তাঁদের বন্ধুত্বের নতুন রূপ
তাঁদের বন্ধুত্ব কয়েক দশকের। সময়ের সঙ্গে এই বন্ধুত্ব আরও গভীর হয়েছে। তবে ‘ফারাজ’ ছবির কারণে পরিচালক হংসল মেহেতা ও অনুভব সিনহার বন্ধুত্ব এবার পেশাদারি বন্ধুত্বে রূপ নিয়েছে।
আগামী ৩ ফেব্রুয়ারি বড় পর্দায় আসছে হংসল মেহেতা পরিচালিত ছবি ‘ফারাজ’। ছবিটি যে কীভাবে হংসল ও অনুভবের বন্ধুত্বকে অন্য রূপ দিয়েছে, তা দুজনেই জানিয়েছেন। হংসলের সঙ্গে কাজের অভিজ্ঞতার প্রসঙ্গে অনুভব সিনহা বলেছেন, ‘হংসলের সঙ্গে “ফারাজ”-এ কাজের অভিজ্ঞতা দুর্দান্ত। ছবিটির প্রযোজক হিসেবে হংসলের সঙ্গে দারুণ সময় কাটিয়েছি। দুজনেই এ ছবি নিয়ে আমাদের নিজস্ব চিন্তাভাবনা ও প্রত্যাশার মধ্যে ডুবে ছিলাম।’
অনুভবের প্রসঙ্গে হংসল বলেছেন, ‘একবার অনুভব বলেছিল আমাদের একসঙ্গে কাজ করা উচিত। অবশেষে সেই দিনটা আমাদের জীবনে এলো। “ফারাজ”-এর মাধ্যমে অনুভবের সঙ্গে প্রথম জুটি বাঁধলাম।’
‘ফারাজ’কে ঘিরে প্রত্যাশা ক্রমশ বাড়ছে। এর আগে পরিচালক হংসল মেহেতা ‘ওমার্তা’, ‘শহীদ’, ‘সিটিলাইটস’, ‘আলিগড়’-এর মতো ছবি উপহার দিয়েছেন। তাই ‘ফারাজ’-কে ঘিরে দর্শকের প্রত্যাশার পারদ তুঙ্গে। এ ছবির ট্রেলারকে ঘিরে দারুণ প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। ঢাকার হোলি আর্টিজানে সংগঠিত নৃশংস হামলার ঘটনা নিয়ে ‘ফারাজ’ ছবিটি নির্মাণ করা হচ্ছে। ফারাজ এক সাহসী যুবকের কাহিনি। তাঁর কাছে মানবিকতা ও বন্ধুত্ব সবার আগে। অসীম সাহসিকতার পরিচয় দিয়ে ফারাজ তা প্রমাণও করেছিলেন।
হংসল ‘ফারাজ’ ছবির জন্য বেছে নিয়েছেন নতুন দুই মুখ—কারিনা কাপুরের চাচাতো ভাই জাহান কাপুরকে দেখা যাবে ফারাজ হোসেনের চরিত্রে, পরেশ রাওয়ালের ছেলে আদিত্য রাওয়াল ছবিটির মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন।
‘ফারাজ’ ছবির অন্যান্য চরিত্রে আছেন আমির আলী, জুহি বব্বর, শচিন লালওয়ানি, পলক লালওয়ানি, রেশম সাহানিসহ আরও অনেকে। কিছুদিন আগে কাপুর পরিবারের জন্য ‘ফারাজ’-এর এক বিশেষ প্রদর্শনী রাখা হয়েছিল। এদিন কাপুর খানদান থেকে কারিনা, নীতু কাপুর, রণবীর কাপুর, সাইফ আলী খান, আলিয়া, জাহানের বাবা কুনাল কাপুর, আর মা শীনা সিপ্পিসহ অনেকেই উপস্থিত ছিলেন। ‘ফারাজ’-এর চরিত্রে জাহান সবার হৃদয় ছুঁয়ে গেছেন। এদিন কাপুর পরিবার রীতিমতো আবেগে ভেসেছিল।