কেন এত ঘৃণা? রাশমিকার প্রশ্ন
তাঁর ভারতীয় ভক্তরা তাঁকে ‘জাতীয় ক্রাশ’ তকমা দিয়েছেন। ঠোঁটের কোণে সব সময় লেগে থাকে মিষ্টি এক হাসি। চোখেমুখে উপচে পড়ে এক রাশ ভালোবাসা। হাজার হাজার তরুণের হৃদয়ে বাস করেন এই দক্ষিণি রূপসী। একদিকে তাঁর অনুরাগীর সংখ্যা হু হু করে বেড়ে চলেছে। আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এমন মানুষের সংখ্যা, যারা তাঁকে ক্রমাগত ঘৃণা করে চলেছে। এ সবকিছু নিয়ে রীতিমতো বিরক্ত ও বিভ্রান্ত অভিনেত্রী রাশমিকা মান্দানা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট করে তিনি নিজের মনের কথা মেলে ধরলেন।
‘পুষ্পা: দ্য রাইজ’ ছবির পর রাশমিকার নাম সবার ঘরে ঘরে পৌঁছে গেছে। ‘গুডবাই’ ছবির মাধ্যমে সদ্য বলিউডে পা রেখেছেন তিনি। আরও দুটি বলিউডি প্রকল্পে দেখা যাবে তাঁকে। সব মিলিয়ে নিজের ক্যারিয়ার বেশ ভালোই গুছিয়ে নিয়েছেন তিনি। তবে ইদানীং মহা মুশকিলে পড়েছেন রাশমিকা। নেট দুনিয়ায় ক্রমাগত নেতিবাচক মন্তব্যে হতাশ তিনি। তাঁর প্রতি মানুষের এত ঘৃণা দেখে মনমরা হয়ে পড়েছেন এই দক্ষিণি তারকা।
রাশমিকা ট্রলারদের উদ্দেশে লিখেছেন, ‘কয়েক দিন ধরে কিছু কিছু বিষয় আমার খারাপ লেগেছে। বলতে পারেন কয়েক মাস ধরে আমি অশান্তির মধ্যে আছি। আমি মনে করি এ ব্যাপারে আমার এবার খোলাখুলি কথা বলা উচিত। আমি শুধু আমার কথা বলব, যা আমার হয়তো বা কয়েক বছর আগেই বলার প্রয়োজন ছিল। আমি যখন থেকে ক্যারিয়ার শুরু করেছি, তখন থেকেই অনেক ঘৃণা পাচ্ছি।’
চলচ্চিত্র তারকাদের ভালো–মন্দ দুই যে সইতে হয়, সেটাও ভালোই জানা আছে অভিনেত্রীর। সে প্রসঙ্গ উল্লেখ করে রাশমিকা আরও লিখেছেন, ‘আমি ভালো করেই জানি, যে জীবন নির্বাচন করেছি তার সঙ্গে অনেক কিছু জুড়ে আছে। আমি এ–ও জানি যে আমাকে সবাই পছন্দ করবেন বা ভালোবাসা দেবেন, তা নয়। আর তার মানে এই নয় যে আমাকে যাঁরা পছন্দ করেন না, তাঁদের আমার নামে নেগেটিভিটি ছড়ানোর অধিকার আছে।’
তিনি আরও লিখেছেন, ‘শুধু আমিই জানি যে কীভাবে কাজ করে চলেছি, সবাইকে আনন্দ দেওয়ার জন্য দিন-রাত এক করে পরিশ্রম করছি। কাজ করার পর যে খুশি আর শান্তি পাই, তার মধ্যেই মগ্ন থাকতে পছন্দ করি। চেষ্টা করি যে কাজের মাধ্যমে নিজেকে আর আপনাদের সবাইকে গৌরবান্বিত করতে। এমন কিছু বিষয় নিজের ব্যাপারে শুনি বা পড়ি, যা আমি আগে কখনো বলিনি, এসব আমার হৃদয় ভেঙে দেয়। সাক্ষাৎকারের সময় আমার কিছু কথার ভুল অর্থ বের করা হয়। ইন্টারনেটে আমার ব্যাপারে মিথ্যা অপবাদ ছড়ানো হচ্ছে। এ সবকিছু ইন্ডাস্ট্রির সঙ্গে আমার সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে। আমি শুধু গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানাতে চাই। কারণ, এর মাধ্যমে আমি নিজের মধ্যে বদল আনতে পারি, আর নিজেকে আরও উন্নত করতে পারি। আমার প্রশ্ন যে আমার ব্যাপারে এই সব নেতিবাচক কথা আর ঘৃণা ছড়িয়ে আপনাদের আখেরে কী লাভ হচ্ছে?’
সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের নিয়ে ব্যঙ্গ–বিদ্রূপ নতুন কিছু নয়। অনেক তারকা এসবের সঙ্গে মানিয়ে নিয়েছেন বলে জানিয়েছেন। তবে রাশমিকা বলছেন, ‘আমি চেষ্টা করেছিলাম এসব পাত্তা না দেওয়ার। কিন্তু দেখছি যে পরিস্থিতি ক্রমেই খারাপ হতে চলেছে। এসব বলে আমি কাউকে নিচু দেখাতে চাই না। আমি শুধু আমার হৃদয়ের কথা মেলে ধরলাম।’
রাশমিকা বলেছেন, ‘ব্যক্তি হিসেবে আমি নিজেকে বদলাতে পারব না। তার মানে এই নয় যে আপনারা শুধু আমাকে ঘৃণা করতে থাকবেন। এই কথাগুলো তাঁদের উদ্দেশ্যে বলছি, যাঁরা আমাকে ঘৃণা করেন। আমাকে যাঁরা ভালোবাসেন, তাঁরা এসব কথাকে গায়ে মাখবেন না। আমাকে এভাবে ভালোবাসতে থাকুন। আপনাদের সবার ভালোবাসা আর সমর্থনের জোরে নিজেকে মজবুত করতে পেরেছি, আর নিজের মনের কথা বলার সাহস পেয়েছি। আমার আশপাশের মানুষকে আমি শুধু ভালোবাসা দিতে পারি। যাঁদের সঙ্গে কাজ করেছি, তাঁরা সব সময় আমার হৃদয়ের কাছে থাকবেন। আগামী দিনে আমি আরও পরিশ্রম করব, চেষ্টা করব নিজেকে আরও উন্নত করার। আপনাদের আনন্দ দিয়ে আমি নিজে খুশিতে থাকি। দয়ালু থাকুন। আমরা সবাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করি সব সময়। ধন্যবাদ।’