আনুশকার কানাকড়িও নন ভূমি

ভূমি পেড়নেকরইনস্টাগ্রাম

১১ ডিসেম্বর আমাজন প্রাইমে মুক্তি পেয়েছে হরর থ্রিলার ধারার ছবি দুর্গামতি। ২৫ নভেম্বর মুক্তির পর ছবির ট্রেলার দেখা হয়েছে প্রায় দুই কোটি বার। কিন্তু সিনেমা দেখে ভক্তরা জানিয়েছেন, তাঁরা হতাশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আইএমডিবিতে ২ হাজার ৩৩৭ জন দর্শক সিনেমাটি দেখে ভোট করেছেন। সেই ভোট অনুসারে এই সিনেমার রেটিং ১০–এ ৩ দশমিক ৯!

দুর্গামতি ছবিটি ২০১৮ সালের তেলেগু ও তামিল ভাষায় নির্মিত ভাগামাথি ছবির হিন্দি রিমেক। মূল ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠি। দুর্গামতি সিনেমার ট্রেলারের নিচে দর্শকেরা ছবিটি নিয়ে মন্তব্য করে তাঁদের মতামত জানিয়েছেন। তাঁদের মতে, দুর্গার ভূমিকায় ভূমি ব্যর্থ। ভূমির কড়া সমালোচনা করে বেশির ভাগ দর্শকই বলেছেন, আনুশকার অভিনয়ের এক কানাকড়িও করতে পারেননি ভূমি।

ভূমি পেড়নেকর
ইনস্টাগ্রাম

দুটি ছবির তুলনা করে একই সিদ্ধান্তে পৌঁছেছে সংবাদমাধ্যম স্ক্রল ডট ইন। সিনেমাটির সমালোচনা করতে গিয়ে তারা লিখেছে, ‘বলিউডের অসংখ্য ছবি দক্ষিণি সিনেমার রিমেক। সেগুলোর ভেতর বেশ কিছু সিনেমা বক্স অফিসে দুর্দান্ত ব্যবসাও করেছে। কিন্তু দুর্গামতি ব্যর্থ। যোদ্ধা রানির ভূমিকায় ভূমি ব্যর্থ। স্বাভাবিকভাবেই আনুশকা আর ভূমির তুলনা চলে আসে। মূল ছবিতে আনুশকা শেঠির শরীরী ভাষা, দক্ষতা আর কারিশমার কিছুই নেই ভূমির মধ্যে। তা ছাড়া ক্লাইমেক্সও বিশ্বাসযোগ্য নয়। শুধু ভূমির অভিনয় নয়, ছবির কাহিনি, নির্মাণ ও পরিচালনা—সবদিক থেকেই দুর্গামতির তুলনায় ভাগামাথি ভালো ছবি।’

ভূমি পেড়নেকর
ইনস্টাগ্রাম

সিনেমাটিতে ভূমির সঙ্গে আরও অভিনয় করেছেন আরশাদ ওয়ারসি, যীশু সেনগুপ্ত, মাহি গিলসহ অনেকে। ভূমিকে দেখা গেছে আইএএস অফিসার চঞ্চল চৌহান ও দুর্গামতির দ্বৈত চরিত্রে। প্রযোজনা করেছেন ভূষণ কুমার, অক্ষয় কুমার ও বিক্রম মালহোত্রা।