এক জীবনে ঋষি কাপুর

দুই বছরের বেশি সময় ধরে বোনম্যারো ক্যানসারে ভুগছিলেন ঋষি কাপুর। গত বছর অর্থাৎ ২০২০ সালের ৩০ এপ্রিল সকালে মুম্বাইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে শেষবারের মতো শ্বাস নেন ঋষি কাপুর। আধুনিক ভারতের চলচ্চিত্রের প্রেমের দূত ছিলেন ঋষি। ১৯৭০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত—২০ বছর ক্যারিয়ারের দিক থেকে ঋষি কাপুরের জীবনের সেরা সময়। ‘অমর আকবর অ্যান্টনি’, ‘কুলি‌’, ‘রাজা’, ‘লাইলা মজনু’, ‘সারগাম’, ‘প্রেম রোগ’, ‘হানিমুন, ‘চান্দনি’, ‘হেনা’, ‘বোল রাধা বোল’, ‘দো দোনি চার’, ‘হাম কিসিসে কাম নেহি’, ‘কাভি কাভি’, ‘লাভ আজকাল’, ‘রাজমা চাউল’, ‘অগ্নিপথ’, ‘হাম তুম’, ‘ফানা’, ‘মুলক’, ‘কাপুর অ্যান্ড সন্স’ ঋষির উল্লেখযোগ্য ছবিগুলোর ভেতর অন্যতম। ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবিতে আরেকবার দেখে নিই ঋষি কাপুরের এক জীবন।

১ / ১১
১৯৫২ সালের ৪ সেপ্টেম্বর প্রখ্যাত বলিউড অভিনেতা ও পরিচালক রাজ কাপুর ও কৃষ্ণা রাজ কাপুরের ঘরে জন্ম নেন ঋষি কাপুর।
২ / ১১
জীবনসঙ্গী নিতু কাপুরও বড় পর্দার তারকা। মেয়ে ঋদ্ধিমা কাপুর ফ্যাশন ডিজাইনার। ছেলে রণবীর কাপুর বলিউডের কাপুর খানদানের পারিবারিক পেশা অনুসরণ করে হয়েছেন আরেকজন বলিউড তারকা
৩ / ১১
প্রথমবার বড় পর্দায় ছোট্ট ঋষির দেখা মেলে বলিউডের আইকনিক ছবি ‘শ্রী৪২০’-এ। ১৯৫৫ সালে। বয়স তিন বছর। রাজ কাপুর আর নার্গিস ছাতা মাথায় ‘প্যায়ার হুয়া, ইকরার হুয়া’ গানটি গাইতে গাইতে পিচের রাস্তা ধরে চলেছেন আর পাশ দিয়ে হাতে হাত রেখে চলে গেল রেইনকোট পরা তিনটি শিশু। এই তিনজনের একজন হলেন ঋষি কাপুর।
৪ / ১১
১৯৭০ সালে মুক্তি পেল বাবা রাজ কাপুরের পরিচালনা ও প্রযোজনায় ঋষি কাপুর অভিনীত প্রথম ছবি ‘মেরা নাম জোকার’। প্রথম ছবিতেই ‘শিশুশিল্পী’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন ১৮ বছরের ঋষি
৫ / ১১
১৯৭৩ সালে মুক্তি পেল কিশোর প্রেমের ওপর নির্মিত প্রধান চরিত্রে ঋষি কাপুর অভিনীত প্রথম ছবি ‘ববি’। সঙ্গী ছিলেন ডিম্পল কাপাডিয়া। এই ছবিরও পরিচালক ছিলেন ঋষি কাপুরের বাবা রাজ কাপুর
৬ / ১১
অভিনয়জীবন তাঁকে ‘চকলেট বয়’, ‘সুপারস্টার’ ইমেজ ছাড়াও খুঁজে দিয়েছে জীবনসঙ্গিনী। ১৯৮০ সালের ২২ জানুয়ারি ঋষি কাপুর বিয়ে করেন তাঁর অনস্ক্রিন আর অফস্ক্রিন প্রেমিকা নিতু সিংকে। মোট ১৫টি ছবিতে নিতু ছিলেন তাঁর নায়িকা। বিয়ের পরে কাপুর পরিবারের ঐতিহ্য মেনে স্বেচ্ছায় অভিনয় ছেড়ে দেন নিতু
৭ / ১১
২০১৯ সালে ১১ মাস ১১ দিনের ক্যানসার চিকিৎসা শেষে মুম্বাইয়ে বাড়ি ফেরেন ঋষি কাপুর। টুইটে জানান, তিনি সুস্থ
৮ / ১১
২০১৮ সালে ঋষি কাপুরের বোনম্যারো ক্যানসার ধরা পড়ে, আমেরিকার নিউইয়র্কে চিকিৎসা হয়
৯ / ১১
২০১৯ সালের ১৩ ডিসেম্বর মুক্তি পায় ঋষি কাপুর অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘দ্য বডি’৷ ঋষির শেষ সহশিল্পী ছিলেন ইমরান হাশমি
১০ / ১১
১৯৭৩ থেকে ২০০০ সাল, এই ২৮ বছরে ৫১টি ছবি মুক্তি পেয়েছিল, যেখানে ঋষি কাপুর ছিলেন একমাত্র নায়ক। কিন্তু এর মধ্যে মাত্র ১১টি ছবি বক্স অফিসে সফল হয়েছিল
১১ / ১১
২০১৯ সালের ডিসেম্বরেও তিনি বলেছিলেন, তাঁর হৃদয় এখনো তরুণ। শিগগিরই তিনি বড় পর্দায় আবারও প্রেম করবেন। তা আর হলো কোথায়! একটা তরুণ হৃদয় নিয়েই দূর আকাশের নক্ষত্র হয়ে গেলেন এই অভিনেতা