যেভাবে চরিত্র বাছাই করেন সাইয়ামি

সাইয়ামি খের
ইনস্টাগ্রাম

‘ইন্টারেস্টিং’ চরিত্র ছাড়া কাজ করতে আগ্রহী হন না সাইয়ামি খের। তাই ছয় বছরের ফিল্মি ক্যারিয়ারে তাঁর ছবির সংখ্যা নেহাতই কম। ছবি নির্বাচনের ব্যাপারে কি খুব বেশি খুঁতখুঁতে তিনি?

সম্প্রতি এই প্রশ্নের জবাবে সাইয়ামি বলেছেন, ‘খুঁতখুঁতে বলে আমার কাছে অনেক ছবিরই প্রস্তাব আসে না। তবে যেটুকু আসে, তার মধ্য থেকেই আমি বেছে নিই। আমাকে প্রথম ছবির পরিচালক রাকেশ ওম প্রকাশ মেহরা বলেছিলেন, “নিজের চরিত্রের ব্যাপারে ভুলে প্রথমে চিত্রনাট্যটা ভালোভাবে পড়বে।” চিত্রনাট্য পছন্দ হলে আবার পড়ার কথা বলেছিলেন তিনি। তারপর চরিত্রের দিকে নজর দিতে বলেছিলেন। আরও বলেছিলেন, যদি চরিত্র ইন্টারেস্টিং হয়, মনে হয় আগে এমন চরিত্র করিনি; তাহলে যেন চোখ বন্ধ করে হ্যাঁ বলি। রাকেশ স্যার বলেছিলেন, যে কাউকে না জিজ্ঞেস করে শুধু নিজের মনের কথা শুনতে। তাই আমি চরিত্রের মাধ্যমে নতুন এক জীবনের স্বাদ নেওয়ার চেষ্টা করি। এই নতুন জীবন থেকে নতুন কিছু শেখার চেষ্টা করি। ছবি নির্বাচনের ক্ষেত্রে আমি এসব বিষয় সাধারণত মাথায় রাখি।’

ছয় বছরের ফিল্মি ক্যারিয়ারে তাঁর ছবির সংখ্যা নেহাতই কম সাইয়ামির
ইনস্টাগ্রাম

নিজের অভিনয়জীবন নিয়ে নানা ধরনের স্বপ্নে মশগুল সাইয়ামি। নিজের ক্যারিয়ার নিয়ে কতটা সন্তুষ্ট? এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মনে হয়, কোনো অভিনেতাই সন্তুষ্ট হন না। কারণ, একবার সন্তুষ্ট হয়ে গেলে আর কিছু করার থাকে না। আমি সেই একজন, যে বিভিন্ন ধরনের চরিত্রে নিজেকে আবিষ্কার করতে চাই। নিজেকে একই ধাঁচে বেঁধে রাখতে চাই না।’

সাইয়ামি খের
ইনস্টাগ্রাম

তিনি আরও বলেন, ‘আমি সত্যি কৃতজ্ঞ যে এখন পর্যন্ত আমার গায়ে কোনো তকমা লাগেনি। তবে অভিনয়জীবনের সবে ছয় বছর পার করেছি। এখনো অনেক পথচলা বাকি।’

সাইয়ামি খের
ইনস্টাগ্রাম

সাইয়ামিকে পর্দায় শেষ দেখা গেছে ‘ফাড়ু’ ওয়েব সিরিজে। অশ্বিনী আইয়ার তিওয়ারি পরিচালিত সিরিজটিতে সাইয়ামির বিপরীতে ছিলেন পাভেল গুলাটি। সনি লিভের সিরিজে সবার নজর কেড়েছেন অভিনেত্রী। এবার তাঁকে দেখা যাবে আর বালকির ‘ঘুমের’ ছবিতে। এতে আরও আছেন অভিষেক বচ্চন।

আরও পড়ুন