ব্যাংকের চাকরি ছেড়ে প্রেমিকার থেকে হাতখরচ নিয়ে চলতেন তিনি

মুম্বাইয়ের একটি গুজরাটি পরিবারে তাঁর জন্ম। বেড়ে ওঠা মুম্বাইতে। নাটকের প্রতি শৈশব থেকেই তাঁর ভালোবাসা। সেই ভালোবাসা থেকেই একসময় অভিনয়ে পা রাখেন। মাত্র ১৪ বছর বয়সে নাটকে অভিনয় করেন। তখন তিনি কলেজের ছাত্র। এই অভিনেতার নাম পরেশ রাওয়াল। বলিউডের মূলধারার সিনেমায় পা রেখে মাত্র এক বছরেই তিনি জায়গা করে নেন। আজ এই অভিনেতার জন্মদিন। তাঁকে নিয়েই জানতে পারেন জানা-অজানা তথ্যগুলো।
১ / ৬
১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘অর্জুন’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। তার এক বছর পরই তাঁর অভিনীত আরেকটি সিনেমা ‘নাম’ মুক্তি পায়। এই সিনেমা তাঁকে বলিউডে প্রতিভাবান অভিনেতা হিসেবে জায়গা করে দেয়।
ইনস্টাগ্রাম
২ / ৬
মজার ব্যাপার হচ্ছে, এই অভিনেতা শুরুতে চেয়েছিলেন চাকরি করে অভিনয় চালিয়ে যাবেন। শুরু করেছিলেন ব্যাংকে চাকরি করে। কিন্তু চাকরি ভালো না লাগায় সেটা ছেড়ে দেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, বাসা থেকেও তেমন একটা হাতখরচ পেতেন না। চাকরি ছেড়ে পরে তিনি প্রেমিকার কাছ থেকে হাতখরচ নিতে চলতেন।
ইনস্টাগ্রাম
৩ / ৬
তাঁর প্রেমিকা ছিলেন স্বরূপ সম্পত। তিনি ১৯৭৯ সালে ভারতের সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইন্ডিয়া ইউনিভার্স বিজয়ী। তাঁরা ১৯৮৭ সালে বিয়ে করেন।
ইনস্টাগ্রাম
৪ / ৬
কমেডিয়ান হিসেবে তিনি যেমন জনপ্রিয়, তেমনি খল অভিনেতা হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন। ২০০০ সালে ‘হেরা ফেরি’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য ফিল্মফেয়ার সেরা কমেডিয়ান পুরস্কারও জিতেছিলেন।
ইনস্টাগ্রাম
৫ / ৬
‘ওএমজি’সহ বেশ কিছু সিনেমায় তাঁকে প্রধান চরিত্রে দেখা গেছে। বড় পর্দার এই জনপ্রিয় অভিনেতাকে মঞ্চনাটকেও দেখা যায়। ২০২০ সালে তাঁকে ন্যাশনাল স্কুল অব ড্রামার প্রধান হিসেবে নিযুক্ত করা হয়।
ছবি: রয়টার্স
৬ / ৬
অভিনয়ের পাশাপাশি তিনি রাজনীতিতে সক্রিয়। পরেশ রাওয়ালের মুক্তির অপেক্ষায় রয়েছে ‘হেরা ফেরি-৩ ’, ‘হিরো হিরোইন’, ‘নিকিতা রায় অ্যান্ড দ্য বুক অব ডার্কনেস’সহ ৯টি সিনেমা। ১৯৫০ সালের ৩০ মে তাঁর জন্ম।
ইনস্টাগ্রাম