অভিযোগ করার জায়গায় নেই

শ্রদ্ধা কাপুর
ছবি: ইনস্টাগ্রাম

দুই বছর ধরে করোনা সবার জীবনকে নানাভাবে প্রভাবিত করেছে। মানুষ রূঢ় বাস্তবকে সামনে থেকে দেখেছে। যারপরনাই কষ্টে কেটেছে জীবন। বলিউড তারকারাও এর বাইরে নন। তবে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর মনে করেন যে এ ক্ষেত্রে সাধারণ মানুষের তুলনায় তাঁদের কষ্ট অনেকটাই কম।
করোনাকাল নিয়ে শ্রদ্ধার উপলব্ধি, যাঁরা অবস্থাসম্পন্ন পরিবার থেকে এসেছেন, তাঁদের প্রত্যেকের সাধারণ মানুষের কষ্ট অনুভব করা উচিত। কারণ, এই সময় তাঁদের কোনো রকম আয় ছিল না। মহামারি তাঁদের জীবনকে ওলোট–পালট করে দিয়েছে। আমি জানি, এই সময় অনেক মানুষ কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। অনেক কষ্টের মধ্যে দিন কাটিয়েছেন।' তিনি আরও বলেছেন, 'সত্যি বলতে আমি অভিযোগ করার জায়গায় নেই যে মহামারি আমার জীবনকে কতটা প্রভাবিত করেছে। অন্যান্য মানুষের তুলনায় আমার সমস্যা নেহাতই ছোট।'

শ্রদ্ধা কাপুর

করোনার কারণে প্রায় দুই বছর হিন্দি ছবির দুনিয়া স্তব্ধ হয়ে গিয়েছিল। এ প্রসঙ্গে শ্রদ্ধা বলেছেন, 'আমরা সবচেয়ে বাজে সময় কাটিয়ে এসেছি। চলচ্চিত্র দুনিয়া আবার নিজের ছন্দে ফিরেছে। ধীরে ধীরে সব ছবি মুক্তি পাচ্ছে। স্বাভাবিক জীবনে ফিরে আসার মতো আনন্দের আর কিছু হতে পারে না। আর ইন্ডাস্ট্রি আবার স্বমহিমায় ফিরে এসেছে দেখে ভালো লাগছে। তবে কোভিড–১৯ আমাদের অনেক কিছুর সঙ্গে লড়াই করতে শিখিয়ে দিয়ে গেছে। আশা করি, এই শিক্ষা মানুষকে আরও এগিয়ে নেবে।'

শ্রদ্ধা কাপুর
ইনস্টাগ্রাম

শ্রদ্ধা কাপুরকে সামনে পরিচালক লাভ রঞ্জনের ছবিতে দেখা যাবে। আর এই ছবির মাধ্যমে তিনি প্রথমবার বলিউড নায়ক রণবীর কাপুরের সঙ্গে জুটি বাঁধছেন। নিজের এই প্রকল্পের প্রসঙ্গে তারকা কন্যা বলেছেন, 'লাভ রঞ্জন আর রণবীরের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আমি দারুণ রোমাঞ্চিত। এটা দারুণ মজার এক ছবি। আর আমি আরও খুশি যে এই ছবির মাধ্যমে দর্শক আমাকে এক নতুন চরিত্রে দেখবেন। আর রণবীরের প্রথম ছবি থেকে আমি তাঁর ভক্ত। অবশেষে রণবীরের সঙ্গে জুটি বেঁধে আসতে চলেছি। আর তাই আমি আরও বেশি রোমাঞ্চিত। আর লাভ স্যারের জন্য আমার একই অনুভূতি। তিনি দুর্দান্ত লেখক এবং পরিচালক।'