অমিতাভ দিলেন ২ কোটি, ‘রাধে শ্যাম’ সেটের সরঞ্জাম হাসপাতালে

বিশ্বের কোনো দেশে এক দিনে সর্বোচ্চসংখ্যক করোনা রোগী শনাক্তের রেকর্ড এখন ভারতের দখলে। বিবিসি বলছে, বিশ্বে বর্তমানে করোনা সংক্রমণের কেন্দ্র ভারত। একের পর এক তারকাদের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর খবর আসছে। বলিউড তারকারা সাধ্যমতো দান করছেন বা তহবিল গড়ে দাঁড়াচ্ছেন করোনায় আক্রান্তদের পাশে। সেই তালিকায় নতুন করে নাম তুললেন অমিতাভ বচ্চন।

বলিউড তারকা অমিতাভ বচ্চন
ইনস্টাগ্রাম

ভারতের দিল্লির শিখদের গুরুদুয়ারা করোনা চিকিৎসাকেন্দ্রে দুই কোটি রুপি দিয়েছেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন। আজ সোমবার এই করোনা চিকিৎসাকেন্দ্রের উদ্বোধন করা হলো। গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটির প্রেসিডেন্ট মনজিন্দর সিং সিরসা এ তথ্য জানিয়েছেন।

এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘আমাদের করোনা সেবাকেন্দ্রে অমিতাভ বচ্চন দুই কোটি রুপি দিয়েছেন। যখন দিল্লি ভয়ংকর দুঃসময়ের ভেতর দিয়ে যাচ্ছে, তখন প্রায় প্রতিদিনই অমিতাভ বচ্চন আমাকে ফোন করে আমাদের এই উদ্যোগের অগ্রগতি জেনেছেন। অক্সিজেন আছে কি না, খবর নিয়েছেন।’ এই করোনা চিকিৎসাকেন্দ্রে বিদেশ থেকে অক্সিজেন কনসেনট্রেটর আনার ব্যবস্থা করবেন বলেও নিশ্চয়তা দেন অমিতাভ বচ্চন।

অমিতাভ বচ্চন
ইনস্টাগ্রাম

আজ উদ্বোধন করা হলো রাকাবগঞ্জ গুরুদুয়ারা করোনা চিকিৎসাকেন্দ্রের। এতে ৩০০টি বেড, অক্সিজেন কনসেনট্রেটর, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও অ্যাম্বুলেন্স–সুবিধা থাকবে। এখানে রোগীরা এই সব সুবিধা পাবেন বিনা মূল্যে। অমিতাভ বচ্চন নিজেও করোনায় আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ভুগেছেন।

রাধে শ্যাম সিনেমায় প্রভাস ও পূজা হেগড়ে
সংগৃহীত

এদিকে অভিনব পদক্ষেপ নিয়েছে প্রভাস অভিনীত ‘রাধে শ্যাম’ সিনেমার দল। এই সিনেমার শুটিংয়ের জন্য হাসপাতালের সেট তৈরি করা হয়েছিল। সেই সেটের সমস্ত সরঞ্জাম হায়দরাবাদের বেসরকারি একটি হাসপাতালে করোনায় আক্রান্তদের জন্য দান করা হয়েছে। ৫০টি বেড, একাধিক স্ট্রেচার, পিপিই সরঞ্জাম, কিছু অক্সিজেন সিলিন্ডার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস হাসপাতালে পাঠানো হয়েছে। বেডগুলো বেশ ভালোভাবেই তৈরি করা। তাতে আক্রান্তদের রাখতে কোনো অসুবিধা হবে না বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রাধে শ্যাম সিনেমার পোস্টার
ইনস্টাগ্রাম

সবশেষ তথ্য অনুযায়ী, ভারতে করোনায় সংক্রমিত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২৬ লাখ ৬২ হাজার ৫৭৫। মোট প্রাণহানি ২ লাখ ৪৬ হাজার ১১৬ জনের।