শাহরুখ খানের এই সিগনেচার পোজ সম্পর্কে কতটা জানেন

মান্নাতের ব্যালকনিতে দাঁড়িয়ে আলিঙ্গনের আহ্বানে যখন শাহরুখ দুই হাত প্রসারিত করেন, তখন হাজার হাজার ভক্তের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ ওঠে। এএনআই

শাহরুখ খান। বলিউডের বাদশাহ। বয়স ৫৮ বছর। কয়েক দশক ধরে আমাদের মুগ্ধ করে চলেছেন অভিনয় তো বটেই, তাঁর অনবদ্য হাসি দিয়েও। সেই সঙ্গে দুই হাত প্রসারিত করে আলিঙ্গনে আবদ্ধ করার আইকনিক পোজ দিয়ে মাতিয়ে রেখেছেন তাঁর ভক্তদের। যেকোনো উৎসবে মুম্বাইয়ে তাঁর বাড়ি মান্নাতের ব্যালকনিতে দাঁড়িয়ে আলিঙ্গনের আহ্বানে যখন শাহরুখ দুই হাত প্রসারিত করেন, তখন হাজার হাজার ভক্তের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ ওঠে। দিনের পর দিন তিনি এভাবে নিজেকে ভক্তদের সামনে উপস্থাপন করে চলেছেন।

‘জওয়ান’–এ শাহরুখ খান। আইএমডিবি

বলা যায়, এটা তাঁর সিগনেচার পোজও। শাহরুখ খানের সঙ্গে এই পোজ এখন যেন সমার্থক। এই পোজ তাঁকে বিশ্বব্যাপী ভক্তদের কাছে জনপ্রিয় করে তুলেছে।
পর্দায় শাহরুখ খানের ইশারা, অঙ্গভঙ্গি, রোমান্সের প্রকাশ, উচ্ছ্বাস, উল্লাস, স্বতঃস্ফূর্ততা—এমনকি সাধারণ চলাফেরাও বিশ্বব্যাপী বলিউডের জাদুকরি এক প্রতীক হয়ে উঠেছে যেন। তবে কখন, কীভাবে প্রথম শাহরুখ খান শুরু করলেন এই পোজ দেওয়া, সেই প্রশ্ন জাগাটাই স্বাভাবিক।

১৯৯৩ সালে মুক্তি পায় ‘বাজিগর’ সিনেমাটি। সেখানেই প্রথম শাহরুখ খানকে তাঁর সিগনেচার পোজে দেখা যায়। এই সিনেমার টাইটেল ট্র্যাকে কাজলের সামনে নিজের আবেদন তুলে ধরে এই পোজ দেন। এই গানের কোরিওগ্রাফার ছিলেন সরোজ খান।
ইন্ডিয়া টিভির ‘টিভি কা দম’ শিরোনামের এক শোতে উপস্থাপক চারুল মালিক ও মনীশ পালের সঙ্গে সাক্ষাৎকারে শাহরুখ খান বলেছেন তাঁর সিগনেচার পোজের গল্প।

আরও পড়ুন

সেখানে শাহরুখ বলেন, ‘আমি কোরিওগ্রাফার সরোজ খানের সঙ্গে একটি সিনেমার সেটে নাচের স্টেপ নিখুঁতভাবে মেলানোর চেষ্টা করছিলাম। তখনই প্রথম অনুভব করলাম যে আমি আসলে নাচতে পারি না। অলসভাবে দাঁড়িয়ে থেকে আমি তখন আমার দুই হাত প্রসারিত করেছিলাম। অবাক করার মতো ব্যাপার যে সরোজজি আমার সেই ভঙ্গিই পছন্দ করলেন! এটাই হচ্ছে ঘটনাক্রমে উদ্ভাবিত আমার সিগনেচার স্টেপের গল্প।’

মান্নাতের ব্যালকনিতে শাহরুখ। এএনআই

অন্যদের সিনেমায়
শাহরুখের নিজের সিনেমা শুধু নয়, অন্যদের সিনেমাতে তাঁর সিগনেচার পোজের দেখা মেলে। আমির খানের ‘লাল সিং চাড্ডা’ সিনেমায় দারুণ একটি দৃশ্য দেখা যায়। সেখানে দেখা যায়, শিশু লাল সিংকে একটি ছাদে শাহরুখ খান তাঁর সিগনেচার পোজ শেখাচ্ছেন। এটি একটি ঐতিহাসিক ব্যাপার বটে।

শাহরুখের এই বিখ্যাত পোজে আলিয়া ভাটকে প্রপোজ করতে দেখা যায়। ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ সিনেমায় আলিয়া নিজেকে এই পোজের মাধ্যমে অনবদ্যভাবে দর্শকদের সামনে হাজির করেন। বরুণ ধাওয়ানকে প্রস্তাব জানাতে আলিয়া শাহরুখের সিগনেচার পোজকেই বেছে নেন।

বলিউড ছাড়িয়ে
শাহরুখের সিগনেচার পোজ শুধু বলিউডেই সীমাবদ্ধ থাকেনি। বিশ্বজুড়ে তাঁর ভক্তদের কাছে হয়ে উঠেছে সমান জনপ্রিয়।

শাহরুখ খান। এএনআই

সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায়, ব্রিটিশ গায়ক এড শিরান শাহরুখ খানের সঙ্গে তাঁর সিগনেচার পোজ দিচ্ছেন। শাহরুখ খানের সঙ্গে পা মেলানোর আগে অবশ্য শিরান তাঁর প্রিয় বন্ধু আরমান মালিকের সঙ্গে প্র্যাকটিস সেরে নেন। ভিডিওটি শিরান ও শাহরুখ তাঁদের নিজ নিজ ইনস্টাগ্রামে পোস্ট করেন।

আরেকটি ভিডিওতে দেখা যায়, ভারতের চিন্নাস্বামী স্টেডিয়ামে ওমেন্স প্রিমিয়ার লিগ ২০২৪-এর প্রথম ম্যাচ শুরুর আগে শাহরুখ মাঠে গিয়ে অস্ট্রেলিয়া নারী দলের সাবেক অধিনায়ক মেগ ল্যানিংকে তাঁর সিগনেচার পোজ শিখিয়ে দিচ্ছেন।
এ ছাড়া পাকিস্তানি টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী হানিয়া আমিরকে যুক্তরাজ্যের লন্ডনের বিভিন্ন রাস্তায় শাহরুখের সিগনেচার পোজ দিতে দেখা যায়।

গিনেস রেকর্ড
২০২৩ সালের ১০ জুনের ঘটনা। প্রায় ৩০০ ভক্ত শাহরুখ খানের বাড়ি মান্নাতের সামনে হাজির হন। এরপর তাঁরা সমবেতভাবে শাহরুখের সিগনেচার পোজ পারফর্ম করেন। এ সময় শাহরুখও ব্যালকনিতে সেই পরিচিত ভঙ্গিমায় হাজির হন এবং ভক্তদের শুভেচ্ছা জানান। সেই সঙ্গে ‘পাঠান’ সিনেমার ‘ঝুমে জো পাঠান’ গানটির সঙ্গে পা-ও মেলান।

কপিল শর্মার অনুষ্টানে সুনীল গ্রোভার ও শাহরুখ খান। আইএমডিবি

এরপর ওই বছরের ১৮ জুন মেলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি। সেদিন টেলিভিশন চ্যানেল স্টার গোল্ডে ছিল ‘পাঠান’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার।
তথ্যসূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টিভি, ইন্ডিয়া টুডে, টেলিগ্রাফ ইন্ডিয়া, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস