কখনো স্কুলেই যাননি এই নায়িকা

হিন্দি সিনেমায় দুই দশক পার করছেন ক্যাটরিনা কাইফ। দেওয়ালি উৎসব উপলক্ষে মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত নতুন সিনেমা ‘টাইগার থ্রি’। এ উপলক্ষে ভারতীয় গণমাধ্যম ডিএনএ অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে জানা-অজানা তথ্য।
১ / ৪
অনেকেই হয়তো জানেন না, ক্যাটরিনা কাইফ কখনো স্কুলে যাননি। ১৯৮৩ সালের ১৬ জুলাই হংকংয়ে জন্ম ক্যাটরিনার। তাঁর মা ছিলেন ব্রিটিশ সমাজকর্মী, বাবা ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী
ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
২ / ৪
ক্যাটরিনা যখন খুব ছোট, তখন তাঁর মা-বাবার বিচ্ছেদ হয়। মায়ের সঙ্গে ছোটবেলাটা পৃথিবীর বিভিন্ন দেশে কেটেছে ক্যাটরিনার। এ জন্য কোনো স্কুলেই ভর্তি হওয়া হয়নি ক্যাটরিনার। বাসায় শিক্ষক রেখে ক্যাটরিনাকে পড়াশোনা করিয়েছেন তাঁর মা
ইনস্টাগ্রাম থেকে
৩ / ৪
মাত্র ১৪ বছর বয়সে মডেলিং শুরু করেন ক্যাটরিনা। এর কিছুদিন পরই লন্ডনভিত্তিক নির্মাতা কাইজাদ গুস্তাবের চোখে পড়েন। তাঁর পরিচালনায় ২০০৩ সালে ‘বুম’ সিনেমায় সুযোগ পান ক্যাটরিনা। এ সিনেমায় ছিলেন অমিতাভ বচ্চনও
ইনস্টাগ্রাম থেকে
৪ / ৪
আগামীকাল মুক্তির অপেক্ষায় থাকা মনীশ শর্মার ‘টাইগার থ্রি’-তে ক্যাটরিনার সঙ্গে আছেন সালমান খান। যশ রাজ স্পাই ইউনিভার্সের এই ছবিতে পাকিস্তানি গুপ্তচর জোয়ার চরিত্রে দেখা যাবে ক্যাটকে
ইনস্টাগ্রাম থেকে