জানা গেল ‘ডানকি’র বাজেট, মুক্তির আগেই ১০০ কোটি আয় করল শাহরুখ অভিনীত সিনেমাটি

‘ডানকি’র দৃশ্য। ছবি : আইএমডিবি

এ বছরটা দারুণ কাটছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের। এ পর্যন্ত শাহরুখ খান অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে—সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ ও অ্যাটলি কুমারের ‘জওয়ান’। সিনেমা দুটির বাজেট ছিল যথাক্রমে ২২৫ ও ৩০০ কোটি রুপি। মুক্তির অপেক্ষায় আছে শাহরুখের আরেকটি সিনেমা—রাজকুমার হিরানির ‘ডানকি’। তবে ছবিটির বাজেট শুনলে চমকে যেতে পারেন। এটির বাজেট গত ছয় বছরের মধ্যে শাহরুখ অভিনীত সিনেমার মধ্যে সবচেয়ে কম। তারপরও মুক্তির আগেই ‘ডানকি’ ১০০ কোটি রুপি আয় করেছে। কীভাবে? জেনে নেওয়া যাক ভারতীয় গণমাধ্যম পিংকভিলা অবলম্বনে।

আরও পড়ুন

‘পাঠান’ ও ‘জওয়ান’ ছিল অ্যাকশনে ভরপুর, সে তুলনায় ‘ডানকি’ ব্যতিক্রম; নিজের অন্য সিনেমার মতো এটিতে কমেডি আর ড্রামার মিশেল ঘটিয়েছেন রাজকুমার হিরানি। তাই অনেকের ধারণা ছিল, এটি শাহরুখ অভিনীত চলতি বছর মুক্তি পাওয়া আগের দুই ছবির মতো সুপারহিট হবে না। তবে অনেকে আবার মনে করছেন, বড়দিন ও নববর্ষ উৎসবের সময় মুক্তির অপেক্ষায় থাকা এ ছবিও বক্স অফিসে ঝড় তুলবে।

‘ডানকি’র দৃশ্য। ছবি : আইএমডিবি

মুক্তির আগে অবশ্য ‘ডানকি’র বাজেট নিয়ে ধোঁয়াশা ছিল। তবে সাম্প্রতিক এক প্রতিবেদনে পিংকভিলা জানিয়েছে, মাত্র ৮৫ কোটি রুপিতে তৈরি হয়েছে সিনেমাটি।

তবে এটি কেবল প্রোডাকশন খরচ; শাহরুখ খান, রাজকুমার হিরানি, তাপসী পান্নু ও ভিকি কৌশলের পারিশ্রমিক এতে অন্তর্ভুক্ত নেই। তবে এ সিনেমা থেকে পরিচালক রাজু হিরানি ও অভিনেতা শাহরুখ কোনো পারিশ্রমিক নেবেন না, তাঁরা লভ্যাংশ ভাগাভাগি করবেন। প্রচার ও অন্যান্য পারিশ্রমিক মিলিয়ে ‘ডানকি’র মোট বাজেট ১২০ কোটি রুপি, যা শাহরুখের সিনেমা হিসেবে যথেষ্টই কম। তবে শাহরুখ আশাবাদী।

‘ডানকি’র দৃশ্য। ছবি : আইএমডিবি

ইনস্টাগ্রামে এক পোস্টে রাজকুমার হিরানির উদ্দেশে লিখেছেন, ‘প্রিয় রাজকুমার হিরানি স্যার, আপনি দেখছি আমার সান্তা ক্লজ। আপনি শুরু করুন, আমি ঠিক সময়মতো পৌঁছে যাব। আসলে আমি সেটেই আছি। আপনার সঙ্গে কাজ করে রীতিমতো উচ্ছ্বসিত। ২০২৩ সালের ২২ ডিসেম্বর আপনাদের সবার জন্য “ডানকি” নিয়ে আসছি।’

খরচ এতটা কম হয়েছে মূলত পরিচালক রাজকুমার হিরানির পরিকল্পনার কারণে। গত কয়েক বছরে বলিউডে মন্দার অভিজ্ঞতা থেকে তিনি বুঝেছেন, যত কম বাজেটে ভালো ছবি বানানো যাবে, তত বেশি লাভ করা যাবে। ৭৫ দিন ছবিটির শুটিং করেছেন। এর মধ্যে শাহরুখের শুটিং ছিল ৬০ দিন। তাঁর অন্যান্য ছবির হিসাবে যা কম।
পোস্টপ্রোডাকশনে যাতে বেশি সময় নষ্ট না হয়, সে জন্য ‘ডানকি’র শুটিংয়ের মাঝেই তিনি সম্পাদনার কাজ অনেকটা সেরে নিয়েছেন।

মুক্তির আগেই বিভিন্ন স্বত্ব বিক্রি করে এরই মধ্যে লাভের ১০০ কোটি রুপি পকেটে পুরেছেন নির্মাতারা। আগামী ২১ ডিসেম্বর মুক্তির পর প্রেক্ষাগৃহের আয় যোগ করলে এই অঙ্ক নিশ্চিতভাবেই কয়েক গুণ বাড়বে।

‘ডানকি’র দৃশ্য। ছবি : আইএমডিবি

গতকাল বুধবার ‘ডানকি’ ছবির প্রথম গান মুক্তি পেয়েছে। গানটি ইতিমধ্যে দর্শকের হৃদয় জয় করেছে। এই ছবিতে শাহরুখের অভিনীত চরিত্রের নাম ‘হার্ডি’। আর তাপসী পান্নুকে ‘মনু’র চরিত্রে দেখা যাবে। রাজকুমার হিরানির এই ছবিতে ভিকি কৌশল আছেন।