আলোচিত সারা–বরুণের ছবির ট্রেলার

বরুণ ধাওয়ান ও সারা আলী খান
ইনস্টাগ্রাম

২৪ ঘণ্টাও হয়নি মুক্তি পেয়েছে সারা আলী খান ও বরুণ ধাওয়ান অভিনীত রিমেক ছবি কুলি নম্বর ওয়ান–এর ট্রেলার। রিমেক ছবিতে অভিনয় অনেক সময় ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। সারা ও বরুণের বেলায়ও কি তেমনটি ঘটছে? এই প্রশ্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। কারণ, রিমেক ছবিতে অভিনয় করে সারা ও বরুণ প্রশংসা যেমন পাচ্ছেন, তেমন পাচ্ছেন দুয়োধ্বনিও।

নব্বই দশকের সিনেমা কুলি নম্বর ওয়ান–এ অভিনয় করেছিলেন গোবিন্দ ও কারিশমা কাপুর।

নব্বই দশকের সিনেমা কুলি নম্বর ওয়ান–এ অভিনয় করেছিলেন গোবিন্দ ও কারিশমা কাপুর। ট্রেলার বের হওয়ার সঙ্গে সঙ্গেই ভক্তরা বরুণ ও সারার অভিনয়কে গোবিন্দ ও কারিশমার সঙ্গে তুলনা করা শুরু করেছেন। আর তাতে প্রশংসার পাশপাশি দুয়োধ্বনিও পাচ্ছেন তরুণ এই জুটি।

বরুণ ধাওয়ান ও সারা আলী খান অভিনীত ‘কুলি নম্বর ওয়ান’ ছবির পোস্টার।
সারা আলী খানের ইনস্টাগ্রাম পেজ থেকে নেওয়া হয়েছে

তবে ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা দুজনেরই অসাধারণ। সম্প্রতি ভারতীয় চলচ্চিত্র সাময়িকী ফিল্মফেয়ারকে এমনটাই জানালেন বরুণ ও সারা। বরুণ বলেন, ‘আসল কুলি নম্বর ওয়ান আমার খুবই প্রিয় একটি সিনেমা। এ কারণে এই ছবির রিমেকে কাজ করার জন্য আমি মুখিয়ে ছিলাম। বড় পর্দার আইকনিক চরিত্র “রাজু” হয়ে ওঠা আমার জন্য দারুণ ব্যাপার। সারার সঙ্গে এই প্রথম কাজ করলাম। তিনি খুবই মেধাবী। ভারতের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে শুটিং করেছি। আমি খুবই খুশি যে বিশ্বের মানুষ একসঙ্গে ওটিটিতে ছবিটি দেখতে পারবে।’

বলিউডে সারার পথচলা সবে শুরু। মাত্র তিনটি ছবিতে অভিনয় করেছেন—কেদারনাথ, সিম্বা ও লাভ আজকাল। এর মধ্যে শুধু সিম্বা ছবিটি বক্স অফিসে ঝড় তুলতে পেরেছে।

সারা আলী খান ও বরুণ ধাওয়ান
ইনস্টাগ্রাম

আর তাতে সারার অবদান যতটা, তার চেয়ে ঢের বেশি পরিচালক রোহিত শেঠি আর অভিনেতা রণবীর সিংয়ের। কুলি নম্বর ওয়ান দিয়েই তাই নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছেন সারা। এই তারকাকন্যা বলেন, ‘কুলি নম্বর ওয়ান ছবিতে কাজ করা স্বপ্ন সত্যি হওয়ার মতো একটা ব্যাপার। “হুসনে হ্যায় সুহানা” আর “মিরচি লাগি” গান দুটি অসম্ভব সুন্দর। এই গানগুলো শুনেই আমি বেড়ে উঠেছি। শুটিংসেটে বরুণ ধাওয়ান কেবল ভালো অভিনেতাই নন, বরং একজন ভালো বন্ধুও। তাঁর বাবা ডেভিড স্যারের (ছবির পরিচালক) সঙ্গে কাজ করতে পারাও সৌভাগ্যের ব্যাপার।’

বরুণ ও সারা ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করেছেন পরেশ রাওয়াল, জাভেদ জাফরি, জনি লিভার, রাজপাল যাদবসহ আরও অনেকে। ২৫ ডিসেম্বর বড়দিনে একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ছবিটি। ১৯৯৫ সালে এই ছবিতে অভিনয় করেছিলেন গোবিন্দ ও কারিশমা কাপুর।

১৯৯৫ সালে এই ছবিতে অভিনয় করেছিলেন গোবিন্দ ও কারিশমা কাপুর।