সহকারী পরিচালক থেকে অভিনেত্রী, এই তারকা-কন্যাকে কতটা চেনেন

বাবা সঞ্জয় কাপুর, মা মাহীপ কাপুর; অন্য তারকা–সন্তানের মতো তিনিও এসেছেন অভিনয়ে। তবে অভিনয়ে আসার আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় তিনি। এই তরুণ অভিনেত্রী শানায়া কাপুর। আজ তাঁর জন্মদিন। এ উপলক্ষে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক শানায়া সম্পর্কে কিছু তথ্য–

১ / ১০
১৯৯৯ সালে অভিনেতা সঞ্জয় কাপুর ও মাহীপ কাপুর দম্পতির ঘরে জন্ম নেওয়া শানায়া ছোটবেলা থেকেই অভিনয় করতে চেয়েছিলেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
২ / ১০
শানায়ার দুই ঘনিষ্ঠ বন্ধু অভিনেত্রী সুহানা খান ও অনন্যা পান্ডে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৩ / ১০
অভিনয় শুরু করার আগে শানায়া ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন। ২০২১ সালে তিনি নেটফ্লিক্সের রিয়ালিটি শো ‘ফ্যাবুলাস লাইভস অব বলিউড ওয়াইভস’-এও অংশগ্রহণ করেন, যেখানে তাঁর মা মাহীপ কাপুরও ছিলেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেকে
৪ / ১০
বলিউডে শানায়ার অভিষেক হওয়ার কথা ছিল করণ জোহরের ‘বেধড়ক’ সিনেমাটি দিয়ে। তবে নানা কারণে প্রকল্পটি স্থগিত হয়ে যায়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৫ / ১০
পরে শানায়ার অভিষেক হয় সন্তোষ সিংয়ের ‘আখো কি গুস্তাকিয়া’ সিনেমা দিয়ে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৬ / ১০
অভিনয়ের পাশাপাশি শানায়া মডেল হিসেবেও কাজ করেছেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৭ / ১০
বড় পর্দার আত্মপ্রকাশের আগেই শানায়ার প্রেম নিয়ে গুঞ্জন শুরু হয়। খবর অনুযায়ী, তিনি মুম্বাইভিত্তিক ব্যবসায়ী করণ কোঠারির সঙ্গে প্রেম করছেন। তবে এ বিষয়ে শানায়া কখনো আনুষ্ঠানিকভাবে কথা বলেননি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৮ / ১০
জন্মদিন উপলক্ষে হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘এ বছরটা খুবই বিশেষ। আমার এক স্কুলের বন্ধু মনে করিয়ে দিল যে আমি বলেছিলাম ছবি মুক্তি পাওয়ার বছরে জন্মদিন উদ্‌যাপন করব। আমি পার্টি করি না, তবে এবার করব।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৯ / ১০
২৬-এ পা দিয়ে শানায়া বলেন, ‘জন্মদিন মানে শুধু বয়স নয়, শিক্ষা ও অভিজ্ঞতার প্রতিফলন। সিনেমা কখনো হাতে আসবে, কখনো চলে যাবে।
১০ / ১০
শানায়া বলেন, কঠিন সময়ে পরিবারকে পাশে পেয়েছেন তিনি। শানায়া বলেন, ‘বাবা কখনো মানসিকভাবে ভেঙে পড়েননি, সব সময় মুখে উজ্জ্বল হাসি থাকে। তাঁকে দেখে অনেক কিছু শিখেছি।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে