প্রেমের গুঞ্জনের মধ্যে এক পার্টিতে ইব্রাহিম ও পলক তিওয়ারি

ইব্রাহিম আলী খান ও পলক তিওয়ারিছবি: ইনস্টাগ্রাম

বলিউড তারকা সাইফ আলী খানের পুত্র ইব্রাহিম আলী খানের সঙ্গে অভিনেত্রী শ্বেতা তেওয়ারির কন্যা পলক তিওয়ারির প্রেমের গুঞ্জনের মধ্যেই তাঁকে এক পার্টিতে দেখা গেছে। গতকাল বুধবার রাতে মুম্বাইয়ে অভিনেতা করণ মেহতার জন্মদিনের পার্টিতে ছিলেন তাঁরা।

ইব্রাহিম আলী খান
ছবি: ইনস্টাগ্রাম

দুজনেই কালো রঙের পোশাক পরেছিলেন। তবে তাঁরা একসঙ্গে আসেননি, আলাদা সময়ে পার্টিতে এসেছেন। দুজনের ভিডিও সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকে বলছেন, ‘সুন্দর যুগল’।

পলক তিওয়ারি
ছবি: ইনস্টাগ্রাম

গত বছরের শেষভাগে ইব্রাহিমকে নিয়ে মুম্বাইয়ের এক রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় পাপারাজ্জিদের ক্যামেরা দেখে মুখ লুকিয়েছিলেন পলক তিওয়ারি। এর পর থেকে দুজনের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও পরে পলক দাবি করেছেন, তাঁরা শুধুই বন্ধু, তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক নেই।

গত বছর সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক ঘটেছে পলক তিওয়ারির। এর আগে ২০২১ সালে ‘বিজলি বিজলি’ শিরোনামে এক মিউজিক ভিডিওতে মডেলিং করে আলোচনায় এসেছিলেন পলক।
এর মধ্যে করণ জোহরের একটি সিনেমায় অভিনয়ের কথা রয়েছে ইব্রাহিমের।

আরও পড়ুন