১ হাজার কোটি ব্যবসা পূর্ণ করল শাহরুখের ‘পাঠান’

‘পাঠান’ দীর্ঘদিন বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান
ছবি: ইনস্টাগ্রাম থেকে

এই মুহূর্তটার অপেক্ষায় ছিল সিনেমাপ্রেমী তথা পুরো বলিউড। এক ভারতীয় দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, ‘পাঠান’ অবশেষে ছুঁয়ে ফেলল হাজার কোটির অঙ্ক। গড়ল নতুন রেকর্ড।

গত ২৫ জানুয়ারি হিন্দি, তামিল, তেলেগু ভাষায় মুক্তি পেয়েছিল ‘পাঠান’। চার বছর পর ছবিটির মাধ্যমে বড় পর্দায় ফিরলেন বলিউড তারকা শাহরুখ খান। তাই ‘পাঠান’-কে ঘিরে উত্তেজনা চরমে ছিল। ছবিটির প্রদর্শনকে ঘিরে বিরোধ, দীপিকার গেরুয়া বিকিনি বিতর্কসহ নানা বাধা পার করে আজ ‘পাঠান’ ভারতীয় ছবির ইতিহাসে এক নতুন নজির সৃষ্টি করল। ‘পাঠান’ ভারতীয় বক্স অফিসে আগেই ‘বাহুবলী’-র মতো ছবিকে টেক্কা দিয়েছে। এবার কিং খানের ছবিটি সারা বিশ্বের বুকে নতুন নজির সৃষ্টি করল।

আরও পড়ুন
আরও পড়ুন

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই অ্যাকশন থ্রিলারধর্মী ছবিটি মুক্তির ২৬ দিন পার করে ফেলেছে। কিন্তু মুক্তির দিন থেকে এখনো ছবিটির দাপট অব্যাহত রয়েছে। একটি দৈনিক পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, গতকাল, অর্থাৎ রোববার কিং খানের ছবিটি এক হাজার কোটি ছুঁয়ে নতুন এক ইতিহাস রচনা করল। ‘পাঠান’-এর বক্স অফিসের এই অঙ্ক প্রমাণ করে যে শাহরুখের জনপ্রিয়তা আজও দুনিয়াজুড়ে। শাহরুখ-দীপিকা জুটির ছবিটি এর আগে ভারতীয় বক্স অফিসে ৫০০ কোটির বেশি আয় করে নতুন রেকর্ড গড়েছিল। হিন্দি ছবি হিসেবে সবচেয়ে আয়কারী ছবির তালিকায় শীর্ষে উঠে এসেছিল ‘পাঠান’-এর নাম।

‘পাঠান’ ছবি ঘিরে সব সময় শাহরুখ আর জন আব্রাহামের ঠান্ডা লড়াইয়ের কথা উঠে এসেছে

গত সপ্তাহান্তে এই ছবির নির্মাতারা মাস্টার স্ট্রোক খেলেছিল। ‘পাঠান’ ছবির চাহিদা দেখে তাঁরা টিকিটের মূল্য কম কমিয়ে প্রদর্শনী সংখ্যা বাড়িয়ে দিয়েছিল। উইকেন্ডের জন্য টিকিটের মূল্য রাখা হয়েছিল মাত্র ১১০ রুপি। নির্মাতাদের কৌশল যে দারুণ লাভজনক হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। ‘পাঠান’ ছবিটি উইকেন্ডে দারুণ ব্যবসা করেছে। বক্স অফিসে রীতিমতো বাজিমাত করেছে। বক্স অফিসের দৌড়ে সিদ্ধার্থ আনন্দের স্পাই ইউনিভার্সের ছবিটি ‘বাহুবলী’-কে পেছনে ফেলে দিয়েছে।

‘পাঠান’-এর আকাশছোঁয়া সাফল্যে দীপিকা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন

এদিকে ‘পাঠান’ ঝড়কে থামাতে ময়দানে নেমেছেন বলিউডের এ প্রজন্মের তারকা কার্তিক আরিয়ান। গত শুক্রবার মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘শেহজাদা’। রোহিত ধাওয়ান পরিচালিত এ ছবিতে তাঁর বিপরীতে আছেন কৃতি শ্যানন। ‘পাঠান’-এর দুরন্ত গতিকে প্রতিহত করতে নানা অস্ত্রশস্ত্র নিয়ে নেমেছিল ‘শেহজাদা’ ছবির নির্মাতারা। কার্তিক কলকাতা থেকে দুবাই ঘুরে এই ছবির প্রচারণা করেছিলেন। এমনকি কার্তিকের এই ছবির জন্য রাখা হয়েছিল ‘একটি কিনলে একটি ফ্রি’র মতো লোভনীয় অফার। এত কিছু করেও ‘পাঠান’ ঝড়ে কাবু ‘শেহজাদা’।

আরও পড়ুন
আরও পড়ুন