আয়ুষ্মানের সেরা পাঁচ

আজ আয়ুষ্মান খুরানার জন্মদিনকোলাজ
বলিউডের চেনা স্রোতে গা ভাসাননি আয়ুষ্মান। তিনি বরং তৈরি করেছেন নতুন রাস্তা। নায়কসুলভ চরিত্র নয়, অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কিছু ছবি আছে, যেগুলো দেখলে চোখ বন্ধ করে বলে দেওয়া যায়, আয়ুষ্মান খুরানার নাম। বলিউডে আয়ুষ্মান খুরানা তাই হয়ে উঠেছেন একটি সিনেমাধারা। বলিউডে এ রকম ঊর্ধ্বগামী গ্রাফের আরেক তারকা খুঁজে পাওয়া দায়। আজ ১৪ সেপ্টেম্বর আয়ুষ্মানের জন্মদিন।

আজ থেকে ঠিক ঠিক ৩৯ বছর আগের কথা। চণ্ডীগড়ের এক সাধারণ পরিবারে আজকের দিনে জন্মেছিলেন আয়ুষ্মান খুরানা। সেদিন কেউ ভাবেনি, এ ছেলেই একদিন বলিউডের প্রতিষ্ঠিত তারকাদের সরিয়ে নিজের জায়গা করে নেবে। ‘খুরানা, দ্য নেক্সট খান’ শিরোনামে তাঁকে নিয়ে হবে বিশেষ প্রতিবেদন। ২০১৮ থেকে ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত আয়ুষ্মানের প্রতিটি সিনেমা হিট। বলিউডে এ রকম ঊর্ধ্বগামী গ্রাফের আরেক তারকা খুঁজে পাওয়া দায়। জন্মদিনে এক নজরে দেখে নেওয়া যাক আয়ুষ্মানের সর্বোচ্চ আয় করা পাঁচ সিনেমা:

আন্ধাধুন সিনেমায় আয়ুষ্মান খুরানা
ইনস্টাগ্রাম

আন্ধাধুন

এই ছবি নিঃসন্দেহে বলিউডের ওই বছরে সেরা থ্রিলার। আর খুরানার জীবনের সবচেয়ে অর্থ উপার্জনকারী ছবি এটি। ৩২ কোটি রুপি খরচ করে বানানো ছবিটি বক্স অফিসের হিসাবনিকাশ এলোমেলো করে দিয়েছে। তুলে এনেছে ৪৫৬ কোটি রুপি। শুধু তা–ই নয়, আয়ুষ্মান খুরানা তাঁর জীবনের সেরা স্বীকৃতি পেয়েছেন এ ছবিতে অভিনয় করে। তাঁর হাতে উঠেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। টাবুর অভিনয়ও তালি–প্রশংসা পেয়েছে দর্শক আর সমালোচকদের।

ছবিতে আয়ুষ্মানের মায়ের ভূমিকায় দুর্দান্ত অভিনয় করে তুমুল আলোচনায় আসেন কিছুটা আড়ালে থাকা নীনা গুপ্তা। নীনা ও গজরাজ রাওয়ের জুটি ব্যাপক প্রশংসিত হয়। এমনকি সুরেখা শিকরি অভিনীত নীনা গুপ্তার শাশুড়ি ও আয়ুষ্মানের ‘কানে খাটো’ দাদির চরিত্রকে বলা হয় ২০১৮ সালের সেরা অভিনীত চরিত্রগুলোর একটি
আজ থেকে ঠিক ঠিক ৩৬ বছর আগের কথা। চণ্ডীগড়ের এক সাধারণ পরিবারে আজকের দিনে জন্মেছিলেন আয়ুষ্মান খুরানা
ইনস্টাগ্রাম

বাধাই হো

পুরোদস্তুর ফ্যামিলি ড্রামা বলতে যা বোঝায়, এই ছবি তা–ই। শুধু আয়ুষ্মানই নন, এ ছবিতে আয়ুষ্মানের মায়ের ভূমিকায় দুর্দান্ত অভিনয় করে তুমুল আলোচনায় আসেন কিছুটা আড়ালে থাকা নীনা গুপ্তা। নীনা ও গজরাজ রাওয়ের জুটি ব্যাপক প্রশংসিত হয়। এমনকি সুরেখা শিকরি অভিনীত নীনা গুপ্তার শাশুড়ি ও আয়ুষ্মানের ‘কানে খাটো’ দাদির চরিত্রকে বলা হয় ২০১৮ সালের সেরা অভিনীত চরিত্রগুলোর একটি। ২৯ কোটি রুপি খরচ করে বানানো ছবিটি তুলে এনেছিল ২২১ কোটি রুপি।

বালা সিনেমার দৃশ্যে আয়ুষ্মান খুরানা। ছবি: ইনস্টাগ্রাম
তিনি এমন এক হিরো, যিনি মেয়েদের গলায় কথা বলেন। আর ফোনে তাঁর কণ্ঠ শুনে প্রেমে পড়ে যান তাঁর বাবাও। নারীকণ্ঠে পুরুষের সঙ্গে কথা বলে মোবাইল কোম্পানির বেশি বেশি বিল ওঠানোই তাঁর কাজ!

