‘আমি রাতে ঠিকমতো ঘুমাতে পারতাম না’

সাংবাদ সম্মেলনে বলিউড তারকা ভিকি কৌশল

ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মহান শহীদদের একজন হলেন সরদার উধম সিং। পরিচালক সুজিত সরকার ইতিহাসের পাতা থেকে পর্দায় জীবন্ত করলেন এই মহান দেশপ্রেমীকে। বৃহস্পতিবার মুম্বাইয়ের গ্র্যান্ড হায়াতে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেল ‘সরদার উধম’ ছবির ট্রেলার। ছবির ট্রেলার মুক্তি উপলক্ষে এক সাংবাদ সম্মেলনে কথা বলেন বলিউড তারকা ভিকি কৌশল।
সুজিত সরকার পরিচালিত ‘সরদার উধম’ ছবির মূল চরিত্রে আছেন বলিউড অভিনেতা ভিকি কৌশল। তিনি তাঁর অভিনীত চরিত্র প্রসঙ্গে সংবাদ সম্মেলনে বলেন, ‘এই চরিত্র করতে আমার শারীরিক থেকে মানসিক ধকল অনেক বেশি ছিল। কারণ, এই ছবিতে সরদার উধম সিং ২১ বছর ধরে নিজের ভেতরের রাগকে পুষে রেখেছিলেন। কিন্তু আজকাল মানুষের রাগ কিছু সময় পর পানি হয়ে যায়। তাই সরদার উধম সিংয়ের এই জমা রাগকে পর্দায় তুলে ধরা আমার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। এই ছবির শুটিংয়ের সময় আমি রাতে ঠিকমতো ঘুমাতে পারতাম না। এতটা মানসিক চাপে ছিলাম। এই ছবির জন্য আমাকে অনেক বেশি মানসিক প্রস্তুতি নিতে হয়েছে।’

তিনি আরও বলেছেন, ‘এই ছবি আমার জন্য অনেক বড় আবেগময় সফর। এমন এক ব্যক্তিত্বকে পর্দায় তুলে ধরতে গিয়ে আমি নিজে ভেতর থেকে চুরমার হয়ে গিয়েছিলাম। আর সরদার উধম সিংয়ের মতো মহান ব্যক্তিত্বের চরিত্রের সঙ্গে ন্যায় করা অনেক বড় দায়িত্বের কাজ। সব মিলিয়ে আমার সঙ্গে ছবিটার এক আবেগের সম্পর্ক তৈরি হয়েছে।’

‘সরদার উধম’ ছবিতে ভিকি কৌশলকে বিভিন্ন লুকে দেখা যাবে। ছবিতে নিজের লুকের প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এই ছবির শুটিং শুরু হওয়ার চার দিন আগে আমি অন্য এক ছবির শুটিংয়ের জন্য মুখে চোট পেয়েছিলাম। আমার মুখে ১৩টা স্টিচ পড়েছিল। সুজিত স্যারকে বললে উনি বলেন, কোনো ব্যাপার নয়। এই ক্ষত নিয়ে উনি আমায় শুটিংয়ে আসতে বলেন। তাই ছবিতে আপনারা আমার মুখে যে দাগ দেখতে পাবেন, তা আসল। এখানে মেকআপের কারিকুরি নেই। এই ছবিতে আমার বিভিন্ন লুক আছে।

আমাকে চরিত্রের প্রয়োজনে কখনো ওজন বাড়াতে হয়েছে, আবার ওজন কমাতে হয়েছে। ছবিতে সরদার উধমের ১৯ থেকে ৪০ বছর বয়স তুলে ধরা হয়েছে। তাহলে বুঝতেই পারছেন আমাকে কম সময়ের মধ্যে কতটা শারীরিক পরিবর্তন আনতে হয়েছে।’
‘সরদার উধম’ আমাজন প্রাইম ভিডিওতে ১৬ অক্টোবর মুক্তি পাবে।