সালমান, অক্ষয় নাকি অজয়, ১০০ কোটির রাজা কে

চলতি শতকের শুরুর দিকে বলিউডে শুরু হয় ‘১০০ কোটির ক্লাব’ নিয়ে চর্চা। কোন তারকার কোন সিনেমা ১০০ কোটি রুপির বেশি ব্যবসা করল, সেটা নিয়ে শুরু হয় হিসাব–নিকাশ। জানেন কি, কোন তারকার সিনেমা সবচেয়ে বেশি ১০০ কোটি রুপি বা তার বেশি আয় করেছে? আইএমডিবি অবলম্বনে জেনে নেওয়া যাক এমন ৫ তারকার কথা।

অক্ষয় কুমার, অজয় দেবগন ও সালমান খান। কোলাজ

রজনীকান্ত
দক্ষিণি তারকা রজনীকান্ত রয়েছেন এ তালিকার পঞ্চম স্থানে। রজনীকান্তের সিনেমায় কী আছে, দর্শকের কাছে সেটা ঘটনা নয়, রজনী নামটাই হলে টানতে যথেষ্ট।

‘ভেটাইয়ান’–এ রজনীকান্ত। আইএমডিবি

তাঁর সিনেমা মুক্তির দিনে এখনো চেন্নাইয়ে অফিস থেকে ছুটি নেওয়ার হিড়িক পড়ে যায়। মাঝখানে রজনী-জাদু একটু ফিকে হলেও ‘জেলার’ দিয়ে আবার স্বমহিমায় ফিরেছেন এই তারকা। রজনীকান্ত অভিনীত ৮টি সিনেমা ১০০ কোটির ক্লাবে আছে।

বিজয়
বিজয়ের সিনেমা যেমনই হোক, মুক্তির পর হেসেখেলে ১০০ কোটি রুপি ব্যবসা করবে, এটা যেন নিয়মে পরিণত হয়েছে। বিজয় এখন সিনেমার চেয়ে রাজনীতি নিয়ে ব্যস্ত।

বিজয়। ইনস্টাগ্রাম থেকে

সবচেয়ে বেশি ১০০ কোটি রুপি ব্যবসা করা সিনেমার তালিকায় এই দক্ষিণি তারকা রয়েছেন চারে। বিজয় অভিনীত ৯টি সিনেমা এখন পর্যন্ত ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে।

অজয় দেবগন
নায়ক, পরিচালক, প্রযোজক—তিন ভূমিকাতেই এখন নিয়মিত কাজ করছেন অজয় দেবগন। বলিউডে রিমেক সিনেমা আগের মতো না চললেও আশ্চর্যভাবে রিমেকের ক্ষেত্রে অজয় সফল। সেটা ‘দৃশ্যম’ই হোক বা ‘শয়তান’।

অজয় দেবগন। এএফপি

এখন ফি বছর হিট উপহার দেন এই তারকা। এখন পর্যন্ত অজয় অভিনীত ১১টি সিনেমা ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। অভিনেতা রয়েছেন তালিকার তিনে।

অক্ষয় কুমার
অক্ষয় অভিনীত সবশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘কেসরি: চ্যাপ্টার ২’। তিন-চার বছর ধরে অক্ষয়ের আর আগের সেই ফর্ম নেই। বলে দেওয়া যায় না, অক্ষয় মানেই নিশ্চিত ১০০ কোটি! তবে ২০১২-২০১৩ থেকে শুরু করে কোভিডের আগপর্যন্ত বক্স অফিসের আয়ের নিরিখে দুর্দান্ত সময় কাটিয়েছেন এই তারকা। তাই অক্ষয় আছেন তালিকার দুইয়ে। তাঁর ১০০ কোটির ক্লাবে প্রবেশ করা সিনেমার সংখ্যা ১৪।

সালমান খান
এ তালিকার শীর্ষে সালমান খানের নাম দেখে আপনি হয়তো চমকে যেতে পারেন। কারণ, তাঁর অভিনীত সিনেমাগুলো সাম্প্রতিক সময়ে সেভাবে সাড়া ফেলতে পারেনি।

‘সিকান্দার’–এ সালমান খান। ছবি : এক্স থেকে

সবশেষ ঈদে মুক্তি পাওয়া ‘সিকান্দার’-এর ভরাডুবি দেখে তাঁর ক্যারিয়ার শেষ কি না, এমন শঙ্কাও প্রকাশ করেছেন কেউ কেউ। তবে অক্ষয়ের মতো ২০১০ থেকে ২০১৮ পর্যন্ত দারুণ সময় কাটিয়েছেন এই তারকা।

আরও পড়ুন

তখন ঈদ মানেই ছিল সালমান খান, আর সালমান খান মানেই সুপারহিট সিনেমা। সেটা ‘ওয়ান্টেড’, ‘রেডি’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘কিক’ হোক বা ‘দাবাং’। তাই ১০০ কোটির ক্লাবে সালমান অভিনীত ১৫টি সিনেমা আছে, এটা জেনে আপনি অবাক হলেও ঘটনা সত্য।