এক ওয়েব সিরিজেই শহীদ নিলেন ৮০ কোটি

এই মুহূর্তে শহীদ কাপুর তাঁর পরের ছবি ‘ফেক’–এর শুটিংয়ে ব্যস্ত। এই প্রকল্পের মাধ্যমে ডিজিটাল দুনিয়ায় অভিষেক হতে চলেছে এই বলিউড সুপারস্টারের। শহীদের এই নতুন ওয়েব সিরিজটি ঘিরে নানান তথ্য উঠে এসেছে।

শহীদ কাপুর

শহীদের ডিজিটাল অভিষেক নিয়ে বেশ কিছুদিন ধরে নানান জল্পনা–কল্পনা চলছে। ‘ফেক’ সিরিজের মাধ্যমেই ডিজিটালের অঙ্গনে পা রাখতে চলেছেন তিনি। এই সিরিজ দুই সিজনে মুক্তি পাবে। প্রতি সিজনে আটটা করে পর্ব থাকবে।

সিরিজটি বেশ ব্যয়বহুল। প্রতি পর্বের পেছনে নির্মাতারা আট কোটি রুপির মতো খরচ করবেন। তবে সবচেয়ে খরচ গেছে শহীদের পেছনে। তিনি ‘ফেক’ সিরিজের জন্য ৮০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। এখনো পর্যন্ত এই সিরিজের তিনটি পর্বের শুটিং হয়েছে। নির্মাতা চাইছে এক শ দিনের মধ্যে প্রথম সিজনের শুটিং শেষ করতে।

‘কবির সিং’ ছবিতে শহীদ কাপুর

গোয়াতে এখন পর্যন্ত ১২ দিনের মতো শুটিং হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য শুটিং ধীরগতিতে এগোচ্ছে। করোনার কারণে শুটিং স্পটে বিশেষ সাবধানতা নেওয়া হচ্ছে। জানা গেছে, শুটিংয়ের সময়ে সেটে এক শ জন উপস্থিত থাকছেন। সবাইকে নিকটবর্তী ১৪ ভিলার এক রিসোর্টে বায়ো বাবলের মধ্যে রাখা হয়েছে। এখনো পর্যন্ত এই সেট থেকে কারও করোনায় আক্রান্ত হওয়ার খবর আসেনি।

‘ফেক’ সিরিজের মাধ্যমে দীর্ঘদিন পর ফিরছেন বলিউডের প্রভাবশালী অভিনেতা অমল পালেকর। শহীদের দাদার চরিত্রে দেখা দেবেন ৭৬ বছর বয়সী এই অভিনেতা।

শহীদ কাপুর

শাহীদের চরিত্র নিয়েও অনেকটা খোলাসা হয়েছে। জানা গেছে, ‘ফেক’ সিরিজে তাঁকে জাল নোট ছাপানোর ব্যবসায় দেখা যাবে। আর এই ছাপাকলের ব্যবসাটি তাঁর দাদার সময় থেকে চলে আসছে। জাল নোটের ব্যবসার পাশাপাশি দাদু-নাতির এক অদ্ভুত সম্পর্কের রসায়ন তুলে ধরা হয়েছে সিরিজটিতে।

সিরিজটির গল্প মুম্বাইয়ের প্রেক্ষাপটে বোনা। কিন্তু করোনার কারণে মুম্বাইতে শুটিং শুরু হয়েও বন্ধ রাখতে হয়েছে। তাই নির্মাতারা তড়িঘড়ি গোয়াতে শুটিং শুরু করেছেন। মুম্বাইয়ের আদলে গোয়াতে একটা সেট বানানো হয়েছে। এখন নির্মাতারা চিন্তায় পড়েছেন যে গোয়াতে করোনার সংক্রমণ বাড়লে কী করবেন! পরবর্তী শুটিং কোথায় হবে?

স্ত্রী সন্তানদের নিয়ে শহীদ কাপুর