পরিচালক থেকে অভিনেত্রী, শর্বরীকে কতটা চেনেন

খুব বেশি দিনের ক্যারিয়ার নয়, তবে ২৮ বছর বয়সী এই অভিনেত্রীকে বলিউডের অন্যতম প্রতিশ্রুতিশীল তারকা মনে করা হচ্ছে। গত বছরটা দুর্দান্ত কাটিয়েছেন। আগামী বছরও বড় বাজেটের সিনেমায় দেখা যাবে। এই অভিনেত্রী শর্বরী বাগ। আজ ১৪ জুন তাঁর জন্মদিন। এ উপলক্ষে ইন্ডিয়ান এক্সপ্রেস, পিঙ্কভিলা অবলম্বনে ছবিতে ছবিতে তাঁর সম্পর্কে জেনে নেওয়া যাক কিছু তথ্য—

১ / ১০
১৯৯৭ সালের ১৪ জুন মুম্বাইয়ের এক মারাঠা পরিবারের জন্ম শর্বরীর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
২ / ১০
এখন অভিনেত্রী হিসেবে পরিচিতি পেলেও নির্মাতা হিসেবে যাত্রা শুরু হয় শর্বরীর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৩ / ১০
সহকারী পরিচালক হিসেবে ‘পেয়ার কা পঞ্চনামা ২’, ‘বাজিরাও মাস্তানি’, ‘সনু কি টিটু কি সুইটি’র মতো আলোচিত সিনেমার সহকারী পরিচালক ছিলেন তিনি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৪ / ১০
২০২১ সালে যশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মিত ‘বান্টি অউর বাবলি ২’ দিয়ে। ছবিতে ছিলেন রানী মুখার্জি, সাইফ আলী খান, সিদ্ধান্ত চতুর্বেদী। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৫ / ১০
শুরুতে ক্যামেরার পেছনে কাজ করলেও অভিনেত্রী জানান তিনি সব সময়ই অভিনেত্রী হতে চেয়েছেন। তাঁর ভাষ্যে, শর্বরী বলেছেন, ‘সবাই প্রশ্ন করেন, ‘আমি বেড়ে ওঠার সময় কী হতে চেয়েছিলাম? আমার একটাই উত্তর—আমি সব সময় অভিনেত্রী হতেই চেয়েছি।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৬ / ১০
শর্বরীকে বলা হচ্ছে গত বছর বলিউডের সেরা আবিষ্কার। আবেদনময়ী গানে যেমন তাঁকে দেখা গেছে, তেমনি হাজির হয়েছেন নন–গ্ল্যামারাস চরিত্রে। বক্স অফিসে হিট ছবিতে যেমন ছিলেন, তেমনি ছিলেন সমালোচক প্রশংসিত ওয়েব ফিল্মে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৭ / ১০
হরর-কমেডি সিনেমা ‘মুনজ্যা’, মাত্র ৩০ কোটি রুপি বাজেটের ছবিটি আয় করে ১৩০ কোটি! কার্যত এ সিনেমা দিয়েই আলোচনায় আসেন শর্বরী। সিনেমার গান ‘তারাস’-এ শর্বরীর আবেদনময়ী রূপে মাত ছিল অন্তর্জাল। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৮ / ১০
এরপর তাঁকে দেখা যায় নেটফ্লিক্সের ওয়েব ফিল্ম ‘মহারাজ’-এ। জুনায়েদ খানের সঙ্গে এ ছবিতে ‘মুনজ্যা’র চেয়ে ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়ান। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৯ / ১০
আরেকটি বড় প্রকল্পে কাজ করছেন এখন শর্বরী। যশ রাজের স্পাই ইউনিভার্সের প্রথম নারী প্রধান ছবি ‘আলফা’তে আলিয়া ভাটের সঙ্গে তাঁকেও দেখা যাবে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
১০ / ১০
ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘আমার অভিনীত সিনেমা ১০০ কোটি ব্যবসা করেছে, এমন সাফল্যে আমি আনন্দিত। অভিনেত্রী হিসেবে আমি অনেক উচ্চাকাঙ্ক্ষী। লক্ষ্যের দিকে এগিয়ে যেতে চাই। সব শিল্পীই চান, তাঁর অভিনীত সিনেমা হিট হোক। একটা হিটের পর আরও ভালো চরিত্রে অভিনয় করার লোভ হয়, আরও বেশি পরিশ্রম করার জেদ পেয়ে বসে।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে