জীবনকে সাদামাটা রাখতে চান বিক্রান্ত

বিক্রান্ত ম্যাসি
ইনস্টাগ্রাম থেকে

দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরে চমক দিলেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। বিধু বিনোদ চোপড়া পরিচালিত ‘টুয়েলভথ ফেল’ ছবিতে এক শিক্ষার্থীর ভূমিকায় অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়াচ্ছেন বলিউডের এ দাপুটে অভিনেতা। মুম্বাইয়ের রেহেজা ক্লাবে বিক্রান্তের সঙ্গে এক সান্ধ্য আড্ডা শুরু হয় তাঁর এই ছবির কথা দিয়ে।
বিধু বিনোদ চোপড়ার মতো পরিচালকের ছবিতে মূল চরিত্রে অভিনয়, এ নিয়ে রোমাঞ্চিত বিক্রান্ত। বললেন, ‘আমি আমার আনন্দ ভাষায় প্রকাশ করতে পারব না। আমার জন্য এই ছবিটা বিশেষ কিছু। স্বপ্নেও কখনো কল্পনা করিনি যে বিধু বিনোদ চোপড়ার ছবির মূল চরিত্রে আমি কাজ করব। এই ছবির বিশেষত্ব যে এখানে আমার আর বিধু বিনোদ স্যারের জীবনের কিছু ঝলক তুলে ধরা হয়েছে।’
‘আমি জীবনে যা চেয়েছি, তার চেয়ে অনেক বেশি পেয়েছি বলে মনে করি। আজ আমার জীবন অনেকটাই সফল, তা আমি বলতেই পারি,’ প্রতিক্রিয়া জানাতে গিয়ে বললেন বিক্রান্ত। যাঁর কাছে সফলতার সংজ্ঞা, রাতে শান্তিতে ঘুমাতে পারা।

শুরুটা টেলিভিশন থেকে। এখন চলচ্চিত্র–দুনিয়ায় তিনি নিজের জায়গা পাকাপাকি করে নিয়েছেন। ক্যারিয়ারে দারুণ দারুণ চরিত্র উপহার দিয়েছেন। তাঁর মতো দাপুটে অভিনেতার কাছে দর্শকের প্রত্যাশা বেশি। দর্শকের এই প্রত্যাশাকে উপভোগও করেন বলে জানালেন অভিনেতা। বিক্রান্তের কথায়, ‘আজ আমি যে জায়গায় পৌঁছেছি, তার প্রতিদানে আমি আমার দর্শককে কী ফিরিয়ে দিতে পারব, এটাই আমার মাথার মধ্যে সব সময় থাকে। আর তাই সব সময় ভালো ছবি, বা ভালো চরিত্র উপহার দেওয়ার চেষ্টা করি।’

বিক্রান্ত ম্যাসি
ইনস্টাগ্রাম থেকে

‘টুয়েলভথ ফেল’ ছবির ট্যাগলাইন ‘রিস্টার্ট’। বিক্রান্ত জানান যে তাঁর জীবনে অনেক রিস্টার্ট হয়েছে। তিনি এ প্রসঙ্গে বলেন, ‘টেলিভিশন থেকে চলচ্চিত্রে আসা আমার জন্য একটা রিস্টার্ট ছিল। অনেক ভেবেচিন্তেই আমি টেলিভিশন ছেড়েছিলাম। চার বছর পর আবার বড় পর্দায় ফেরাও একটা রিস্টার্ট।’

‘টুয়েলভথ ফেল’ ছবিতে এক শিক্ষার্থীর ভূমিকায় অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়াচ্ছেন বলিউডের এ দাপুটে অভিনেতা বিক্রান্ত ম্যাসি
ইনস্টাগ্রাম থেকে

আজ অনেক সংগ্রামের পথ পেরিয়ে বিক্রান্ত সফলতার মুখ দেখতে শুরু করেছেন। একটু আবেগের সুরে বললেন, ‘একসময় লোকাল ট্রেনে ঝুলতে ঝুলতে জীবন কেটেছে। বাড়ির অবস্থা দেখে ইন্ডাস্ট্রির অনেক বন্ধু আমাকে দূরে সরিয়েছিল। এমনকি আমার আর্থিক দুর্দশা দেখে অনেকেই আমার ফোন নম্বর ব্লক করে দিয়েছিল। তবে আমি আমার পরিবারকে সব সময় পাশে পেয়েছি। কিছু ভালো বন্ধু আছে, যাদের আমার সফলতা বা ব্যর্থতার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তবে আমি নিজের প্রতি কখনো আস্থা হারাইনি।’

সাধারণ মানুষের চরিত্রে বেশি দেখা যায় বিক্রান্তকে। জানালেন, এই ধরনের চরিত্রের সন্ধানে থাকেন তিনি। ভেবেচিন্তে এ রকমই এক চরিত্র বেছে নেব। তিনি বলেন, ‘আমি সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে চাই। আজও বাড়ির রেশন আমি আনতে যাই। আমি আমার জীবনকে সাদামাটা রাখতে চাই।’

বিক্রান্ত ম্যাসি
ইনস্টাগ্রাম থেকে

আড্ডার শেষ পর্যায়ে। যেতে যেতে বিক্রান্ত বললেন, ‘সফলতা, খ্যাতি—এসব নিয়ে আমার জীবন নয়। সারা জীবন অভিনয় করার কোনো পরিকল্পনা নেই আমার। তবে পরিচালনা করতে চাই। সারা দুনিয়া ঘুরে বেড়াতে চাই।’