default-image

পুরি জগন্নাথ পরিচালিত চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমার নাম লাইগার। এই ছবিতে অভিনয়ের জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছে বিজয়কে। মার্শাল আর্টের প্রশিক্ষণ নিতে থাইল্যান্ডেও গিয়েছেন তিনি। তৈরি করেছেন পেশিবহুল শরীর। বিজয়ের এমন রূপ দেখে মুগ্ধ ভক্তরাও। লাইগার-এর কেবল হিন্দি ট্রেলারটি মাত্র ৭ ঘণ্টায় ১ কোটি ভিউ ছাড়িয়ে গেছে।

default-image

লাইগার হিন্দি, কন্নড়, মালয়ালম, তামিল, তেলেগুসহ পাঁচটি ভাষায় মুক্তি পাবে। এতে বিজয় একজন কিক বক্সারের চরিত্রে অভিনয় করেছেন। যিনি মুম্বাইয়ের চা–ওয়ালা থেকে পেশাদার বক্সার হয়েছিলেন। বিজয় দেবারকোন্ডা ছাড়াও এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে সাবেক প্রখ্যাত বক্সার মাইক টাইসনকে। বিজয়ের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে অনন্যা পান্ডেকে। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বাহুবলীখ্যাত রম্যা কৃষ্ণান ও রোনিত রায়। সিনেমাটি আগামী ২৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

তেলেগু তারকা বিজয় দেবারকোন্ডা অর্জুন রেড্ডি ছবি দিয়ে আলোচনায় আসেন। এরপর তাঁকে দেখা যায় গীতা গোবিন্দাম, ডিয়ার কমরেডসহ বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায়।

বলিউড থেকে আরও পড়ুন
মন্তব্য করুন