জন্মদিনে এই অভিনেতার জানা–অজানা তথ্য

আশুতোষ রামনারায়ণ নিকরাকে সবাই আশুতোষ রানা নামেই চেনেন। বহুমুখী প্রতিভার অধিকারী তিনি। একাধারে অভিনেতা, প্রযোজক, কবি, গায়ক, আবার টেলিভিশন ব্যক্তিত্ব তিনি। আজ এই অভিনেতার জন্মদিন। ৫৬ বছর বয়স হলো তাঁর। জন্মদিনে রইল তাঁর বেশ কিছু নতুন পুরোনো ছবি ও তথ্য
১ / ১০
হিন্দি ছাড়াও মারাঠি, তেলেগু, কন্নড়, তামিল প্রভৃতি ভাষার ছবিতেও কাজ করেছেন। দীর্ঘদিনের ক্যারিয়ারে একাধিক ছবিতে অভিনয় করেছেন। কিন্তু নেতিবাচক চরিত্রে তাঁকে বহুল জনপ্রিয়তা দিয়েছে
ইনস্টাগ্রাম থেকে
২ / ১০
নব্বই দশকে অভিনয়ে যাত্রা শুরু করেন আশুতোষ রানা
ইনস্টাগ্রাম থেকে
৩ / ১০
১৯৯৯ সালে ‘সংঘর্ষ’ ছবিতে আবারও নিজেকে প্রমাণ করেছিলেন আশুতোষ রানা। এই ছবিতেও খলনায়কের ভূমিকায় অসাধারণ অভিনয় করে দর্শকদের মন জিতেছিলেন তিনি। অক্ষয় কুমার, প্রীতি জিনতা এবং অবশ্যই আশুতোষ রানা ছিলেন মুখ্য চরিত্রে। নেতিবাচক চরিত্রে ফের নিজেকে প্রমাণ করেছিলেন
ইনস্টাগ্রাম থেকে
৪ / ১০
বলিউডের বিগ বাজেটের গুরুত্বপূর্ণ ছবি ‘পাঠান’ এবং ‘টাইগার–৩’–এ অভিনয় করেছেন তিনি
ইনস্টাগ্রাম থেকে
৫ / ১০
টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘স্বাভিমান’ তাঁর ক্যারিয়ারের শুরুর দিকের গুরুত্বপূর্ণ কাজ। এ ছাড়া ফর্জ ধারাবাহিকেও তাঁকে দেখা গিয়েছিল। এ ছাড়া দূরদর্শনের জনপ্রিয় ধারাবাহিক ‘অপরাধী কৌন’ তাঁর উল্লেখযোগ্য কাজ
ইনস্টাগ্রাম থেকে
৬ / ১০
আলিয়া ভাট এবং বরুণ ধাওয়ান অভিনীত ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ ছবিতে আশুতোষের অভিনয় মন ভরিয়ে দিয়েছিল দর্শকের। সাধারণত নেতিবাচক চরিত্রে তাঁর অভিনয় দেখতে অভ্যস্ত দর্শক। কিন্তু এই ছবিতে আশুতোষ এক বাবার ভূমিকায় অভিনয় করেন
ইনস্টাগ্রাম থেকে
৭ / ১০
পরিবারের সদস্যদের সঙ্গে
ইনস্টাগ্রাম থেকে
৮ / ১০
১৯৯৬ সালে ‘সংশোধন’ ছবিতে অভিনয় করেছিলেন আশুতোষ রানা
ইনস্টাগ্রাম থেকে
৯ / ১০
‘হাঙ্গামা–২’ ছবিতে মিজান জাফরির অনস্ক্রিন বাবার ভূমিকায় অভিনয় করেছেন আশুতোষ। পরেশ রাওয়াল, শিল্পা শেঠির সঙ্গে এই ছবিতে আশুতোষের কমিক সেন্সে মুগ্ধ হয়েছেন দর্শক
ইনস্টাগ্রাম থেকে
১০ / ১০
‘কৃষ্ণা অর্জুন’, ‘তামান্না’ ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে
ইনস্টাগ্রাম থেকে