চোখে পানি, হাত জোড় করে স্ত্রী, সন্তানকে রেহাই দিতে বললেন শিল্পার স্বামী রাজ

রাজ কুন্দ্রা। ইনস্টাগ্রাম থেকে

বলিউডে অভিষেক হতে চলেছে অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার। ‘ইউটি সিক্সটিনাইন’ ছবির মাধ্যমে তিনি অভিনয়জগতে আসতে চলেছেন। গতকাল বুধবার এ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন রাজ।

আরও পড়ুন

মুম্বাইয়ের এক প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘ইউটি সিক্সটিনাইন’ ছবির ট্রেলার। এ ছবি রাজ কুন্দ্রার জীবনের ওপর নির্মিত। ট্রেলারে দেখানো হয়েছে যে পর্নোগ্রাফি বানানোর অভিযোগে কীভাবে তাঁকে জেলে পাঠানো হয়। আর আর্থার রোড জেলে বন্দী থাকাকালে রাজের চরম যন্ত্রণাময় দিনগুলো ছবির ট্রেলারে ধরা পড়েছে।

‘ইউটি সিক্সটিনাইন’ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্ন-উত্তর পর্বে আবেগে গলা বুজে এসেছিল রাজের। চোখ তাঁর পানিতে ভরে গিয়েছিল।

শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা। এএনআই

সংবাদমাধ্যমের সামনে হাত জোড় করে রাজ আকুতি করে বলেন, ‘আমার স্ত্রী আর সন্তানদের রেহাই দিন। তারা আপনাদের কী ক্ষতি করেছে?’

এদিন সংবাদমাধ্যমের সঙ্গে খোলাখুলি কথা বলেছেন এই শিল্পপতি। ‘ইউটি সিক্সটিনাইন’ ছবিকে ঘিরে শুরুতে শিল্পার প্রতিক্রিয়া কী ছিল, তা এক সাংবাদিক জানতে চাইলে, তাঁর জবাব, ‘শিল্পাকে বলেছিলাম, একটা চিত্রনাট্য আছে। এরপর আমি তার জবাবের অপেক্ষায় ছিলাম। আমি তখন শিল্পা থেকে দূরে দাঁড়িয়ে ছিলাম। কারণ, তার কাছে যাওয়ার মতো শক্তি আমার কাছে ছিল না। আমি অন্যদিকে তাকাতে হঠাৎই একটা চটি আমার মুখে এসে পড়ে। তখন একটা মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল, এই ছবিটা আর হবে না। পরিচালক শাহনবাজকে বলি শিল্পাকে বোঝাতে। আমার দ্বারা সম্ভব হচ্ছে না। পরিচালক বোঝালে শিল্পা বুঝতে পারে। শিল্পার প্রশ্ন ছিল, আমি অভিনয় করতে পারব কি না। তখন বলি, আমি মেথড অ্যাক্টিং করে এসেছি। জেল থেকে সবকিছু শিখে এসেছি। আমি করতে পারব। তারপর শিল্পা রাজি হয়েছিল। সে বুঝতে পেরেছিল, এটা একটা মানবিক কাহিনি। শিল্পা আমাকে সাপোর্ট করেছিল।’

শিল্পা শেঠি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রা
ছবি: ইনস্টাগ্রাম

এদিনের ট্রেলার মুক্তির অনুষ্ঠানে যেমন কেঁদেছেন রাজ, মাঝেমধ্যে আবার হালকা মেজাজেও ধরা দিয়েছিলেন। তিনি হাসতে হাসতে বলেন, ‘ভারত এবং বলিউডে শুধু দুটো জিনিস বিক্রি হয়, আর তা হলো শাহরুখ (খান) আর যৌনতা)।’ পরে তাঁর এই ভিডিও নেট দুনিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে।

‘ইউটি সিক্সটিনাইন’ ছবিতে রাজ নিজেই নিজের ভূমিকায় অভিনয় করতে চলেছেন। ২০২১ সালে অশ্লীল ছবি নির্মাণের অভিযোগে রাজ প্রায় তিন মাসের মতো আর্থার রোড জেলে বন্দী ছিলেন। জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি মুখোশের আড়ালে নিজের মুখ ঢেকে রেখেছিলেন। পথেঘাটে, বিমানবন্দরে, বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে মুখোশ পরে দেখা যেত। অবশেষে ট্রেলার মুক্তির অনুষ্ঠানে রাজ তাঁর মুখ থেকে মুখোশ সরিয়ে নিজের মুখ দেখিয়েছিলেন। শাহনবাজ আলী পরিচালিত ‘ইউটি সিক্সটিনাইন’ ছবিটি ৩ নভেম্বর বড় পর্দায় মুক্তি পাবে। ছবিটির সম্পূর্ণ শুটিং হয়েছে মুম্বাইয়ে।