আসছে ’দৃশ্যম টু’

দৃশ্যম ছবির দৃশ্য
সংগৃহীত

নিজের পরিবারকে বাঁচাতে এক গৃহকর্তা অসাধারণ সব কৌশলের আশ্রয় নিয়েছিলেন। সেসব কৌশলের কাছে হার মানতে হয় পুলিশকেও। যাঁরা দেখেছেন, তাঁরা জানেন কতটা রোমাঞ্চকর ছিল দৃশ্যম সিনেমাটি। ২০১৩ সালে মালয়ালম ইন্ডাস্ট্রিকে তাক লাগিয়ে দিয়েছিল এটি। সাত বছর পর শুরু হলো ছবিটির সিকুয়েল।

দৃশ্যম ছবির শুধু গল্পটিই যে চমৎকার তাই নয়, রেকর্ডের খাতায়ও নাম লিখিয়েছিল ছবিটি। মালয়ালম ছবির ইতিহাসে ৫০ কোটি রুপি আয় ছাড়িয়ে যাওয়া প্রথম ছবি এটি। ভারতে ছবিটি এতই জনপ্রিয় হয়েছিল যে পরে সেটি কন্নড়, তেলেগু, তামিল ও হিন্দি ভাষায় রিমেক হয়। এমনকি ছবিটি চীনা ভাষাতেও তৈরি হয় শিপ উইদআউট আ শেফার্ড নামে। ২০১৯ সালে চীনে সর্বোচ্চ আয় করা ১০ ছবির মধ্যে জায়গা করে নিয়েছিল সেটি।

মালয়ালম ছবির ইতিহাসে ৫০ কোটি রুপি আয় ছাড়িয়ে যাওয়া প্রথম ছবি এটি। ভারতে ছবিটি এতই জনপ্রিয় হয়েছিল যে পরে সেটি কন্নড়, তেলেগু, তামিল ও হিন্দি ভাষায় রিমেক হয়। এমনকি ছবিটি চীনা ভাষাতেও তৈরি হয় শিপ উইদআউট আ শেফার্ড নামে। ২০১৯ সালে চীনে সর্বোচ্চ আয় করা ১০ ছবির মধ্যে জায়গা করে নিয়েছিল সেটি।
দৃশ্যম ছবির পোস্টার
সংগৃহীত

এবারও মালয়ালম ভাষাতেই তৈরি হচ্ছে দৃশ্যম টু। আগের মতোই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন মোহনলাল, সঙ্গে তাঁর আগের সহশিল্পী মিনা। ছবির শুটিংয়ের কয়েকটি ছবি তিনি পোস্ট করেছেন টুইটারে। ছবির পরিচালক জিতু জোসেফ জানান, করোনার কারণে বেশ কিছু দৃশ্য কাটছাঁট করতে হয়েছে। যে দৃশ্যগুলোয় বেশি লোকসমাগম ছিল, সেই দৃশ্যগুলো ছেঁটে বাদ দেওয়া হয়েছে। বাড়ানো হয়েছে ইনডোরের কাজ। দৃশ্যম টু মুক্তি পাবে আগামী বছর।

২০১৯ সালে মোহনলালকে দেখা গেছে লুসিফার ছবিতে। ২০০ কোটি রুপি আয় করা প্রথম সিনেমা হিসেবে রেকর্ড করেছে ছবিটি। এ ছবিরও সিকুয়েল নির্মাণের পরিকল্পনা চলছে। সূত্র: হিন্দুস্তান টাইমস