তখন বুঝতে পেরেছিলাম যে আমার হাতে কিছু নেই...

দিনেশ বিজন প্রযোজিত ‘ভুল চুক মাফ’ ছবিতে রাজকুমার রাওয়ের সঙ্গে জুটি বেঁধেছেন ওয়ামিকা গাব্বি। গত মাসে মুক্তি পাওয়া ছবিটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। ওটিটিতেও ছবিটি দারুণ সাড়া পাচ্ছে। কমেডি ঘরানার ছবিটিকে উজাড় করে ভালোবাসা দিয়েছেন দর্শক।

‘ভুল চুক মাফ’ সিনেমার পোস্টার থেকে। আইএমডিবি

ছবির সফলতা প্রসঙ্গে এক সাক্ষাৎকারে ওয়ামিকা বলেছেন, ‘ছবিটিকে ঘিরে মানুষের যা প্রতিক্রিয়া পাচ্ছি, তাতে আমি অত্যন্ত খুশি। আমি আপ্লুত। জানি না কীভাবে এ অনুভূতি ব্যক্ত করব। সত্যি বলতে, এ ছবির সাফল্য আমাকে চমকে দিয়েছে। কেউই এতটা সাফল্য আশা করেননি। আর আমি আরও খুশি; কারণ, আমার মা–বাবাসহ পুরো পরিবার ছবিটা দারুণ উপভোগ করেছে। আমি চণ্ডীগড়ে গিয়ে পরিবারের সবার সঙ্গে বসে ছবিটা দেখেছিলাম। তাদের অভিব্যক্তি নিজের চোখে দেখতে চেয়েছিলাম।’
সিনেমাটি নিয়ে এই নায়িকা আরও বলেছেন, ‘এ ধরনের ছবি আপনাকে মূলধারার কাহিনিভিত্তিক ছবি করার ক্ষেত্রে প্রচুর আত্মবিশ্বাস জোগায়, আর করণ শর্মার মতো নবীন পরিচালকদের প্রতি আস্থা রাখার সাহস জোগায়।’

মুক্তির আগে ছবিটি নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছিল। এ প্রসঙ্গে ওয়ামিকা বলেন, ‘জীবনে এত কিছু দেখেছি যে এটা আমাকে আর প্রভাবিত করে না। আমি তখন ভেঙে পড়তে পারতাম। আমার মাথায় অনেক কিছু আসতে পারত। কিন্তু আমি তা করিনি। কারণ, আমি অনেক কিছু দেখেছি। আর এ বিষয়টা আমার হাতে ছিল না।’

ওয়ামিকা গাব্বি। ইনস্টাগ্রাম থেকে

হতাশার সুরে অভিনেত্রী বলেন, ‘আমাকে অনেকবার অস্বীকার করা হয়েছে। আমাকে কথা দেওয়া হয়েছে, আর সেই কথা রাখা হয়নি। এমন কিছু প্রকল্প নিয়ে বড় আশা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত সেগুলো সাফল্য পায়নি। আমি তখন বুঝতে পেরেছিলাম যে আমার হাতে কিছু নেই।’

এ সাক্ষাৎকারে উঠে আসে গত বছর বড়দিন উপলক্ষে মুক্তি পাওয়া বেবি জন ছবির ব্যর্থতার কথা। ওয়ামিকা গাব্বি ও বরুণ ধাওয়ান অভিনীত ছবিটি বক্স অফিসে সেভাবে সফলতা পায়নি।

ওয়ামিকা গাব্বি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

অ্যাটলি কুমার প্রযোজিত ছবিটির ব্যর্থতা প্রসঙ্গে ওয়ামিকা বলেন, ‘আমি মনে করি, প্রতিটি ছবির নিজস্ব এক ভ্রমণ আছে। আমরা কেউ বলতে পারি না কোন ছবি চলবে আর দর্শক ছবিটার সঙ্গে কতটা একাত্ম হবেন।’

অভিনেত্রী আরও বলেন, ‘বক্স অফিসের বাইরে গিয়ে আমি অন্যভাবে বেবি জনকে দেখি। বরুণ (ধাওয়ান), অ্যাটলি স্যার, (পরিচালক) মুরাদ খেতানি—তাঁদের সঙ্গে কাজ করতে পেরেছি, আমার জন্য এটাই অনেক বড় বিষয়।’

আরও পড়ুন