নতুন দায়িত্বে কারিনা

কারিনা কাপুর খানএএনআই

একের পর এক ব্লকবাস্টার হিট সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন কারিনা কাপুর খান। তবে এবার অভিনয়ের বাইরে কারিনার নতুন অধ্যায়ের শুরু হলো। পেয়েছেন নতুন দায়িত্ব।

আরও পড়ুন

ভারতে ইউনিসেফের জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে মনোনীত হয়েছেন তিনি। ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে সুসংবাদটি নিজেই দিয়েছেন বলিউডের বেবো।

নবাবপত্নী লিখেছেন, ‘আমার জন্য খুব আবেগের একটা দিন। ইউনিসেফের দূতের দায়িত্ব পেয়ে আমি ধন্য।

টাবু, কারিনা কাপুর খান ও কৃতি শ্যানন অভিনীত ‘ক্রু’ সিনেমার দৃশ্য
ফেসবুক থেকে

এই পৃথিবীর ভবিষ্যৎ প্রজন্মের অধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয় খুব কমই আছে। ভারতের জাতীয় দূত হিসেবে ইউনিসেফের সঙ্গে আমার সম্পর্ক অব্যাহত রাখতে পেরে আমি সম্মানিত বোধ করছি।’

তিনি আরও লিখেছেন, ‘আমি নিজের জনপ্রিয়তাকে দুর্বল শিশুদের অধিকারের জন্য বিশেষত শিক্ষা এবং লিঙ্গসমতার জন্য ব্যবহার করার চেষ্টা করব। প্রতিটি শিশু যেন সুন্দর শৈশব ও সুরক্ষিত ভবিষ্যৎ পায়, সেটাই হবে আমাদের লক্ষ্য।’

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, সেলিব্রিটি অ্যাডভোকেট হিসেবে ২০১৪ সালে ইউনিসেফের সঙ্গে পথচলা শুরু হয়েছিল নায়িকার। এবার সেই পদ থেকে দায়িত্ব পেলেন শুভেচ্ছাদূতের।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে কারিনার নতুন সিনেমা ‘ক্রু’। এতে টাবু ও কৃতির সঙ্গে বিমানবালার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। বক্স অফিসে দারুণ সফল হয়েছিল নারীকেন্দ্রিক এই সিনেমা।