আমিরের অ্যাপয়েন্টমেন্টের জন্য ১০ মাস

আজ দুই দশক পূর্ণ করল ‘দিল চাহতা হ্যায়’। ২০০১ সালের ১০ আগস্ট মুক্তি পেয়েছিল সিনেমাটি। ব্যবসাসফল এই সিনেমা বলিউডের সিনেমা নির্মাণরীতিতেও অনেক পরিবর্তন আনে। এই সিনেমার কিছু মজার ঘটনা তুলে ধরা হলো।

প্রথম দেখায়ই প্রীতি জিনতাকে কাস্টিং
‘ক্যায়া ক্যাহেনা’ সিনেমার স্ক্রিন টেস্টে অংশ নিতে প্রথম মুম্বাইয়ে আসেন প্রীতি জিনতা। তখনই তাঁকে প্রথম দেখেন ফারহান আখতার। সেদিন প্রীতি জিনতাকে ফারহান বলেছিলেন, ‘আমি যদি সিনেমা বানাই, তাহলে আপনাকে নায়িকা বানাব।’ ঠিকই প্রথম ছবি ‘দিল চাহতা হ্যায়’তে প্রীতিকে নায়িকা বানান ফারহান।

সাদা জুতায় না
‘ও লাড়কি হ্যা কাহাঁ’ গানের জন্য সাইফ আলী খানকে বলা হয়েছিল বলিউডের আশির দশকের লাল টি-শার্ট ও সাদা জিনস পরতে। কিন্তু জিনসের সঙ্গে মানিয়ে সাদা জুতা পরার কথা বললে রাজি হননি এই অভিনেতা।

করন জোহর

করন জোহরের ভবিষ্যদ্বাণী
করণ জোহর ভেবেছিলেন, ‘দিল চাহতা হ্যায়’ ভালো চলবে না। আমির খান সিনেমায় অভিনয় করতে সম্মত হয়ে ভুল করেছেন।

প্লট শুনে মজা করেছিলেন প্রীতি জিনতা
চিত্রনাট্য শুনে প্রীতি জিনতা ফারহানকে বলেছিলেন, পুংশ্রেষ্ঠত্বে বিশ্বাসী একদল ছেলের গল্প হবে এটা।

ব্রাশ করতে করতে আইডিয়া
শুরুতে ‘দিল চাহতা হ্যায়’র বেস লাইনটুকুই শুধু কম্পোজ হয়েছিল। এক সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতে শঙ্কর মহাদেবন উপলব্ধি করলেন ‘দিল চাহতা হায়’ শব্দগুলো সুরটার সঙ্গে দারুণ খাপ খেয়ে যায়।

তাঁরা সিনেমাটি ফিরিয়ে দিয়েছিলেন
তিন বন্ধুর চরিত্রে অক্ষয় খান্না, হৃতিক রোশান আর সাইফ আলী খানকে ভেবেছিলেন ফারহান। অক্ষয় এবং সাইফ অভিনয় করলেও তাঁদের জন্য নির্ধারিত চরিত্রগুলো তাঁরা করেননি। আর হৃতিক রোশান সিনেমাটি ছেড়ে দেন। পরে অভিষেক বচ্চনও সিনেমাটি করতে রাজি হননি। শেষে আকাশ মালহোত্রা চরিত্রে অভিনয় করেন আমির খান।

Md. Monzurul Alom

আমির খানের জন্য ১০ মাস অপেক্ষা
হৃতিক ও অভিষেক ফিরিয়ে দেওয়ার পর মূল ভূমিকার জন্য আমির খানের কথা ভাবেন ফারহান। ১০ মাস অপেক্ষার পর আমিরের সঙ্গে দেখা করার অনুমতি পান ফারহান।

সিকুয়েল
ভেগাসে ট্যুর দেওয়ার সময় সিনেমাটির গল্প মাথায় আসে নির্মাতা ফারহান আখতারের। পরে সিনেমাটি ব্যবসায়িকভাবে সফল হলে তিনি ঘোষণা দিয়েছিলেন, সিনেমাটির সিকুয়েল করবেন। সেখানে প্রধান চরিত্রে নারীরা অভিনয় করবেন। ভক্তরা এখনো আশা করেন, তিনি সিনেমাটির সিকুয়েল বানাবেন।

ফারহানের প্রথম সিনেমা
সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেন ফারহান। ‘দিল চাহতা হ্যায়’ তাঁর প্রথম সিনেমা। আগে মিউজিক ভিডিও বানিয়েছিলেন। এখন অভিনেতা হিসেবে বেশি পরিচিতি হলেও নির্মাণের সাত বছর পর অভিনয়ে নাম লেখান।

দিল চাহতা হ্যায় ফোর্ট
সিনেমাটির শুটিং হয়েছিল গোয়ার চাপোরা ফোর্টে। সিনেমাটার জন্য জায়গাটির নামই হয়ে গেছে এখন দিল চাহতা হ্যায় ফোর্ট।