ড্রিম গার্ল

এই সিনেমায় আয়ুষ্মান যেমন চরিত্রে অভিনয় করেছেন, বলিউডের বড় পর্দার কোনো হিরোকে সম্ভবত এর আগে এ ধরনের চরিত্রে দেখা যায়নি। তিনি এমন এক হিরো, যিনি মেয়েদের গলায় কথা বলেন। আর ফোনে তাঁর কণ্ঠ শুনে প্রেমে পড়ে যান তাঁর বাবাও। নারীকণ্ঠে পুরুষের সঙ্গে কথা বলে মোবাইল কোম্পানির বেশি বেশি বিল ওঠানোই তাঁর কাজ! আর এ রকম একটি চরিত্র করেই ক্যারিয়ারের সবচেয়ে অর্থ উপার্জনকারী সিনেমাটি উপহার দিয়েছেন আয়ুষ্মান।

শুধু ‘বার্থ ডে বয়’ আয়ুষ্মানের জন্যই নয়, নুসরাত বরুচার ক্যারিয়ারের জন্যও ছবিটি টার্নিং ‘পয়েন্ট’। মাত্র ৩৩ কোটি রুপি খরচ করে বানানো ছবিটি বক্স অফিসে তুলে এনেছিল ২০০ কোটি ৮০ লাখ রুপি।

বড় পর্দার হিরোর মাথায় নেই চুল। এ নিয়ে তাঁর হীনমন্যতার শেষ নেই। সব সময় পরচুলা পরে ঘোরেন। প্রেমিকার সামনে গেলে টেনশনে পড়ে যান। এই বুঝি পরচুলা খুলে বেরিয়ে পড়ে টাকমাথা।
এই সিনেমায় আয়ুষ্মান যেমন চরিত্রে অভিনয় করেছেন, বলিউডের বড় পর্দার কোনো হিরোকে সম্ভবত এর আগে এ ধরনের চরিত্রে দেখা যায়নি
ইনস্টাগ্রাম

বালা

বড় পর্দার হিরোর মাথায় নেই চুল। এ নিয়ে তাঁর হীনমন্যতার শেষ নেই। সব সময় পরচুলা পরে ঘোরেন। প্রেমিকার সামনে গেলে টেনশনে পড়ে যান। এই বুঝি পরচুলা খুলে বেরিয়ে পড়ে টাকমাথা। মাত্র ২৫ কোটি খরচ করে বানানো ছবিটি আয় করেছিল ১৭১ কোটি রুপি। হলভর্তি দর্শক ছবিটা দেখে হাততালি দিয়েছেন, আর সমালোচকেরাও চরিত্রটিকে দুই হাত ভরে প্রশংসা করতে ভোলেননি। বলেছেন, এ সিনেমা দেখে টাকমাথার লোকেরাও ভাববেন, যদি আয়ুষ্মান হিরো হন, তবে তিনি কেন নন?

বালা সিনেমার পোস্টার
পুলিশের পোশাকে দর্শক যে আয়ুষ্মানকে এতটা ভালোবাসবেন, তা ভাবেননি আয়ুষ্মান নিজেও।

আর্টিকেল ফিফটিন

অনুভব সিনহা পরিচালিত এই ছবিকে বলা হয় আয়ুষ্মান খুরানার সেরা পারফরম্যান্স। পুলিশের পোশাকে দর্শক যে আয়ুষ্মানকে এতটা ভালোবাসবেন, তা ভাবেননি আয়ুষ্মান নিজেও। ২৯ কোটি খরচ করে বানানো ছবিটি তুলে এনেছিল ৯৩ কোটি রুপি, যদিও ছবিটি মুক্তির পর ব্যাপক আন্দোলিন হয়। এ সিনেমার মধ্য দিয়ে বর্ণপ্রথার সমালোচনা করায় শত শত হলে বন্ধ করা হয় ছবিটি

‘গুলাবো সিতাবো’ সিনেমায় আয়ুষ্মান ও অমিতাভ বচ্চন
সিনেমার দৃশ্য