যে ১০ দক্ষিণি সিনেমা দেখতে তর সইছে না ভক্তদের

গত বছরটা ছিল দক্ষিণ ভারতের সিনেমার উত্থানের বছর। সেটা এতটাই যে হিন্দি সিনেমার বলয়ে যে ব্যবসা হয়েছে, তার ৩৫ শতাংশই ঘরে তুলেছেন দক্ষিণি প্রযোজকেরা, যা করোনার আগে ছিল মাত্র ১৫ শতাংশ। তবে বিশ্লেষকেরা বলছেন, ২০২৩ সালে দক্ষিণি সিনেমা আরও ভালো ব্যবসা করবে। নামী তারকার প্যান ইন্ডিয়ান সিনেমা তো আছেই, বক্স অফিসে ঝড় তুলতে পারে অল্প বাজেটের কয়েকটি দক্ষিণি সিনেমাও, যা নিয়ে এর মধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। চলুন জেনে নেওয়া যাক এমন ১০টি সিনেমার কথা।

প্রায় ৫০০ কোটি রুপি ব্যবসা করেছে ‘পোন্নিইন সেলভান ১’
ছবি : সংগৃহীত

সালার
‘কেজিএফ’খ্যাত নির্মাতা প্রশান্ত নীলের নতুন ছবি, ‘সালার’ নিয়ে অপেক্ষার জন্য এ তথ্যই যথেষ্ট। ২৮ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি। এতে আছেন প্রভাস, পৃথ্বীরাজ, শ্রুতি হাসান প্রমুখ।

ইন্ডিয়ান টু
গত বছর ঝড় তুলেছিলেন ‘বিক্রম’ দিয়ে। এবার কমল হাসান রাজত্ব করতে পারেন ব্যাপক ব্যবসাসফল ছবিটির সিকুয়েলটি দিয়ে। এই সিনেমায় তাঁর সঙ্গে দেখা যাবে রাকুল প্রীত সিং ও কাজল আগারওয়ালকেও। এস শংকর পরিচালিত সিনেমাটির মুক্তির দিন চূড়ান্ত হয়নি।

‘সালার’–এ প্রভাস
ছবি : সংগৃহীত

পোন্নিইন সেলভান: পার্ট টু
গত বছর প্রায় ৫০০ কোটি রুপি ব্যবসা করেছে মণি রত্নমের সিনেমাটি, যার দ্বিতীয় পর্বও বাজিমাত করতে পারে। এর মধ্যেই ঘোষণা এসেছে, আগামী ২৮ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। তারকাবহুল ছবিটিতে আছেন ঐশ্বরিয়া রাই, কার্থি, বিক্রম, তৃষা কৃষ্ণান, জয়রাম রবি প্রমুখ।

‘পুষ্পা: দ্য রুল-পার্ট টু’–কে বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা বললেও ভুল বলা হয় না
ছবি : সংগৃহীত

পুষ্পা: দ্য রুল-পার্ট টু
এটিকে বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা বললেও ভুল বলা হয় না। এর মধ্যেই শুটিং শুরু হয়েছে। সুকুমার পরিচালিত সিনেমাটিতে আছেন আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা, ফাহাদ ফাসিল প্রমুখ।

১৪ এপ্রিল মুক্তি পাবে নেলসন দীলিপ কুমার পরিচালিত ‘জেলার’
ছবি : সংগৃহীত

জেলার
এখনো রজনীকান্ত মানেই যেন বক্স অফিসের হিসাব-নিকাশ বদলে যাওয়া। নেলসন দীলিপকুমার পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ঐশ্বরিয়া রাই, তৃষা কৃষ্ণান। ১৪ এপ্রিল মুক্তি পাবে নেলসন দীলিপ কুমার পরিচালিত সিনেমাটি

‘আদুজিবীথাম’ সিনেমার বড় অংশের শুটিং হয়েছে জর্ডানে
ছবি : সংগৃহীত

আদুজিবীথাম
গত কয়েক বছর ধরেই মালয়লাম সিনেমার অন্যতম সফল অভিনেতা। পৃথ্বীরাজ সুকুমারন। চলতি বছর হিন্দি, প্যান-ইন্ডিয়া মিলিয়ে বেশ কয়েকটি বড় প্রজেক্টে দেখা যাবে তাঁকে। তবে তাঁর অনেক পাঁড়ভক্ত অপেক্ষায় আছেন সারভাইভ্যাল ড্রামা সিনেমা ‘আদুজিবীথাম’-এর। ব্লেসি পরিচালিত সিনেমাটিতে পৃথ্বীরাজ ছাড়াও আছেন আমলা পল। ছবিটির সংগীত পরিচালক এ আর রহমান। সৌদি আরবের প্রেক্ষাপটে ছবিটির গল্প, তবে দেশটিতে শুটিংয়ের অনুমতি না পাওয়ায় পরিচালক শুটিং করেন জর্ডানে।

‘রাম’ সিনেমার পোস্টারে মোহনলাল
ছবি : সংগৃহীত

থ্যালাপতি ৬৭
লোকেশ কঙ্গরাজ এ সময়ের অন্যতম সফল তামিল পরিচালকদের একজন। গত বছর ‘বিক্রম’-এর মতো ব্লকবাস্টার উপহার দিয়েছেন। চলতি বছর হাজির হবেন বহুল প্রতীক্ষিত সিনেমাটি নিয়ে। নাম ঠিক না হওয়া সিনেমাটির নাম আপাতত ‘থ্যালাপতি ৬৭’। বড় বাজেটের ছবিটিতে আছেন বিজয়, পৃথ্বীরাজ, সঞ্জয় দত্ত, নিবিল পাউলি, তৃষা কৃষ্ণান, কীর্তি সুরেশের মতো তারকারা।

রাম
২০২৩ সালে বহুল প্রতীক্ষিত দক্ষিণি সিনেমার তালিকা হচ্ছে সেখানে মোহনলালের সিনেমা থাকবে না, তা–ই কি হয়। মালয়লাম এই তারকার অ্যাকশন থ্রিলার সিনেমাটিতে তাঁকে দেখা যাবে ভারতীয় গোয়েন্দা বাহিনী ‘র’ অফিসারের চরিত্রে। তাঁর স্ত্রীর ভূমিকায় দেখা যাবে তৃষা কৃষ্ণানকে। ছবিটির মুক্তির দিন চূড়ান্ত হয়নি।

`কিং অব কোথা'র পোস্টারে দুলকার সালমান
ছবি : সংগৃহীত

কিং অব কোথা
মালয়লাম গ্যাংস্টার সিনেমাটির পরিচালক অবিলাষ জোশি। ছবিটিতে দেখা যাবে দুলকার সালমান, ঐশ্বরিয়া লক্ষ্মীকে। গত বছরের সেপ্টেম্বরে তামিলনাড়ুতে শুরু হয় সিনেমাটির শুটিং।

কবজা
প্রতিবছরই একটি করে কন্নড় সিনেমা বক্স অফিসে বাজিমাত করে চমকে দেয়। অনেকে মনে করছেন চলতি বছর সেই সিনেমাটি হবে ‘কবজা’। ভারতের স্বাধীনতার আগ থেকে ১৯৮০-এর দশক পর্যন্ত বিস্তৃত গল্পের প্রেক্ষাপট। সিনেমাটির পরিচালক আর চান্দু। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন উপেন্দ্র, শ্রেয়া সরণ।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন