এবার অনন্যার ওপর চটেছেন সেই বানখেড়ে

অনন্যার ওপর বেজায় চটেছেন এনসিবির আঞ্চলিক পরিচালক সমীর বানখেড়ে

শাহরুখপুত্র আরিয়ান খানের মাদক-কাণ্ড মামলায় ক্রমশ জড়িয়ে পড়ছেন বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) মাদক-কাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করতে অনন্যাকে দুবার ডেকে পাঠিয়েছিল। আর দুবারই সেখানে দেরিতে গিয়ে পৌঁছান এই তারকাকন্যা। আর তাই অনন্যার ওপর বেজায় চটেছেন এনসিবির আঞ্চলিক পরিচালক সমীর বানখেড়ে।
গতকাল অর্থাৎ শুক্রবার অনন্যার বেলা ১১টা নাগাদ এনসিবির দপ্তরে হাজির থাকার কথা ছিল। কিন্তু এই তারকাকন্যা এনসিবির দপ্তরে বেলা দুইটার পর পৌঁছান। অনন্যার এই দেরিতে আসা নিয়ে রীতিমতো বিরক্ত সমীর বানখেড়ে।

অভিনেতা চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা

জানা গেছে, তিনি অনন্যাকে বলেছেন, ‘আপনাকে বেলা ১১টার সময় ডাকা হয়েছিল, আর আপনি এখন এলেন। অফিসার আপনার অপেক্ষায় বসে থাকতে পারবেন না। এটা আপনার প্রোডাকশন হাউস নয়, কেন্দ্রীয় সংস্থার দপ্তর। আপনাকে যে সময়ে ডেকে পাঠানো হবে, সেই সময় অনুযায়ী আসবেন।’

গত বৃহস্পতিবার অনন্যাকে প্রথমবার সমন পাঠিয়েছিল এনসিবি। তারা এই বলিউড নায়িকাকে বেলা দুইটা নাগাদ এনসিবির দপ্তরে আসতে বলেছিল। কিন্তু অনন্যা বিকেল চারটার সময় এনসিবির দপ্তরে গিয়েছিলেন। সেই দিন দুই ঘণ্টার মতো তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। গতকাল এনসিবির কর্মকর্তারা চার ঘণ্টার মতো মাদক-কাণ্ডের বিষয়ে জেরা করেছিলেন।

আরিয়ান খান

২০১৮-১৯ সালে আরিয়ানের সঙ্গে অনন্যার এক হোয়াটসঅ্যাপ চ্যাটের বিষয়ে অনন্যাকে সমন পাঠিয়েছিল এনসিবি। জানা গেছে, এই চ্যাটে আরিয়ান আর অনন্যার মধ্যে নেশাসংক্রান্ত বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে।

এই চ্যাটে শাহরুখপুত্র অনন্যাকে গাঁজা জোগাড় করার কথা বলেছিলেন বলে এনসিবির দাবি। আর অনন্যা তার জবাবে বলেছিলেন যে তিনি গাঁজার ব্যবস্থা করছেন। এনসিবি অনন্যার থেকে এই চ্যাটের বিষয়ে বিশদে জানতে চেয়েছিল।

যাত্রী সেজে প্রমোদতরি থেকে শাহরুখের ছেলে আরিয়ানকে আটক করেছিলেন সমীর বানখেড়ে

আর তার জবাবে এই তারকাকন্যা বলেছিলেন যে এটা তিনি মজার ছলে লিখেছিলেন। শুক্রবার টানা চার ঘণ্টা জিজ্ঞাসাবাদের সময় অনন্যা সাফ জানিয়েছেন যে তিনি কখনো মাদক সেবন করেননি। তবে এই বলিউড নায়িকা স্বীকার করেছেন যে তিনি ধূমপান করতেন।

অনন্যা মাদক-কাণ্ডের সঙ্গে কতটা জড়িয়ে আছে, তা তদন্ত করতে উঠেপড়ে লেগেছে এনসিবি। এই বলিউড অভিনেত্রীর দুটো মুঠোফোন, ল্যাপটপসহ সাতটা ইলেকট্রনিক গেজেট এনসিবি ফরেনসিক ল্যাবে পাঠিয়েছে। অনন্যার সব ডিলিট করা চ্যাট আর বাকি সব তথ্য উদ্ধারের চেষ্টা করছে এই তদন্তকারী সংস্থা।

অনন্যা পান্ডে

এমনকি তারা এ-ও খতিয়ে দেখছে যে অনন্যা কোনো নামসহ নম্বর মুঠোফোন থেকে ডিলিট করেছে কি না। এখন এনসিবি ফরেনসিক রিপোর্টের অপেক্ষায় আছে। অনন্যাকে ২৫ অক্টোবর, অর্থাৎ আগামী সোমবার বেলা ১১টা নাগাদ আবার ডেকে পাঠিয়েছে এনসিবি। এদিন তারা ফরেনসিক রিপোর্টের পর্যবেক্ষণে জিজ্ঞাসাবাদ করবে।