সাড়ে তিন দশক পর একসঙ্গে কাজের ঘোষণা দিলেন সেই জুটি

‘নায়কান’-এ কমল হাসান
ছবি : আইএমডিবি থেকে নেওয়া

১৯৮৭ সালে মুক্তি পাওয়া কমল হাসান-মণি রত্নম জুটির সিনেমা ‘নায়কান’। দুর্দান্ত ব্যবসায়িক সাফল্যের সঙ্গে ছবিটি পেয়েছিল সমালোচকের প্রশংসা। জিতেছিল জাতীয় পুরস্কার। ‘নায়কান’-এর ৩৫ বছর পর আবারও একসঙ্গে কাজের ঘোষণা দিলেন কমল হাসান ও মণি রত্নম।

ভারতের দক্ষিণের সুপারস্টার কমল হাসান। এখন পর্যন্ত তাঁর অভিনীত সাতটি সিনেমা অস্কার মনোনয়নের জন্য পাঠানো হয়েছে। আর কোনো ভারতীয় অভিনেতার এত সিনেমা অস্কার মনোনয়নের জন্য পাঠানো হয়নি। তিনি শুধু অভিনেতা নন, চিত্রনাট্যকার এবং পরিচালকও। আজ তাঁর জন্মদিন। ১৯৫৪ সালের ৭ নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন।

কমল হাসান
ছবি: টুইটার

৬৮ বসন্ত পার করেও অভিনেতা বীরদর্পে অভিনয় করে যাচ্ছেন। জন্মদিনে তিনি দিয়েছেন নতুন ছবির ঘোষণা। আর এই ছবিতে রয়েছে চমক।

মণি রত্মম
ছবি : সংগৃহীত

এ ছবির মধ্য দিয়ে তিনি ৩৫ বছর পর আবার জুটি বাঁধতে চলেছেন পরিচালক মণি রত্নমের সঙ্গে। ছবিটি কমল হাসানের ২৩৪তম ছবি। তাই এ ছবির প্রাথমিক নাম ‘কেএইচ ২৩৪’। ছবির সংগীত পরিচালক এ আর রাহমান।

‘বিক্রম’ ১৯৮৬ সালে মুক্তি পাওয়া অভিনেতার একই নামের সিনেমা থেকে অনুপ্রাণিত
ছবি: সংগৃহীত

কমল হাসান, মনি রত্নম, আর. মহেন্দ্রন ও শিবা অনন্ত যৌথভাবে ‘কেএইচ ২৩৪’ প্রযোজনা করছেন। ছবিটি ২০২৪ সালে প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে।

কমল হাসান তামিল ছাড়াও তেলেগু, কন্নড়, মালয়ালম, হিন্দি ও বালা ভাষার ছবিতে কাজ করেছেন। তার সর্বশেষ ছবি ‘বিক্রম’ বক্স অফিসে সাড়া ফেলেছিল।

‘পোন্নিইন সেলভান ১’ ছবিতে ঐশ্বরিয়া
ছবি : সংগৃহীত

অন্যদিকে মণি রত্নমের ‘পোন্নিইন সেলভান ১’ সুপারহিট হয়েছে। এখন পর্যন্ত বক্স অফিস থেকে প্রায় ৫০০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।

আরও পড়ুন