ব্যাংকের চাকরি ছেড়ে প্রেমিকার থেকে হাতখরচ নিয়ে চলতেন তিনি
মুম্বাইয়ের একটি গুজরাটি পরিবারে তাঁর জন্ম। বেড়ে ওঠা মুম্বাইতে। নাটকের প্রতি শৈশব থেকেই তাঁর ভালোবাসা। সেই ভালোবাসা থেকেই একসময় অভিনয়ে পা রাখেন। মাত্র ১৪ বছর বয়সে নাটকে অভিনয় করেন। তখন তিনি কলেজের ছাত্র। এই অভিনেতার নাম পরেশ রাওয়াল। বলিউডের মূলধারার সিনেমায় পা রেখে মাত্র এক বছরেই তিনি জায়গা করে নেন। আজ এই অভিনেতার জন্মদিন। তাঁকে নিয়েই জানতে পারেন জানা-অজানা তথ্যগুলো।
১ / ৬
২ / ৬
৩ / ৬
৪ / ৬
৫ / ৬
৬ / ৬