শাহরুখের মুখে যেভাবে পৌঁছে গেল এই বাঙালি অভিনেত্রীর লেখা সংলাপ

পশ্চিমবঙ্গের সুপরিচিত অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। কলকাতার পাশাপাশি মুম্বাইয়েও তিনি নিয়মিত কাজ করেন। এবার তাঁর সঙ্গে শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ সিনেমার যুক্ত হওয়ার কথা জানা গেল। কীভাবে? আনন্দবাজার পত্রিকা অবলম্বনে সেটাই জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে।
১ / ৫
গত বুধবার এক্সে (সাবেক টুইটার) ‘জওয়ান’ সিনেমার নতুন একটি ভিডিও ক্লিপ পোস্ট করেন শাহরুখ খান। যেখানে অ্যাটলি পরিচালিত ছবিটিতে নিজের অভিনীত চরিত্রটি নিয়ে কথা বলতে শোনা যায় শাহরুখকে। সংলাপ না বলে বরং বলা যায়, অনেকটা কবিতার মতো নিজের চরিত্রটির দর্শন তুলে ধরেন তিনি
ফেসবুক থেকে
আরও পড়ুন
২ / ৫
এবার জানা গেল, ওই ভিডিওতে শাহরুখের মুখের সংলাপগুলো লিখেছেন বাঙালি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী
ফেসবুক থেকে
৩ / ৫
কীভাবে তিনি ‘জওয়ান’-এর সঙ্গে যুক্ত হলেন? এ প্রসঙ্গে ঋতাভরী জানান, সিনেমাটির হিন্দি সংলাপ রচয়িতা সুমিত অরোরার হাত ধরেই এ সুযোগ পেয়েছেন তিনি। ঋতাভরী ও সুমিতের বন্ধুত্ব অনেক দিনের। এ প্রসঙ্গে ঋতাভরী আনন্দবাজারকে বলেন, ‘আগস্টের শেষ দিকে আমি যখন মুম্বাইয়ে ছিলাম, তখনকার ঘটনা এটা। সেদিন আমি সুমিতের সঙ্গেই ছিলাম, তখনই ওকে শাহরুখ খান ফোন করে এই প্রোমো ভিডিওর বিষয়ে বলেন। কিন্তু তখন সুমিতের এত চাপ ছিল যে ও আর নতুন করে কিছু লেখার মতো অবস্থায় ছিল না। এদিকে শাহরুখ খানকেও তো আর না করা যায় না। তখন আমিই ওকে সাহায্য করি এই লাইনগুলো লিখতে’
ফেসবুক থেকে
৪ / ৫
সংলাপগুলো শাহরুখের পছন্দ হয়েছে জানিয়ে ঋতাভরী আরও বলেন, ‘এই সংলাপগুলো শাহরুখ খানের ভীষণ পছন্দ হয়ে যায়। সুমিত পুরো ক্রেডিট নিতে চাইলেও আমি নিতে দিইনি। তখন আমিও শাহরুখের সঙ্গে কথা বলি। উনি বলেন, “ওর আমার নামটা ভীষণ পছন্দ হয়েছে”’
ফেসবুক থেকে
৫ / ৫
শাহরুখ খান নতুন ভিডিও পোস্ট করার পর বিষয়টির পেছনের গল্প সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেছেন ঋতাভরী। তিনি লিখেছেন, ‘আমি অত্যন্ত ধন্য এই লাইনগুলো আমার মস্তিষ্কপ্রসূত এবং শাহরুখ খানের জন্য লিখেছি আমার সবকিছুর পার্টনার সুমিতের সঙ্গে। আমি ওর জন্য গর্বিত। আমি আর ও মিলে মাত্র এক ঘণ্টায় এটা লিখেছি, তারপর সেটা শাহরুখ খানের গলায় শোনার অনুভূতি আলাদা। অনেক ধন্যবাদ, সুমিত, আমাকে এই “জওয়ান”–সুনামিতে শামিল করার জন্য। এখানে কাজ করতে দেওয়ার জন্য। সবার অবগতির জন্য জানাই, শাহরুখ খান মনে করেন, সুমিতের থেকে ঋতাভরী নামটা বেশি সুন্দর’
ফেসবুক থেকে