পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের বিরুদ্ধে বড় পদক্ষেপ, বিপাকে দিলজিৎ

হানিয়া আমির ও দিলজিৎ দোসাঞ্জ। কোলাজ

‘সরদার জি ৩’ ছবিকে ঘিরে বিবাদ ক্রমশ বাড়ছে। কারণ, এই ছবিতে আছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। আর এই বিবাদে প্রবলভাবে জড়িয়ে পড়েছেন পাঞ্জাবি গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। ‘সরদার জি ৩’ ছবির আরেক অভিনেত্রী নীরু বাজওয়া এবার পাকিস্তানি অভিনেত্রীর বিরুদ্ধে এক বড়সড় পদক্ষেপ নিয়েছেন। আর এতে আরও বিপাকে পড়েছেন দিলজিৎ।

আরও পড়ুন

‘সরদার জি ৩’ ছবির ট্রেলার মুক্তির পর থেকে বিতর্ক দানা বেঁধেছে। ছবির ট্রেলারে পাকিস্তানি নায়িকা হানিয়া আমিরকে দেখে সবাই ক্ষোভে ফেটে পড়েছেন। হানিয়া পাকিস্তানের বেশ জনপ্রিয় অভিনেত্রী। পেহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর সাধারণ মানুষ ভারতীয় ছায়াছবিতে হানিয়াকে আরও মেনে নিতে পারেননি। নেট জনতারা দেশের পরিস্থিতির কথা মাথায় রেখে হানিয়ার কাস্টিংকে অন্যায় বলে মনে করছেন।

আর তাঁরা ‘সরদার জি ৩’ ছবিকে বর্জনের আওয়াজ দিয়েছিলেন। হানিয়া আমিরকে ঘিরে বিতর্কের কারণে পাঞ্জাবি ছবিটি ভারতে মুক্তি করা হয়নি। তবে গতকাল ২৭ জুন ‘সরদার জি ৩’-কে বিদেশে রিলিজ করা হয়েছে।

‘সরদারজি ৩’ সিনেমায় দিলজিৎ ও হানিয়া আমির। এক্স থেকে

এবার অভিনেত্রী নীরু বাজওয়া এই ছবি থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ‘সরদার জি ৩’ ছবিসংক্রান্ত সব পোস্ট তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে হঠাৎ মুছে ফেলেছেন। শুধু তাই নয়, নীরু বাজওয়া পাকিস্তানি নায়িকা হানিয়া আমিরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন। নীরুর এই পদক্ষেপকে সামাজিক যোগাযোগমাধ্যমের একাংশ সমর্থন করছেন।

এদিকে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই) ‘বর্ডার ২’ ছবির নির্মাতাদের চিঠি লিখে দিলজিতের কাস্টিং নিয়ে ভাবনাচিন্তা করার কথা জানিয়েছিলেন। ‘এফডব্লিউআইসিই’ সানি দেওল, ভূষণ কুমারকে আলাদা আলাদা চিঠি লিখে এই দেশভক্তিমূলক ছবিতে দিলজিতের অভিনয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে।

দিলজিৎ দোসাঞ্জ। গায়কের ইনস্টাগ্রাম থেকে

এই মামলা ঘিরে ফেডারেশন এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে চিঠি লিখেছে। তারা এই চিঠিতে ‘বর্ডার ২’ ছবির শুটিং বন্ধ করার দাবি তুলেছে। এই ছবির শুটিং এখন পুনের ন্যাশনাল ডিফেন্স (এনডিএ) একাডেমিতে চলছে। এফডব্লিউআইসিইর বক্তব্য যে ইতিমধ্যে দিলজিৎ দোসাঞ্জকে আনুষ্ঠানিকভাবে বর্জন করা হয়েছে। দেশের নিরাপত্তা প্রতিষ্ঠানের মতো স্থানে দিলজিৎকে শুটিং করার অনুমতি দেওয়া মানে রাষ্ট্রীয় চেতনার বিরুদ্ধাচরণ বলে সংগঠন মনে করছে।

এফডব্লিউআইসিইর বক্তব্য যে এনডিএ শুধু শুটিংস্থল নয়, রাষ্ট্রীয় গৌরবের প্রতীকও। ফেডারেশন আরও বলেছে যে এখানে এমন কোনো অভিনেতার শুটিং না করা উচিত, যাঁকে সর্বজনীনভাবে এবং পেশাগত দিক থেকে বহিষ্কার করা হয়েছে।

হানিয়া আমির
ইনস্টাগ্রাম থেকে

এদিকে দিলজিৎ এক সাক্ষাৎকারে এই বিবাদকে ঘিরে মুখ খুলেছিলেন। তিনি এই সাক্ষাৎকারে বলেছেন যে ‘সরদার জি ৩’ ছবির শুটিং অনেক আগেই হয়েছে, তখন রাজনৈতিক পরিস্থিতি এ রকম সংবেদনশীল ছিল না। পাঞ্জাবি গায়ক-অভিনেতা আরও বলেছেন যে তাঁর উদ্দেশ্য শুধু মানুষকে বিনোদন দেওয়া, কোনো রকম রাষ্ট্রবিরোধী ভাবনাকে তিনি সমর্থন করেন না।

আরও পড়ুন