েছেন? মন্দিরা জানান, তাঁর সন্তানেরাই মনের জোর দিয়েছে। তবু প্রতিদিনই স্বামীকে মনে পড়ে। তিনি বলেন, ‘এমন নয় যে আমরা ওকে ভুলে গিয়েছি। প্রথম বছরটা খুব কঠিন ছিল। এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াই অসম্ভব ছিল।’
বিশেষ করে রাজ চলে যাওয়ার পরে, প্রথম জন্মদিন, প্রথম মৃত্যুর দিন বা অন্য কোনো বিশেষ দিন সবচেয়ে যন্ত্রণাময় হয়ে উঠত। ক্রমেই একটা করে বছর যাচ্ছে আর তাঁরা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে শিখছেন, জানান মন্দিরা।
আবার কখনো গান শুনেও মনে পড়ে যায় রাজকে। তিনি বলেন, ‘এমনও হয়, একটা গান শুনেই হয়তো ওর কথা মনে পড়ে গেল। আমি মনোবিদের সাহায্য নিয়েছি। দরকার ছিল।’
রাজ মারা যাওয়ার দুই মাস পরে কাজে যোগ দেন মন্দিরা। পরিবার ও সন্তানদের কথা মাথায় রেখেই আবার স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করেন তিনি।
রাজের কিছু জিনিস এখনো ব্যবহার করেন মন্দিরা। স্মৃতি আঁকড়ে বাঁচতে চান। রাজের একটি পুরোনো গাড়ি আজও ব্যবহার করছেন তিনি। বিক্রি করতে গেলেই কান্না পায় বলে জানান মন্দিরা। তাঁর কথায়, ‘জীবনের বাকিটা ওর প্রতি শোক করেই কাটিয়ে দেব।’