আরও সুযোগ চান পুনম কন্যা পালোমা
বলিউডে বেশ ঘটা করে অভিষেক হয়েছিল অভিনেত্রী পুনম ধীলনের কন্যা পালোমার। কিন্তু ছবিটি সফলতা পায়নি। তবে নিজের ক্যারিয়ার নিয়ে যথেষ্ট আশাবাদী এই নায়িকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে পালোমা নিজের সংকল্পের কথা জানিয়েছন।
সুরজ বরজাতিয়ার ছেলে অবিনাশ বরজাতিয়ার পরিচালনায় করেছিলেন ‘দোনো’ ছবিটি। এ ছবিতে পালোমা জুটি বেঁধেছিলেন সানি দেওল–পুত্র রাজবীর দেওলের সঙ্গে। অভিষেক ছবিতেই ব্যর্থতার মুখ দেখেছেন পালোমা। তবে তা নিয়ে মোটেও হতাশ নন এই তারকা–কন্যা।
চলচ্চিত্রবিষয়ক সাময়িকী ফিল্মফেয়ারকে এক সাক্ষাৎকারে পালোমা বলেন, ‘আমি জানি, শেষ পর্যন্ত নিজেকে প্রমাণ করতে হবে। আমি চেষ্টা করেছি। আগামী দিনে আমাকে আরও পরিশ্রম করতে হবে। আর এটা ইন্ডাস্ট্রিতে সবার ক্ষেত্রে প্রযোজ্য। ব্যর্থতা ভুলে আমাকে নিজের সেরাটা দিতে হবে। আমি চাই, মানুষ যেন মনে করেন আমার এই ইন্ডাস্ট্রিতে আসা ভুল নয়। নিজেকে প্রমাণ করার জন্য আরও অনেক সুযোগ পেতে চাই। আরও অনেক কাজ করতে চাই। আশা করি, কিছু সময় পর আমি নিজস্ব এক পরিচিতি গড়ে তুলতে পারব।’
মা পুনম ধীলনের ছবি দেখে বড় হয়ে ওঠা পালোমার। মা প্রসঙ্গে এ অভিনেত্রী বলেছেন, ‘মাকে পর্দায় দেখতে আমার দারুণ লাগে। আমি মনে করি, পর্দায় তাঁর উপস্থিতি, সরলতা, বিশুদ্ধতা, চমক, মিষ্টতা সবকিছু আলাদা। তাই তাঁকে বারবার দেখতে মন চায়। আমি মনে করি, মায়ের বেশ কিছু ছবি ও চরিত্র কালজয়ী। ছোটবেলায় পর্দায় তাঁকে দেখলে আমি বেশি আবেগপ্রবণ হয়ে যেতাম। তাই ছোটবেলায় মায়ের সিনেমা খুব বেশি দেখতাম না। বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমি তাঁর অভিনীত ছবি বেশি করে দেখতে শুরু করি।’